বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত মাসেই আদর আজাদের সঙ্গে কলকাতার দর্শনা বণিককে নিয়ে ‘লিপস্টিক’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। কলকাতা থেকে দর্শনাও জানিয়েছিলেন সিনেমাটি তিনি করছেন। এক মাস না যেতেই পাল্টে গেল সিনেমার নায়িকা। দর্শনা বণিক নয়, লিপস্টিক সিনেমায় আদরের বিপরীতে দেখা যাবে পূজা চেরিকে। গত সোমবার রাতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
নায়িকা পরিবর্তনের বিষয়ে নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, ‘দর্শনার সঙ্গে আমাদের কোনো লিখিত চুক্তি হয়নি। মৌখিকভাবে কথা হয়েছিল। তবে বর্তমানে আমাদের দেশে ফরেন কারেন্সির যে অবস্থা চলছে, সেদিক বিবেচনা করে আমরা অন্য কাউকে নিয়ে চিন্তা করছিলাম। গল্পটির সঙ্গে পূজা খুব মানানসই। পূজাকে গল্পটি বলার পর তার ভালো লাগে। তাই তাকে নিয়ে সিনেমাটি করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে পূজার সঙ্গে আমাদের লিখিত চুক্তি হয়েছে।’
নির্মাতা আরও জানান, আগামী জুলাই মাসের ২০ তারিখ থেকে শুটিং শুরু হবে অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমার। ঢাকা ও ভোলায় দৃশ্য ধারণের কাজ হবে। লিপস্টিক সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ্ জহির বাবু। প্রযোজনায় রয়েছে স্মার্ট মাল্টিমিডিয়া।
সিনেমাটি নিয়ে পূজা বলেন, ‘অনেক দিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। এর মাঝে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। তবে কোনো গল্প আমাকে টানতে পারেনি। লিপস্টিক মনে হয়েছে আমার গল্প। আমাকে নতুনভাবে দেখবে দর্শক। এ কারণেই সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া।’
লিপস্টিক হবে আদর-পূজা জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তাঁরা জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন ‘নাকফুল’ সিনেমায়। আলোক হাসান পরিচালিত সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
এদিকে গত তিন ঈদ পর এবার কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না পূজার। সর্বশেষ রোজার ঈদে নাদের চৌধুরীর পরিচালনায় ‘জ্বিন’ সিনেমায় দেখা গেছে পূজাকে। ভৌতিক ঘরানার এ সিনেমায় পূজার অভিনয় প্রশংসিত হয়েছিল। এতে তাঁর বিপরীতে ছিল আব্দুন নুর সজল।
গত মাসেই আদর আজাদের সঙ্গে কলকাতার দর্শনা বণিককে নিয়ে ‘লিপস্টিক’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। কলকাতা থেকে দর্শনাও জানিয়েছিলেন সিনেমাটি তিনি করছেন। এক মাস না যেতেই পাল্টে গেল সিনেমার নায়িকা। দর্শনা বণিক নয়, লিপস্টিক সিনেমায় আদরের বিপরীতে দেখা যাবে পূজা চেরিকে। গত সোমবার রাতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
নায়িকা পরিবর্তনের বিষয়ে নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, ‘দর্শনার সঙ্গে আমাদের কোনো লিখিত চুক্তি হয়নি। মৌখিকভাবে কথা হয়েছিল। তবে বর্তমানে আমাদের দেশে ফরেন কারেন্সির যে অবস্থা চলছে, সেদিক বিবেচনা করে আমরা অন্য কাউকে নিয়ে চিন্তা করছিলাম। গল্পটির সঙ্গে পূজা খুব মানানসই। পূজাকে গল্পটি বলার পর তার ভালো লাগে। তাই তাকে নিয়ে সিনেমাটি করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে পূজার সঙ্গে আমাদের লিখিত চুক্তি হয়েছে।’
নির্মাতা আরও জানান, আগামী জুলাই মাসের ২০ তারিখ থেকে শুটিং শুরু হবে অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমার। ঢাকা ও ভোলায় দৃশ্য ধারণের কাজ হবে। লিপস্টিক সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ্ জহির বাবু। প্রযোজনায় রয়েছে স্মার্ট মাল্টিমিডিয়া।
সিনেমাটি নিয়ে পূজা বলেন, ‘অনেক দিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। এর মাঝে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। তবে কোনো গল্প আমাকে টানতে পারেনি। লিপস্টিক মনে হয়েছে আমার গল্প। আমাকে নতুনভাবে দেখবে দর্শক। এ কারণেই সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া।’
লিপস্টিক হবে আদর-পূজা জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তাঁরা জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন ‘নাকফুল’ সিনেমায়। আলোক হাসান পরিচালিত সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
এদিকে গত তিন ঈদ পর এবার কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না পূজার। সর্বশেষ রোজার ঈদে নাদের চৌধুরীর পরিচালনায় ‘জ্বিন’ সিনেমায় দেখা গেছে পূজাকে। ভৌতিক ঘরানার এ সিনেমায় পূজার অভিনয় প্রশংসিত হয়েছিল। এতে তাঁর বিপরীতে ছিল আব্দুন নুর সজল।
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
৮ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
৯ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
১২ ঘণ্টা আগে