অনলাইন ডেস্ক
বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খান। রিল কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই থাকেন আলোচনায়। সংগীতা বিজলানি থেকে ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ কিংবা ভিনদেশি ইউলিয়াসহ ডজনখানেক সুন্দরীর প্রেম মজেছেন তিনি। বয়স ৫৮ পেরোলেও বসেননি বিয়ের পিঁড়িতে। বি–টাউন থেকে শুরু করে ভক্তদের মাঝে ভাইজানের বিয়ে নিয়ে জল্পনার শেষে নেই। সম্প্রতি সালমানকে হত্যাচেষ্টার ঘটনায় আবারও আলোড়ন তৈরি হয়েছে ভক্ত মহলে।
একাধিক মামলা, মাফিয়াদের সঙ্গে সম্পর্কের অভিযোগ, বারবার হত্যার হুমকি—সব মিলিয়ে ভাইজানের জীবন অনেকখানি অনিশ্চিত। হতে পারে এই অনিশ্চয়তার কারণেই জীবনের সঙ্গে কাউকে জড়াতে চান না বলিউডের এই সুপারস্টার। একটি রিয়্যালিটি শোতে অবশ্য তেমন ইঙ্গিতই দিয়েছিলেন তিনি।
সিনেমার প্রচার কিংবা কোনো ইভেন্টে গেলে প্রায়ই বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন ভাইজান। এমন প্রশ্নে বিব্রত না হয়ে বরং হাস্যরসে উত্তর দেন খান সাহেব। কখনোবা মজার ছলে পাশ কাটিয়ে যান। তবে এক রিয়্যালিটি শোতে বিয়ে না করার বিষয়টি খোলসা করেছেন সুপারস্টার।
২০১৫ সালের ইন্ডিয়া টিভির রিয়্যালিটি শো ‘আপকি আদালত’–এ অতিথি হিসেবে গিয়েছিলেন ভাইজান। উপস্থাপক রজত শর্মা তাঁকে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন। এখানে উপস্থাপকসহ উপস্থিত দর্শকেরাও প্রশ্ন করেন ভাইজানকে। কবে বিয়ে করছেন সালমান খান—এমন প্রশ্ন করেন এক নারী ভক্ত। মজার ছলে ভাইজান বলে বসেন, ‘আমি বিয়ে করব, আপনি ডিপ্রেশনে চলে যাবেন, তখন কী হবে!’
উপস্থাপক রজত শর্মা বুঝতে পারেন নিছক মজা করেই উত্তর দিয়েছেন সালমান। এবার বিয়ে না করার সত্যিকার কারণটি জানতে চেয়ে প্রশ্ন করেন উপস্থাপক। তখন খান সাহেব বিয়ে না করার কারণ খোলাসা করেন। কারণ হিসেবে যোধপুর ও মুম্বাইয়ের ঘটনার সূত্র টানেন এই অভিনেতা।
সালমান খান বলেন, ‘আমার বিরুদ্ধে দুটো মামলা চলমান। হয়তো জিতে যাব। যদি জিততে না পারি; আমার সাজা হয়ে যায় তখন কী হবে? এর আগে যদি বিয়ে করে ফেলি এটা কি ফেয়ার হবে? স্বামী জেলের ভেতরে থাকবে, সন্তান বাবাকে জেলের ভেতরে দেখবে?’ পরবর্তীকালে ভাইজান এ–ও বলেন, ‘যদি সব ঠিক হয়ে যায়, তাহলে ভেবে দেখব।’
১৯৯৮ সালের অক্টোবরে ভারতের রাজস্থানের যোধপুরের ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলছিল। শুটিংয়ের ফাঁকে যোধপুরের কাছে কঙ্কণী গ্রামে ঘুরতে যান সালমান খানসহ কয়েকজন অভিনেতা–অভিনেত্রী। সেখানে তাঁর এবং অন্য অভিনেতাদের বিরুদ্ধে দুটি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে। ১৯৯৯ সালে সালমানের বিরুদ্ধে মামলা করে স্থানীয় বিষ্ণই সম্প্রদায়ের কয়েকজন। তবে সিনেমাটির অভিনেতা মহেশ ঠাকুর সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, শুধু সন্দেহের বশে পুলিশ তাঁদের হয়রানি করেছিল। পুলিশ সালমান, সাইফ আলী খান, সোনালি বেন্দ্রে, নিলম ও টাবুকে থানায় নিয়ে যায়। সবাইকে ছেড়ে দেওয়া হলেও সালমানকে সারা রাত হাজতে আটকে রাখে। পরদিন আরবাজ ও সোহেল খান গিয়ে তাঁকে ছাড়িয়ে আনেন।
