বিনোদন ডেস্ক
ঢাকা: বিশ্বের জৌলুশময় আর প্রাচীন চলচ্চিত্র উৎসব ‘কান’। ১৯৩৯ সালে শুরু হওয়া উৎসবের ৭৪তম আসর বসছে ফ্রান্সের সাগরপারের শহর কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে। আগামী ৬ জুলাই উৎসবের পর্দা উঠবে। পৃথিবীর নামীদামি নির্মাতারা ছবি নিয়ে এই উৎসবের জন্য অপেক্ষায় থাকেন। কানের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পামের (পাম দ’র) জন্য প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২৪টি ছবি।
১৭ জুলাই সমাপনী আয়োজনে স্বর্ণ পাম বিজয়ী ছবির নাম ঘোষণা করবেন প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান আমেরিকান নির্মাতা স্পাইক লি। এবার স্বাস্থ্যবিধি নিয়ে থাকছে কড়াকড়ি। অংশ নিতে চাইলে উৎসব শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে থাকতে হবে করোনা নেগেটিভের সনদ। নিতে হবে ভ্যাকসিনের ডাবল ডোজ। উৎসবে থাকছে একজন করোনা টেস্ট পার্টনারও। পালাই শহরের কাছে থাকা ওই সেন্টারে অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিনা মূল্যে করোনা পরীক্ষার সুযোগ।
সম্মানসূচক স্বর্ণ পাম
উৎসবটি উদ্বোধন করবেন আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক জোডি ফস্টার। উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথি তিনি। এ ছাড়া তাঁকে দেওয়া হবে সম্মানসূচক স্বর্ণ পাম। চলচ্চিত্রে গৌরবময় পরিভ্রমণ এবং সমকালীন গুরুত্বপূর্ণ বিষয়ে বিনয়ের সঙ্গে সোচ্চার ভূমিকা রাখার অনন্য ব্যক্তিত্ব হিসেবে এই স্বীকৃতি উঠবে তাঁর হাতে।
১৯৭৬ সালে ‘ট্যাক্সি ড্রাইভার’ কানে প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়ার সুবাদে ছবিটির অভিনয়শিল্পী জোডি ফস্টার পালে দে ফেস্টিভ্যালের সিঁড়িতে প্রথমবার পা রাখেন। তখন তাঁর বয়স মাত্র ১৩ বছর। মার্টিন স্করসেসির ছবিটি স্বর্ণ পাম জেতে। ঠিক ৪৫ বছর পর আবার স্বর্ণ পাম নিতে কানে যাচ্ছেন জোডি ফস্টার। তবে এবার নিজের জন্য! জোডি ফস্টারের বর্ণাঢ্য ক্যারিয়ারে রয়েছে মানসম্পন্ন ও জনপ্রিয় কিছু ছবি। প্রায় অর্ধশত ছবিতে অভিনয় করেছেন এবং চারটি চলচ্চিত্রে পরিচালনার দায়িত্ব সামলেছেন। এর মধ্যে ১৯৮৯ সালে ‘দ্য অ্যাকিউসড’ এবং ১৯৯২ সালে ‘দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস’ ছবির জন্য পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে দুটি অস্কার।
কান নিয়ে বাংলাদেশে বিভ্রান্তি
বাংলাদেশের নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ জায়গা করেছে ‘আনসার্টেইন রিগার্ড’ ক্যাটাগরিতে। এর আগে বেশ কয়েকবার বাংলাদেশি চলচ্চিত্র কান উৎসবে গিয়েছে, তবে কখনোই কোনো মূল ক্যাটাগরিতে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পায়নি। এর আগে আমাদের সর্বোচ্চ সাফল্য এসেছিল বরেণ্য নির্মাতা তারেক মাসুদের হাত ধরে। তাঁর পরিচালিত ‘মাটির ময়না’ কান ফেস্টিভ্যালের প্যারালাল অংশে অংশ নিয়েছিল। প্যারালাল অংশে দুটি বিভাগ রয়েছে। এগুলো হলো ‘ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক’ ও ‘ডিরেক্টরস ফোরটনাইট’। ‘মাটির ময়না’ কান ফিল্ম ফেস্টিভ্যালের প্যারালাল অংশের ‘ডিরেক্টরস ফোরটনাইট’ বিভাগে অংশ নিয়েছিল। এই বিভাগে সারা বিশ্বের মোট ২৪টি চলচ্চিত্র অংশ নিয়েছিল। ২৩টি চলচ্চিত্রকে পেছনে ফেলে ‘মাটির ময়না’ ডিরেক্টরস ফোরটনাইট পুরস্কারটি অর্জন করেছিল!
