বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার–২ ’–এর মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এরপর ‘হিরু পান্তি–২’ ও সর্বশেষ ‘এক ভিলেন রিটার্নস’–এ অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন।
কিন্তু জানেন কি, তারা সুতারিয়া একজন পেশাদার সংগীত শিল্পী হতে চেয়েছিলেন। এমনকি শৈশবে তিনি একটি সংগীত প্রতিযোগিতার মাধ্যমে ক্যারিয়ারও শুরু করেছিলেন।
তারা সুতারিয়া মাত্র ৭ বছর বয়সে গান গাওয়া শুরু করেন। কিন্তু ২০১০ সালে ১৫ বছর বয়সে তিনি ডিজনি ইন্ডিয়ার শো ‘বিগ বাডা বুম’-এর মাধ্যমে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন। অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সুতারিয়া সব সময় গান গাওয়ার সুযোগ খুঁজছিলেন। এরপর নিজের অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমায় প্লেব্যাকের সুযোগ পান। এর জন্য তিনি সেরা নারী সংগীত শিল্পী (অভিষেক) হিসেবে জি সিনে পুরস্কারও জিতেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই নিউজকে তারা সুতারিয়া জানান, ‘এক ভিলেন রিটার্নস’-এর প্লেব্যাক করা তাঁর কাছে স্বপ্নের মতো ছিল। তিনি বলেন, ‘আমি সব সময় আমার চলচ্চিত্রের জন্য গান গাইতে চেয়েছিলাম। মোহিত (পরিচালক মোহিত সুরি) স্যারের সঙ্গে আমার পরিচয় হয় আড়াই বছর আগে। আমি জানতাম তিনি এই চলচ্চিত্রটি তৈরি করছেন এবং তিনি বলেছিলেন যে তিনি একজন নতুন গায়ক খুঁজছেন।’
তারা আরও বলেন, ‘গান গাওয়া আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। অভিনেত্রী হওয়ার আগে আমি গান গাইতাম। আমার কাছে সে সময়গুলো স্বপ্নের মতো ছিল। আমি যখন শুনলাম, মোহিত স্যার আমাকে দিয়ে গান গাওয়াতে চান, তখন আমি আনন্দে লাফিয়েছি।’
ভারতীয় হিন্দি অ্যাকশন থ্রিলার ফিল্ম ‘এক ভিলেন রিটার্নস’ পরিচালনা করেন মোহিত সুরি। এটি তাঁর ২০১৪ সালের চলচ্চিত্র ‘এক ভিলেন’–এর সিক্যুয়াল। ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমায় আরও অভিনয় করেছেন—জন আব্রাহাম, অর্জুন কাপুর, দিশা পাটানি। সিনেমাটি ২০২২ সালের ২৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার–২ ’–এর মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এরপর ‘হিরু পান্তি–২’ ও সর্বশেষ ‘এক ভিলেন রিটার্নস’–এ অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন।
কিন্তু জানেন কি, তারা সুতারিয়া একজন পেশাদার সংগীত শিল্পী হতে চেয়েছিলেন। এমনকি শৈশবে তিনি একটি সংগীত প্রতিযোগিতার মাধ্যমে ক্যারিয়ারও শুরু করেছিলেন।
তারা সুতারিয়া মাত্র ৭ বছর বয়সে গান গাওয়া শুরু করেন। কিন্তু ২০১০ সালে ১৫ বছর বয়সে তিনি ডিজনি ইন্ডিয়ার শো ‘বিগ বাডা বুম’-এর মাধ্যমে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন। অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সুতারিয়া সব সময় গান গাওয়ার সুযোগ খুঁজছিলেন। এরপর নিজের অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমায় প্লেব্যাকের সুযোগ পান। এর জন্য তিনি সেরা নারী সংগীত শিল্পী (অভিষেক) হিসেবে জি সিনে পুরস্কারও জিতেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই নিউজকে তারা সুতারিয়া জানান, ‘এক ভিলেন রিটার্নস’-এর প্লেব্যাক করা তাঁর কাছে স্বপ্নের মতো ছিল। তিনি বলেন, ‘আমি সব সময় আমার চলচ্চিত্রের জন্য গান গাইতে চেয়েছিলাম। মোহিত (পরিচালক মোহিত সুরি) স্যারের সঙ্গে আমার পরিচয় হয় আড়াই বছর আগে। আমি জানতাম তিনি এই চলচ্চিত্রটি তৈরি করছেন এবং তিনি বলেছিলেন যে তিনি একজন নতুন গায়ক খুঁজছেন।’
তারা আরও বলেন, ‘গান গাওয়া আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। অভিনেত্রী হওয়ার আগে আমি গান গাইতাম। আমার কাছে সে সময়গুলো স্বপ্নের মতো ছিল। আমি যখন শুনলাম, মোহিত স্যার আমাকে দিয়ে গান গাওয়াতে চান, তখন আমি আনন্দে লাফিয়েছি।’
ভারতীয় হিন্দি অ্যাকশন থ্রিলার ফিল্ম ‘এক ভিলেন রিটার্নস’ পরিচালনা করেন মোহিত সুরি। এটি তাঁর ২০১৪ সালের চলচ্চিত্র ‘এক ভিলেন’–এর সিক্যুয়াল। ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমায় আরও অভিনয় করেছেন—জন আব্রাহাম, অর্জুন কাপুর, দিশা পাটানি। সিনেমাটি ২০২২ সালের ২৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৪ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৪ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৫ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৭ ঘণ্টা আগে