বিনোদন প্রতিবেদক, ঢাকা
জাহিদ হাসানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে অবশেষে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহিদ হাসানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন মাহফুজ। এবার আপত্তিকর সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।
অনুষ্ঠানে মাহফুজ আহমেদের অভিযোগ ছিল ‘প্রয়াত সাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদের একটি সিনেমায় তার চরিত্রে জাহিদ হাসানকে নিয়ে নেয়। মাহফুজ আহমেদের ভাষ্য ছিল― ‘‘আমার আছে জল’’ চলচ্চিত্রে জাহিদ হাসান যে রোলটা করেছে এই রোলটা নিয়ে আমার সঙ্গে সবকিছু ফাইনাল করা ছিল। এরপর আমি অস্ট্রেলিয়া গিয়েছি আমার স্ত্রীর কাছে। এসে শুনি আমি রোলটা করছি না।’
তিনি আরও বলেন, ‘আমাকে বলা হলো ফেরদৌস যে রোলটা করেছে ওটা আমি করব। আমি বলেছি আমি করব না। পরে জানলাম জাহিদ হাসান খাসি জবাই করে খাইয়ে বলছে যে, এটা আমার স্বপ্নের ক্যারেক্টার স্যার। বিষয়টা জাহিদ আমাকে বললে ভালো হতো। যদি বলত মাহফুজ আমি করতে চাই না, তুই ওটা কর। তাহলে আমি খুশি হতাম।’
এরপর থেকেই আর কখনো হুমায়ূন আহমেদের সঙ্গে কোনো কাজ করেননি বলেও জানান মাহফুজ।
মাহফুজ আহমেদ এই মন্তব্য করার পর বুঝতে পারেন তিনি ভুল করেছেন। ফলে দেশের একটি বেসরকারি টেলিভিশনে কথা বলার সময় এ প্রসঙ্গে ক্ষমা চান তিনি। মাহফুজ আহমেদ বলেন, ‘এটি আমার সঙ্গে মোটেও যায় না। আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারি আমার বলাটা ঠিক হয়নি। আমি জাহিদকে টেক্সট করেছি, ফোন করেছি। বলেছি ভুল করেছি। সে গ্রহণ করবে কি না সেটা জাহিদের বিষয়। পুরোটাই জাহিদের বিষয়। আমি ভুল করেছি সরি বলেছি। এখন জাহিদ আমাকে ক্ষমা করতেও পারে আবার আছাড়ও মারতে পারে।’
জাহিদ হাসানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে অবশেষে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহিদ হাসানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন মাহফুজ। এবার আপত্তিকর সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।
অনুষ্ঠানে মাহফুজ আহমেদের অভিযোগ ছিল ‘প্রয়াত সাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদের একটি সিনেমায় তার চরিত্রে জাহিদ হাসানকে নিয়ে নেয়। মাহফুজ আহমেদের ভাষ্য ছিল― ‘‘আমার আছে জল’’ চলচ্চিত্রে জাহিদ হাসান যে রোলটা করেছে এই রোলটা নিয়ে আমার সঙ্গে সবকিছু ফাইনাল করা ছিল। এরপর আমি অস্ট্রেলিয়া গিয়েছি আমার স্ত্রীর কাছে। এসে শুনি আমি রোলটা করছি না।’
তিনি আরও বলেন, ‘আমাকে বলা হলো ফেরদৌস যে রোলটা করেছে ওটা আমি করব। আমি বলেছি আমি করব না। পরে জানলাম জাহিদ হাসান খাসি জবাই করে খাইয়ে বলছে যে, এটা আমার স্বপ্নের ক্যারেক্টার স্যার। বিষয়টা জাহিদ আমাকে বললে ভালো হতো। যদি বলত মাহফুজ আমি করতে চাই না, তুই ওটা কর। তাহলে আমি খুশি হতাম।’
এরপর থেকেই আর কখনো হুমায়ূন আহমেদের সঙ্গে কোনো কাজ করেননি বলেও জানান মাহফুজ।
মাহফুজ আহমেদ এই মন্তব্য করার পর বুঝতে পারেন তিনি ভুল করেছেন। ফলে দেশের একটি বেসরকারি টেলিভিশনে কথা বলার সময় এ প্রসঙ্গে ক্ষমা চান তিনি। মাহফুজ আহমেদ বলেন, ‘এটি আমার সঙ্গে মোটেও যায় না। আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারি আমার বলাটা ঠিক হয়নি। আমি জাহিদকে টেক্সট করেছি, ফোন করেছি। বলেছি ভুল করেছি। সে গ্রহণ করবে কি না সেটা জাহিদের বিষয়। পুরোটাই জাহিদের বিষয়। আমি ভুল করেছি সরি বলেছি। এখন জাহিদ আমাকে ক্ষমা করতেও পারে আবার আছাড়ও মারতে পারে।’
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
২ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
৬ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
৬ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
১০ ঘণ্টা আগে