বিনোদন ডেস্ক
ঢাকা: করোনার এই সময়ে বিনোদন এখন মুঠোফোন বা টেলিভিশনের স্ক্রিনেই সীমাবদ্ধ। গত বছরের মতো এ বছরও সিনেমা হলের দরজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সেটা বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও। হিন্দিতে একের পর এক ছবি ওটিটি প্ল্যাটফর্মে এলেও, কলকাতার ক্ষেত্রে ভিন্ন চেহারা।
এখানে ছোট–বড়-মাঝারি বাজেটের নানা ছবি তৈরি হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। তবে ইন্ডাস্ট্রির অনেক প্রযোজক–পরিচালকই ছবির চেয়েও এই মুহূর্তে বেশি চিন্তিত করোনা মোকাবিলা নিয়ে। ব্যক্তিগতভাবেও বিপর্যস্ত অনেকে। কেউ স্বজন হারিয়েছেন, কেউ আক্রান্ত ব্যক্তিদের সাহায্যে ব্যস্ত। তাই ছবির ভবিষ্যৎ এই মুহূর্তে থমকে আছে।
চলতি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’। তিনি আপাতত ব্যস্ত করোনা মোকাবিলায়। ২৫ জুন ‘অভিযান’-এর স্ক্রিনিং হবে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। কলকাতার দর্শক ছবিটা কবে দেখতে পাবে, তা এখনই বলা মুশকিল। ওটিটিতে মুক্তি দেওয়ারও নেই কোনো পরিকল্পনা।
মুক্তির অপেক্ষায় বড় বাজেটের এসভিএফ-এর ‘গোলন্দাজ’ এবং রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’। মুক্তির তারিখও নির্ধারণ হয়েছিল ভারতের স্বাধীনতা দিবসে। তবে আগস্ট পর্যন্ত করোনার প্রকোপ না কমলে সে সম্ভাবনা ক্ষীণ। সিনেমা হল খুললেও ভিড় হওয়ার সম্ভাবনা কম।
তখন কোনো বড় বাজেটের ছবি না এনে ‘সাইকো’র মতো অপেক্ষাকৃত কম বাজেটের ছবি আনতে পারে এসভিএফ। সে ক্ষেত্রে ‘গোলন্দাজ’ পেছাতে পারে পুজোয়। অন্য দিকে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ মুক্তির কথা ছিল পুজোয়, সেটি আর এই বছর মুক্তি দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
কলকাতার অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস প্রযোজিত প্রায় ডজনখানেক ছবি রয়েছে, যা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি প্রতিষ্ঠানটি। তাদের প্রত্যাশা হল খুললে প্রথম ‘বনি’ মুক্তি দেবে, ক্রিসমাসে ‘কাবেরী অন্তর্ধান’। কিন্তু পরিস্থিতি যা, তাতে প্ল্যান করলেও তা বদলে যেতে পারে।
‘ভূতপরী’, ‘অর্ধাঙ্গিনী, ‘টেনিদা, অঙ্কুশ-শুভশ্রীর হরর কমেডি, হরনাথ চক্রবর্তীর থ্রিলারসহ অনেক ছবি জমেছে সুরিন্দর ফিল্মসের ঘরে।
এ বছরের মাঝামাঝিতে মুক্তির পরিকল্পনা ছিল দেবের ‘কিশমিশ। শুটিংই শুরু করা যায়নি, উপরন্তু ছবিতে অ্যানিমেশনের অনেকটা কাজ থাকায় এই বছর আর মুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। দেব প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ও বড় বাজেটের। হলে ভিড় না হলে সে ছবিও মুক্তি পাবে না।
রাজের ‘হাবজি গাবজি’ মুক্তির প্ল্যানও পিছিয়েছে। দেব ও রাজ এখন অতিমারি মোকাবিলা নিয়ে ব্যস্ত থাকায় ছবি নিয়ে এই মুহূর্তে ভাবছেন না। ‘ভালো সময়’–এর অপেক্ষায় দিন গুনছেন সবাই।
