বিনোদন ডেস্ক
গত মাসে ‘প্রিয়তমা’ সিনেমার মুক্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে উড়ে গেলেও সম্প্রতি একসঙ্গে সিনেমাটি দেখেছেন চিত্রনায়ক শাকিব খান ও পরিচালক হিমেল আশরাফ। নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে হলভর্তি দর্শকের সঙ্গে ‘প্রিয়তমা’ দেখেন তাঁরা। এদিন তাঁদের সঙ্গে বাংলাদেশের আরও শোবিজ তারকাদেরও দেখা গেছে।
সিনেমাটি দেখে আবেগতাড়িত হয়ে পড়েন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এমনটাই জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। সেই সঙ্গে তিনিও স্মৃতিকাতর হয়ে পড়েন।
সিনেমা শেষ করে হলের মধ্যেই করা একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন হিমেল আশরাফ। যেখানে তাঁর সঙ্গে আপ্লুত শাকিব খানকেও দেখা যায়। হিমেল আশরাফ ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘২০১৭ সালে ‘প্রিয়তমা’ বানানোর ঘোষণার পরে আমাকে আমেরিকায় চলে আসতে হয় জীবনের প্রয়োজনে। তারপর থেকে আজ পর্যন্ত আমাকে মিডিয়ায় ছোট করে হলেও বাঁচিয়ে রেখেছিলেন শাকিব খান। আমি দেশে উপস্থিত ছিলাম না, এর পরেও তাঁর প্রায় প্রতিটা সিনেমার অনুষ্ঠানে তিনি আমার কথা বলতেন, আমার নাম বলতেন। ‘প্রিয়তমা’ না করতে পারার পরেও তার ঘরের রাজকুমার ও মায়া নামের দুটি সিনেমায় আমার নাম ঘোষণা করার পরে মোটামুটি সবাই টিটকারি মেরে হেসেছেন।’
অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে হিমেল আরও লিখেছেন, ‘শাকিব ভাইকে সবাই বলতেন হিমেলকে দিয়ে হবে না, নাটকের ছেলে, নাটক বানায় ফেলবে। কেউ বলতেন ওর প্রথম সিনেমা ভালো যায় নাই, কুফা ভাই, নিয়েন না। কেউ কেউ বলেছে, শাকিব ভাই ভুল করছেন, ও তো নাটকের কিছু করতে পারে নাই, পরে বুঝবেন। ৯৯ ভাগ মানুষ শাকিব ভাইর কাছে আমার নামে নেগেটিভ মন্তব্য করতেন। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে উনি আমার ওপর আস্থা পেতেন। প্রায়ই বলতেন, তুই একদিন বড় ডিরেক্টর হবি হিমেল। আমি আজও জানি না তিনি আসলে কেন বলতেন এই কথা। শুধু আমাকে না, আমার অনুপস্থিতিতেও তিনি খুবই কনফিডেন্সের সঙ্গে বলতেন, হিমেল ভালো বানাবে। তার কথা শুনে মানুষ মুচকি হাসত।’
হিমেল আশরাফ আরও লিখেছেন, ‘আজ “প্রিয়তমা” দেখা শেষে তার ভেজা চোখে চোখ পড়তেই আমাকে দেখে হেসে আমার কাঁধে হাত রেখে কিছু না বলেও যেন কত কিছু বললেন। আর আমি তার বিজয়ের হাসি দেখে মনে মনে বারবার বলছিলাম, ভাইয়া থ্যাংক ইউ…।’
শাকিবের কাছে আজীবন ঋণী হয়ে থাকবেন, এমন মন্তব্য করে হিমেল আশরাফ লিখেছেন, ‘শাকিব খানের ব্যস্ত শিডিউলে হয়তো তার সঙ্গে আমার অনেক কাজ হবে না, কিন্তু একজন নির্মাতা হিমেল আশরাফ আজীবন শাকিব খানের কাছে ঋণী হয়ে থাকবে।’
প্রিয়তমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। ঈদের দিন (২৯ জুন) ছবিটি দেশের ১০৭টি হলে মুক্তি পায়।
এদিকে যুক্তরাষ্ট্র এবং কানাডার পর এই মাসে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফ্রান্সে মুক্তি পেতে যাচ্ছে।
