বিনোদন প্রতিবেদক, ঢাকা
আগামী ২ জুন মুক্তি পাবে সৈকত নাসির পরিচালিত পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমার প্রচারণা। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘জান রে’ শিরোনামের একটি গান। বলিউডের ‘বিক্রম বেদা’ সিনেমার ‘অ্যালকোহলিয়া’ গান দিয়ে চমক জাগানো শিল্পী স্নিগ্ধজিত কণ্ঠ দিয়েছেন গানটিতে। গত সোমবার রাতে প্রকাশ পেল সিনেমার ট্রেলার। দুই দিনেই বেশ আলোচনায় এসেছে ট্রেলারটি।
ট্রেলারে দেখা গেল, সীমান্তের রোমাঞ্চকর গল্প নিয়ে তৈরি হয়েছে ‘সুলতানপুর’ সিনেমা। পরতে পরতে আছে উত্তেজনা। সীমান্ত মানেই বহু সংস্কৃতির মেলবন্ধন। বিচিত্র বাণিজ্যের মেঘ ওড়ে এই অঞ্চলের আকাশে-বাতাসে। সীমান্ত এলাকার চোরাচালান, বাটপারি, ক্ষমতার বড়াই, মাদক পাচারসহ অনেক বিষয়ই উঠে এসেছে ট্রেলারে। রহস্য, রোমাঞ্চ আর এক অচেনা জগতের কৌতূহলী ঘ্রাণ ছড়াচ্ছে ট্রেলারটি।
ট্রেলার মুক্তির পর অনুভূতি জানিয়ে নির্মাতা সৈকত নাসির বলেন, ‘গল্পটাই এ সিনেমার হিরো। সুলতানপুর আমার কাছে একটি শক্তিশালী সিনেমা। সিনেমার প্রতিটি চরিত্র আমার কাছে গুরুত্বপূর্ণ। এসব চরিত্রে তারকা বিবেচনায় নয়, অভিনেতা বিবেচনায় কাস্টিং করেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শককে যেমন তৃপ্তি দেবে, তেমনি নির্মাতা হিসেবে আমাকে অনেক দূর এগিয়ে নেবে।’
সিনেমার নায়িকা অধরা খান বলেন, ‘সিনেমার কাজ শুরু করেছিলাম প্রায় তিন বছর আগে। এ বছর এটি মুক্তি পাচ্ছে। আমার বিশ্বাস সিনেমার গল্পটা দর্শককে তৃপ্ত করবে, তাঁদের ভালো লাগবে।’
আসাদ জামানের গল্পে নির্মিত সুলতানপুরে অভিনয় করেছেন আশীষ খন্দকার, অধরা খান, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা প্রমুখ।
আগামী ২ জুন মুক্তি পাবে সৈকত নাসির পরিচালিত পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমার প্রচারণা। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘জান রে’ শিরোনামের একটি গান। বলিউডের ‘বিক্রম বেদা’ সিনেমার ‘অ্যালকোহলিয়া’ গান দিয়ে চমক জাগানো শিল্পী স্নিগ্ধজিত কণ্ঠ দিয়েছেন গানটিতে। গত সোমবার রাতে প্রকাশ পেল সিনেমার ট্রেলার। দুই দিনেই বেশ আলোচনায় এসেছে ট্রেলারটি।
ট্রেলারে দেখা গেল, সীমান্তের রোমাঞ্চকর গল্প নিয়ে তৈরি হয়েছে ‘সুলতানপুর’ সিনেমা। পরতে পরতে আছে উত্তেজনা। সীমান্ত মানেই বহু সংস্কৃতির মেলবন্ধন। বিচিত্র বাণিজ্যের মেঘ ওড়ে এই অঞ্চলের আকাশে-বাতাসে। সীমান্ত এলাকার চোরাচালান, বাটপারি, ক্ষমতার বড়াই, মাদক পাচারসহ অনেক বিষয়ই উঠে এসেছে ট্রেলারে। রহস্য, রোমাঞ্চ আর এক অচেনা জগতের কৌতূহলী ঘ্রাণ ছড়াচ্ছে ট্রেলারটি।
ট্রেলার মুক্তির পর অনুভূতি জানিয়ে নির্মাতা সৈকত নাসির বলেন, ‘গল্পটাই এ সিনেমার হিরো। সুলতানপুর আমার কাছে একটি শক্তিশালী সিনেমা। সিনেমার প্রতিটি চরিত্র আমার কাছে গুরুত্বপূর্ণ। এসব চরিত্রে তারকা বিবেচনায় নয়, অভিনেতা বিবেচনায় কাস্টিং করেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শককে যেমন তৃপ্তি দেবে, তেমনি নির্মাতা হিসেবে আমাকে অনেক দূর এগিয়ে নেবে।’
সিনেমার নায়িকা অধরা খান বলেন, ‘সিনেমার কাজ শুরু করেছিলাম প্রায় তিন বছর আগে। এ বছর এটি মুক্তি পাচ্ছে। আমার বিশ্বাস সিনেমার গল্পটা দর্শককে তৃপ্ত করবে, তাঁদের ভালো লাগবে।’
আসাদ জামানের গল্পে নির্মিত সুলতানপুরে অভিনয় করেছেন আশীষ খন্দকার, অধরা খান, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা প্রমুখ।
গত বছর এপ্রিলে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি’র অংশ হিসেবে সুব্রত সরকার ও অভিনেতা মনোজ প্রামাণিক নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘হইতে সুরমা’।
২ ঘণ্টা আগেভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
১০ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
১৪ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
১৪ ঘণ্টা আগে