সেই থেকে বিষ্ণই সম্প্রদায়ের রোষানলে পড়েছেন সালমান। নিরামিষভোজী বিষ্ণইদের কাছে গাছ কাটা ও প্রাণী হত্যা মহাপাপ। তারা হত্যার অভিযোগে মামলা করেছিল। মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার রুপি জরিমানাও করা হয়। বাকিরা বেকসুর খালাস পান। মামলার চূড়ান্ত রায় এখনো বাকি।
তবে বলিউডের এই সুপারস্টারের ওপর ক্ষোভ থেকে যায় বিষ্ণই সম্প্রদায়ের। ছক কষে হত্যার। সম্প্রতি সালমান খানকে হত্যার হুমকি দেন পাঞ্জাবের গ্যাংস্টার লরেন্স বিষ্ণই। কৃষ্ণসার হরিণ হত্যার জন্য সালমান যদি বিষ্ণই সম্প্রদায়ের কাছে ক্ষমা না চান, তাহলে তাঁকে চরম শাস্তি পেতে হবে বলে হুমকি দেন তিনি। গত এপ্রিলে সালমানের বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। এতে গ্রেপ্তার দুজনের মধ্যে একজন কারাগারে আত্মহত্যা করেছেন।
এর আগে ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর রাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার ফুটপাতে গাড়ি উঠিয়ে দেন সালমান খান। গাড়ি চাপা পড়ে একজন নিহত ও চারজন আহত হন। ২০০৫ সাল থেকে শুরু হয় বিচার কার্যক্রম। বরাবরই সালমান খান দাবি করে আসছেন, গাড়িটি তাঁর ড্রাইভার চালাচ্ছিলেন। অবশ্য শেষ পর্যন্ত অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন বলিউডের এই সুপারস্টার।
আরও পড়ুন:
বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খান। রিল কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই থাকেন আলোচনায়। সংগীতা বিজলানি থেকে ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ কিংবা ভিনদেশি ইউলিয়াসহ ডজনখানেক সুন্দরীর প্রেম মজেছেন তিনি। বয়স ৫৮ পেরোলেও বসেননি বিয়ের পিঁড়িতে। বি–টাউন থেকে শুরু করে ভক্তদের মাঝে ভাইজানের বিয়ে নিয়ে জল্পনার শেষে নেই। সম্প্রতি সালমানকে হত্যাচেষ্টার ঘটনায় আবারও আলোড়ন তৈরি হয়েছে ভক্ত মহলে।
একাধিক মামলা, মাফিয়াদের সঙ্গে সম্পর্কের অভিযোগ, বারবার হত্যার হুমকি—সব মিলিয়ে ভাইজানের জীবন অনেকখানি অনিশ্চিত। হতে পারে এই অনিশ্চয়তার কারণেই জীবনের সঙ্গে কাউকে জড়াতে চান না বলিউডের এই সুপারস্টার। একটি রিয়্যালিটি শোতে অবশ্য তেমন ইঙ্গিতই দিয়েছিলেন তিনি।
সিনেমার প্রচার কিংবা কোনো ইভেন্টে গেলে প্রায়ই বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন ভাইজান। এমন প্রশ্নে বিব্রত না হয়ে বরং হাস্যরসে উত্তর দেন খান সাহেব। কখনোবা মজার ছলে পাশ কাটিয়ে যান। তবে এক রিয়্যালিটি শোতে বিয়ে না করার বিষয়টি খোলসা করেছেন সুপারস্টার।
২০১৫ সালের ইন্ডিয়া টিভির রিয়্যালিটি শো ‘আপকি আদালত’–এ অতিথি হিসেবে গিয়েছিলেন ভাইজান। উপস্থাপক রজত শর্মা তাঁকে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন। এখানে উপস্থাপকসহ উপস্থিত দর্শকেরাও প্রশ্ন করেন ভাইজানকে। কবে বিয়ে করছেন সালমান খান—এমন প্রশ্ন করেন এক নারী ভক্ত। মজার ছলে ভাইজান বলে বসেন, ‘আমি বিয়ে করব, আপনি ডিপ্রেশনে চলে যাবেন, তখন কী হবে!’