গত মাসে ‘প্রিয়তমা’ সিনেমার মুক্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে উড়ে গেলেও সম্প্রতি একসঙ্গে সিনেমাটি দেখেছেন চিত্রনায়ক শাকিব খান ও পরিচালক হিমেল আশরাফ। নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে হলভর্তি দর্শকের সঙ্গে ‘প্রিয়তমা’ দেখেন তাঁরা। এদিন তাঁদের সঙ্গে বাংলাদেশের আরও শোবিজ তারকাদেরও দেখা গেছে।
সিনেমাটি দেখে আবেগতাড়িত হয়ে পড়েন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এমনটাই জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। সেই সঙ্গে তিনিও স্মৃতিকাতর হয়ে পড়েন।
সিনেমা শেষ করে হলের মধ্যেই করা একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন হিমেল আশরাফ। যেখানে তাঁর সঙ্গে আপ্লুত শাকিব খানকেও দেখা যায়। হিমেল আশরাফ ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘২০১৭ সালে ‘প্রিয়তমা’ বানানোর ঘোষণার পরে আমাকে আমেরিকায় চলে আসতে হয় জীবনের প্রয়োজনে। তারপর থেকে আজ পর্যন্ত আমাকে মিডিয়ায় ছোট করে হলেও বাঁচিয়ে রেখেছিলেন শাকিব খান। আমি দেশে উপস্থিত ছিলাম না, এর পরেও তাঁর প্রায় প্রতিটা সিনেমার অনুষ্ঠানে তিনি আমার কথা বলতেন, আমার নাম বলতেন। ‘প্রিয়তমা’ না করতে পারার পরেও তার ঘরের রাজকুমার ও মায়া নামের দুটি সিনেমায় আমার নাম ঘোষণা করার পরে মোটামুটি সবাই টিটকারি মেরে হেসেছেন।’
অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে হিমেল আরও লিখেছেন, ‘শাকিব ভাইকে সবাই বলতেন হিমেলকে দিয়ে হবে না, নাটকের ছেলে, নাটক বানায় ফেলবে। কেউ বলতেন ওর প্রথম সিনেমা ভালো যায় নাই, কুফা ভাই, নিয়েন না। কেউ কেউ বলেছে, শাকিব ভাই ভুল করছেন, ও তো নাটকের কিছু করতে পারে নাই, পরে বুঝবেন। ৯৯ ভাগ মানুষ শাকিব ভাইর কাছে আমার নামে নেগেটিভ মন্তব্য করতেন। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে উনি আমার ওপর আস্থা পেতেন। প্রায়ই বলতেন, তুই একদিন বড় ডিরেক্টর হবি হিমেল। আমি আজও জানি না তিনি আসলে কেন বলতেন এই কথা। শুধু আমাকে না, আমার অনুপস্থিতিতেও তিনি খুবই কনফিডেন্সের সঙ্গে বলতেন, হিমেল ভালো বানাবে। তার কথা শুনে মানুষ মুচকি হাসত।’
হিমেল আশরাফ আরও লিখেছেন, ‘আজ “প্রিয়তমা” দেখা শেষে তার ভেজা চোখে চোখ পড়তেই আমাকে দেখে হেসে আমার কাঁধে হাত রেখে কিছু না বলেও যেন কত কিছু বললেন। আর আমি তার বিজয়ের হাসি দেখে মনে মনে বারবার বলছিলাম, ভাইয়া থ্যাংক ইউ…।’
শাকিবের কাছে আজীবন ঋণী হয়ে থাকবেন, এমন মন্তব্য করে হিমেল আশরাফ লিখেছেন, ‘শাকিব খানের ব্যস্ত শিডিউলে হয়তো তার সঙ্গে আমার অনেক কাজ হবে না, কিন্তু একজন নির্মাতা হিমেল আশরাফ আজীবন শাকিব খানের কাছে ঋণী হয়ে থাকবে।’
প্রিয়তমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। ঈদের দিন (২৯ জুন) ছবিটি দেশের ১০৭টি হলে মুক্তি পায়।
এদিকে যুক্তরাষ্ট্র এবং কানাডার পর এই মাসে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফ্রান্সে মুক্তি পেতে যাচ্ছে।
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
৩৩ মিনিট আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
৪ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
৪ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
৮ ঘণ্টা আগে