কান নিয়ে বাংলাদেশে একটা বিভ্রান্তি আছে বহু বছর ধরে। আসল বিভ্রান্তিটা তৈরি হয় যখন বাংলাদেশের চলচ্চিত্রগুলো বাণিজ্যিক পদ্ধতিতে হল ভাড়া করে কানে মুক্তি দেওয়া শুরু হয়। অনন্ত জলিলের ‘নিঃস্বার্থ ভালোবাসা’ কিংবা জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন ২’; এরা কান ফিল্ম ফেস্টিভ্যালে বাণিজ্যিকভাবে মুক্তি দেয়, যা নিয়ে অনেকেই বলছিল, চলচ্চিত্রগুলো অফিশিয়ালি সিলেক্ট হয়েছে। পরে তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ এবং অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ বাণিজ্যিক পদ্ধতিতে হল ভাড়া করে কানে মুক্তি পেল। দুই পরিচালকই বিষয়টি পরিষ্কার করে বলেছেন, তাঁরা যেভাবে মুক্তি দিয়েছেন এভাবে চাইলে যেকোনো ছবি ফেস্টিভ্যালে মুক্তি পেতে পারে। এটা কোনো অফিশিয়াল সিলেকশন নয়, কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়াও নয়। শুধু হল ভাড়া করে মুক্তি দেওয়া।
মনোনীত ছবি
কান ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতায় ক্যাটাগরি রয়েছে ৪টি। ক্যাটাগরিগুলো হলো ‘কম্পিটিশন’, ‘আনসার্টেইন রিগার্ড’, ‘আউট অব কম্পিটিশন’, ‘ক্যাননাস প্রিমিয়ার’।
কম্পিটিশন
কানের রাত শুরু হবে নামকরা ফরাসি পরিচালক লিও কারাক্সের ছবি ‘আনেত্তে’ দিয়ে। এরপর একে একে থাকছে দ্য স্টোরি অব মাই ওয়াইফ (হাঙ্গেরি), বেনেদেত্তা (নেদারল্যান্ডস), বার্গম্যান আইল্যান্ড (ফ্রান্স), ড্রাইভ মাই কার (জাপান), ফ্ল্যাগ ডে (যুক্তরাষ্ট্র), আহেডস নি (ইসরায়েল), ক্যাসাব্লাঙ্কা বিটস (মরক্কো), কমপার্টমেন্ট নাম্বার-৬ (ফিনল্যান্ড), দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড (নরওয়ে), লা ফ্রাকচার (ফ্রান্স), দ্য রেস্টলেস (বেলজিয়াম), প্যারিস থার্টিনথ ডিসট্রিক্ট (ফ্রান্স), লিংগুই (শাদ), মেমোরিয়া (থাইল্যান্ড), দ্য ফ্রেঞ্চ ডিসপাচ নাইট্রাম (অস্ট্রেলিয়া), ফ্রান্স (ফ্রান্স), পেত্রোভস ফ্লু (রাশিয়া), রেড রকেট (যুক্তরাষ্ট্র), টাইটেইন (ফ্রান্স), ত্রে পিয়ানি (ইতালি), টুট সেস্ত বিয়েন পাসসে (ফ্রান্স), আ হিরো (ইরান)।
আউট অব কম্পিটিশন
ডি সন ভাইভান্ট (ফ্রান্স), ইমার্জেন্সে ডিক্লারেশন (কোরিয়া), দ্য ভেলভেট আন্ডারগ্রাউন্ড (যুক্তরাষ্ট্র), ব্যাক নর্ড (ফ্রান্স), অ্যালাইন, দ্য ভয়েস অব লাভ (ফ্রান্স), স্টিলওয়াটার (যুক্তরাষ্ট্র)।
আনসার্টেইন রিগার্ড
রেহানা মরিয়ম নূর (বাংলাদেশ), মানিবয়েস (অস্ট্রিয়া), ব্লু বেউ (যুক্তরাষ্ট্র), ফ্রেদা (হাইতি), হাউস অ্যারেস্ট (রাশিয়া), বোননে মেরে (ফ্রান্স), নচে ডি ফুয়েগো (মেক্সিকো), ল্যাম্ব (আইসল্যান্ড), কমিটমেন্ট হাসান (তুরস্ক), আফটার ইয়াং (যুক্তরাষ্ট্র), লেট দেয়ার বি মর্নিং (ইসরায়েল), আনক্লিংচিং দ্য ফিস্ট (রাশিয়া), উইম্যান ডু ক্রাই (বুলগেরিয়া), গ্রেট ফ্রিডম (অস্ট্রিয়া), লা সিভিল (বেলজিয়াম), গেইই ওয়ার (চীন), দ্য ইনোসেন্টস (নরওয়ে), উন মনদে (বেলজিয়াম)।