ঢাকা: করোনার এই সময়ে বিনোদন এখন মুঠোফোন বা টেলিভিশনের স্ক্রিনেই সীমাবদ্ধ। গত বছরের মতো এ বছরও সিনেমা হলের দরজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সেটা বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও। হিন্দিতে একের পর এক ছবি ওটিটি প্ল্যাটফর্মে এলেও, কলকাতার ক্ষেত্রে ভিন্ন চেহারা।
এখানে ছোট–বড়-মাঝারি বাজেটের নানা ছবি তৈরি হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। তবে ইন্ডাস্ট্রির অনেক প্রযোজক–পরিচালকই ছবির চেয়েও এই মুহূর্তে বেশি চিন্তিত করোনা মোকাবিলা নিয়ে। ব্যক্তিগতভাবেও বিপর্যস্ত অনেকে। কেউ স্বজন হারিয়েছেন, কেউ আক্রান্ত ব্যক্তিদের সাহায্যে ব্যস্ত। তাই ছবির ভবিষ্যৎ এই মুহূর্তে থমকে আছে।
চলতি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’। তিনি আপাতত ব্যস্ত করোনা মোকাবিলায়। ২৫ জুন ‘অভিযান’-এর স্ক্রিনিং হবে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। কলকাতার দর্শক ছবিটা কবে দেখতে পাবে, তা এখনই বলা মুশকিল। ওটিটিতে মুক্তি দেওয়ারও নেই কোনো পরিকল্পনা।
মুক্তির অপেক্ষায় বড় বাজেটের এসভিএফ-এর ‘গোলন্দাজ’ এবং রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’। মুক্তির তারিখও নির্ধারণ হয়েছিল ভারতের স্বাধীনতা দিবসে। তবে আগস্ট পর্যন্ত করোনার প্রকোপ না কমলে সে সম্ভাবনা ক্ষীণ। সিনেমা হল খুললেও ভিড় হওয়ার সম্ভাবনা কম।
তখন কোনো বড় বাজেটের ছবি না এনে ‘সাইকো’র মতো অপেক্ষাকৃত কম বাজেটের ছবি আনতে পারে এসভিএফ। সে ক্ষেত্রে ‘গোলন্দাজ’ পেছাতে পারে পুজোয়। অন্য দিকে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ মুক্তির কথা ছিল পুজোয়, সেটি আর এই বছর মুক্তি দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
কলকাতার অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস প্রযোজিত প্রায় ডজনখানেক ছবি রয়েছে, যা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি প্রতিষ্ঠানটি। তাদের প্রত্যাশা হল খুললে প্রথম ‘বনি’ মুক্তি দেবে, ক্রিসমাসে ‘কাবেরী অন্তর্ধান’। কিন্তু পরিস্থিতি যা, তাতে প্ল্যান করলেও তা বদলে যেতে পারে।
‘ভূতপরী’, ‘অর্ধাঙ্গিনী, ‘টেনিদা, অঙ্কুশ-শুভশ্রীর হরর কমেডি, হরনাথ চক্রবর্তীর থ্রিলারসহ অনেক ছবি জমেছে সুরিন্দর ফিল্মসের ঘরে।
এ বছরের মাঝামাঝিতে মুক্তির পরিকল্পনা ছিল দেবের ‘কিশমিশ। শুটিংই শুরু করা যায়নি, উপরন্তু ছবিতে অ্যানিমেশনের অনেকটা কাজ থাকায় এই বছর আর মুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। দেব প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ও বড় বাজেটের। হলে ভিড় না হলে সে ছবিও মুক্তি পাবে না।
রাজের ‘হাবজি গাবজি’ মুক্তির প্ল্যানও পিছিয়েছে। দেব ও রাজ এখন অতিমারি মোকাবিলা নিয়ে ব্যস্ত থাকায় ছবি নিয়ে এই মুহূর্তে ভাবছেন না। ‘ভালো সময়’–এর অপেক্ষায় দিন গুনছেন সবাই।
চার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
২১ মিনিট আগেবহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৪ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১১ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
১১ ঘণ্টা আগে