ক্যাননাস প্রিমিয়ার
হোল্ড মি টাইট (ফ্রান্স), কাউ (যুক্তরাজ্য), লাভ সংস ফর টাফ গাইজ (ফ্রান্স), ডিসিপশন (ফ্রান্স), জেইন পার শারলোট (ফ্রান্স), ইন ফ্রন্ট অব ইওর ফেইস (কোরিয়া), মাদারিং সানডে (ফ্রান্স), ইভল্যুশন (হাঙ্গেরি), ভাল (যুক্তরাষ্ট্র), জেএফকে রিভিজিটেড: থ্রু দ্য লুকিং গ্লাস (যুক্তরাষ্ট্র)।
এ ছাড়া বিশেষ স্ক্রিনিং হবে মেরিনার অব দ্য মাউন্টেনস (ব্রাজিল), ব্ল্যাক নোটবুকস (ইসরায়েল), বাবি ইয়ার কনটেক্সট (ইউক্রেন), দ্য ইয়ার অব দ্য এভারলাস্টিং স্টর্ম (থাইল্যান্ড)। মিডনাইট স্ক্রিনিংস হবে ফ্রান্সের ‘ব্লাডি অরেঞ্জেস’ ছবিটি।
ঢাকা: বিশ্বের জৌলুশময় আর প্রাচীন চলচ্চিত্র উৎসব ‘কান’। ১৯৩৯ সালে শুরু হওয়া উৎসবের ৭৪তম আসর বসছে ফ্রান্সের সাগরপারের শহর কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে। আগামী ৬ জুলাই উৎসবের পর্দা উঠবে। পৃথিবীর নামীদামি নির্মাতারা ছবি নিয়ে এই উৎসবের জন্য অপেক্ষায় থাকেন। কানের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পামের (পাম দ’র) জন্য প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২৪টি ছবি।
১৭ জুলাই সমাপনী আয়োজনে স্বর্ণ পাম বিজয়ী ছবির নাম ঘোষণা করবেন প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান আমেরিকান নির্মাতা স্পাইক লি। এবার স্বাস্থ্যবিধি নিয়ে থাকছে কড়াকড়ি। অংশ নিতে চাইলে উৎসব শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে থাকতে হবে করোনা নেগেটিভের সনদ। নিতে হবে ভ্যাকসিনের ডাবল ডোজ। উৎসবে থাকছে একজন করোনা টেস্ট পার্টনারও। পালাই শহরের কাছে থাকা ওই সেন্টারে অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিনা মূল্যে করোনা পরীক্ষার সুযোগ।
সম্মানসূচক স্বর্ণ পাম
উৎসবটি উদ্বোধন করবেন আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক জোডি ফস্টার। উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথি তিনি। এ ছাড়া তাঁকে দেওয়া হবে সম্মানসূচক স্বর্ণ পাম। চলচ্চিত্রে গৌরবময় পরিভ্রমণ এবং সমকালীন গুরুত্বপূর্ণ বিষয়ে বিনয়ের সঙ্গে সোচ্চার ভূমিকা রাখার অনন্য ব্যক্তিত্ব হিসেবে এই স্বীকৃতি উঠবে তাঁর হাতে।
১৯৭৬ সালে ‘ট্যাক্সি ড্রাইভার’ কানে প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়ার সুবাদে ছবিটির অভিনয়শিল্পী জোডি ফস্টার পালে দে ফেস্টিভ্যালের সিঁড়িতে প্রথমবার পা রাখেন। তখন তাঁর বয়স মাত্র ১৩ বছর। মার্টিন স্করসেসির ছবিটি স্বর্ণ পাম জেতে। ঠিক ৪৫ বছর পর আবার স্বর্ণ পাম নিতে কানে যাচ্ছেন জোডি ফস্টার। তবে এবার নিজের জন্য! জোডি ফস্টারের বর্ণাঢ্য ক্যারিয়ারে রয়েছে মানসম্পন্ন ও জনপ্রিয় কিছু ছবি। প্রায় অর্ধশত ছবিতে অভিনয় করেছেন এবং চারটি চলচ্চিত্রে পরিচালনার দায়িত্ব সামলেছেন। এর মধ্যে ১৯৮৯ সালে ‘দ্য অ্যাকিউসড’ এবং ১৯৯২ সালে ‘দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস’ ছবির জন্য পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে দুটি অস্কার।
কান নিয়ে বাংলাদেশে বিভ্রান্তি
বাংলাদেশের নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ জায়গা করেছে ‘আনসার্টেইন রিগার্ড’ ক্যাটাগরিতে। এর আগে বেশ কয়েকবার বাংলাদেশি চলচ্চিত্র কান উৎসবে গিয়েছে, তবে কখনোই কোনো মূল ক্যাটাগরিতে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পায়নি। এর আগে আমাদের সর্বোচ্চ সাফল্য এসেছিল বরেণ্য নির্মাতা তারেক মাসুদের হাত ধরে। তাঁর পরিচালিত ‘মাটির ময়না’ কান ফেস্টিভ্যালের প্যারালাল অংশে অংশ নিয়েছিল। প্যারালাল অংশে দুটি বিভাগ রয়েছে। এগুলো হলো ‘ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক’ ও ‘ডিরেক্টরস ফোরটনাইট’। ‘মাটির ময়না’ কান ফিল্ম ফেস্টিভ্যালের প্যারালাল অংশের ‘ডিরেক্টরস ফোরটনাইট’ বিভাগে অংশ নিয়েছিল। এই বিভাগে সারা বিশ্বের মোট ২৪টি চলচ্চিত্র অংশ নিয়েছিল। ২৩টি চলচ্চিত্রকে পেছনে ফেলে ‘মাটির ময়না’ ডিরেক্টরস ফোরটনাইট পুরস্কারটি অর্জন করেছিল!
কান নিয়ে বাংলাদেশে একটা বিভ্রান্তি আছে বহু বছর ধরে। আসল বিভ্রান্তিটা তৈরি হয় যখন বাংলাদেশের চলচ্চিত্রগুলো বাণিজ্যিক পদ্ধতিতে হল ভাড়া করে কানে মুক্তি দেওয়া শুরু হয়। অনন্ত জলিলের ‘নিঃস্বার্থ ভালোবাসা’ কিংবা জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন ২’; এরা কান ফিল্ম ফেস্টিভ্যালে বাণিজ্যিকভাবে মুক্তি দেয়, যা নিয়ে অনেকেই বলছিল, চলচ্চিত্রগুলো অফিশিয়ালি সিলেক্ট হয়েছে। পরে তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ এবং অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ বাণিজ্যিক পদ্ধতিতে হল ভাড়া করে কানে মুক্তি পেল। দুই পরিচালকই বিষয়টি পরিষ্কার করে বলেছেন, তাঁরা যেভাবে মুক্তি দিয়েছেন এভাবে চাইলে যেকোনো ছবি ফেস্টিভ্যালে মুক্তি পেতে পারে। এটা কোনো অফিশিয়াল সিলেকশন নয়, কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়াও নয়। শুধু হল ভাড়া করে মুক্তি দেওয়া।
মনোনীত ছবি
কান ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতায় ক্যাটাগরি রয়েছে ৪টি। ক্যাটাগরিগুলো হলো ‘কম্পিটিশন’, ‘আনসার্টেইন রিগার্ড’, ‘আউট অব কম্পিটিশন’, ‘ক্যাননাস প্রিমিয়ার’।
কম্পিটিশন
কানের রাত শুরু হবে নামকরা ফরাসি পরিচালক লিও কারাক্সের ছবি ‘আনেত্তে’ দিয়ে। এরপর একে একে থাকছে দ্য স্টোরি অব মাই ওয়াইফ (হাঙ্গেরি), বেনেদেত্তা (নেদারল্যান্ডস), বার্গম্যান আইল্যান্ড (ফ্রান্স), ড্রাইভ মাই কার (জাপান), ফ্ল্যাগ ডে (যুক্তরাষ্ট্র), আহেডস নি (ইসরায়েল), ক্যাসাব্লাঙ্কা বিটস (মরক্কো), কমপার্টমেন্ট নাম্বার-৬ (ফিনল্যান্ড), দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড (নরওয়ে), লা ফ্রাকচার (ফ্রান্স), দ্য রেস্টলেস (বেলজিয়াম), প্যারিস থার্টিনথ ডিসট্রিক্ট (ফ্রান্স), লিংগুই (শাদ), মেমোরিয়া (থাইল্যান্ড), দ্য ফ্রেঞ্চ ডিসপাচ নাইট্রাম (অস্ট্রেলিয়া), ফ্রান্স (ফ্রান্স), পেত্রোভস ফ্লু (রাশিয়া), রেড রকেট (যুক্তরাষ্ট্র), টাইটেইন (ফ্রান্স), ত্রে পিয়ানি (ইতালি), টুট সেস্ত বিয়েন পাসসে (ফ্রান্স), আ হিরো (ইরান)।
আউট অব কম্পিটিশন
ডি সন ভাইভান্ট (ফ্রান্স), ইমার্জেন্সে ডিক্লারেশন (কোরিয়া), দ্য ভেলভেট আন্ডারগ্রাউন্ড (যুক্তরাষ্ট্র), ব্যাক নর্ড (ফ্রান্স), অ্যালাইন, দ্য ভয়েস অব লাভ (ফ্রান্স), স্টিলওয়াটার (যুক্তরাষ্ট্র)।
আনসার্টেইন রিগার্ড
রেহানা মরিয়ম নূর (বাংলাদেশ), মানিবয়েস (অস্ট্রিয়া), ব্লু বেউ (যুক্তরাষ্ট্র), ফ্রেদা (হাইতি), হাউস অ্যারেস্ট (রাশিয়া), বোননে মেরে (ফ্রান্স), নচে ডি ফুয়েগো (মেক্সিকো), ল্যাম্ব (আইসল্যান্ড), কমিটমেন্ট হাসান (তুরস্ক), আফটার ইয়াং (যুক্তরাষ্ট্র), লেট দেয়ার বি মর্নিং (ইসরায়েল), আনক্লিংচিং দ্য ফিস্ট (রাশিয়া), উইম্যান ডু ক্রাই (বুলগেরিয়া), গ্রেট ফ্রিডম (অস্ট্রিয়া), লা সিভিল (বেলজিয়াম), গেইই ওয়ার (চীন), দ্য ইনোসেন্টস (নরওয়ে), উন মনদে (বেলজিয়াম)।
ক্যাননাস প্রিমিয়ার
হোল্ড মি টাইট (ফ্রান্স), কাউ (যুক্তরাজ্য), লাভ সংস ফর টাফ গাইজ (ফ্রান্স), ডিসিপশন (ফ্রান্স), জেইন পার শারলোট (ফ্রান্স), ইন ফ্রন্ট অব ইওর ফেইস (কোরিয়া), মাদারিং সানডে (ফ্রান্স), ইভল্যুশন (হাঙ্গেরি), ভাল (যুক্তরাষ্ট্র), জেএফকে রিভিজিটেড: থ্রু দ্য লুকিং গ্লাস (যুক্তরাষ্ট্র)।
এ ছাড়া বিশেষ স্ক্রিনিং হবে মেরিনার অব দ্য মাউন্টেনস (ব্রাজিল), ব্ল্যাক নোটবুকস (ইসরায়েল), বাবি ইয়ার কনটেক্সট (ইউক্রেন), দ্য ইয়ার অব দ্য এভারলাস্টিং স্টর্ম (থাইল্যান্ড)। মিডনাইট স্ক্রিনিংস হবে ফ্রান্সের ‘ব্লাডি অরেঞ্জেস’ ছবিটি।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
২ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
২ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৪ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৬ ঘণ্টা আগে