উপস্থাপক রজত শর্মা বুঝতে পারেন নিছক মজা করেই উত্তর দিয়েছেন সালমান। এবার বিয়ে না করার সত্যিকার কারণটি জানতে চেয়ে প্রশ্ন করেন উপস্থাপক। তখন খান সাহেব বিয়ে না করার কারণ খোলাসা করেন। কারণ হিসেবে যোধপুর ও মুম্বাইয়ের ঘটনার সূত্র টানেন এই অভিনেতা।
সালমান খান বলেন, ‘আমার বিরুদ্ধে দুটো মামলা চলমান। হয়তো জিতে যাব। যদি জিততে না পারি; আমার সাজা হয়ে যায় তখন কী হবে? এর আগে যদি বিয়ে করে ফেলি এটা কি ফেয়ার হবে? স্বামী জেলের ভেতরে থাকবে, সন্তান বাবাকে জেলের ভেতরে দেখবে?’ পরবর্তীকালে ভাইজান এ–ও বলেন, ‘যদি সব ঠিক হয়ে যায়, তাহলে ভেবে দেখব।’
১৯৯৮ সালের অক্টোবরে ভারতের রাজস্থানের যোধপুরের ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলছিল। শুটিংয়ের ফাঁকে যোধপুরের কাছে কঙ্কণী গ্রামে ঘুরতে যান সালমান খানসহ কয়েকজন অভিনেতা–অভিনেত্রী। সেখানে তাঁর এবং অন্য অভিনেতাদের বিরুদ্ধে দুটি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে। ১৯৯৯ সালে সালমানের বিরুদ্ধে মামলা করে স্থানীয় বিষ্ণই সম্প্রদায়ের কয়েকজন। তবে সিনেমাটির অভিনেতা মহেশ ঠাকুর সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, শুধু সন্দেহের বশে পুলিশ তাঁদের হয়রানি করেছিল। পুলিশ সালমান, সাইফ আলী খান, সোনালি বেন্দ্রে, নিলম ও টাবুকে থানায় নিয়ে যায়। সবাইকে ছেড়ে দেওয়া হলেও সালমানকে সারা রাত হাজতে আটকে রাখে। পরদিন আরবাজ ও সোহেল খান গিয়ে তাঁকে ছাড়িয়ে আনেন।
সেই থেকে বিষ্ণই সম্প্রদায়ের রোষানলে পড়েছেন সালমান। নিরামিষভোজী বিষ্ণইদের কাছে গাছ কাটা ও প্রাণী হত্যা মহাপাপ। তারা হত্যার অভিযোগে মামলা করেছিল। মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার রুপি জরিমানাও করা হয়। বাকিরা বেকসুর খালাস পান। মামলার চূড়ান্ত রায় এখনো বাকি।
তবে বলিউডের এই সুপারস্টারের ওপর ক্ষোভ থেকে যায় বিষ্ণই সম্প্রদায়ের। ছক কষে হত্যার। সম্প্রতি সালমান খানকে হত্যার হুমকি দেন পাঞ্জাবের গ্যাংস্টার লরেন্স বিষ্ণই। কৃষ্ণসার হরিণ হত্যার জন্য সালমান যদি বিষ্ণই সম্প্রদায়ের কাছে ক্ষমা না চান, তাহলে তাঁকে চরম শাস্তি পেতে হবে বলে হুমকি দেন তিনি। গত এপ্রিলে সালমানের বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। এতে গ্রেপ্তার দুজনের মধ্যে একজন কারাগারে আত্মহত্যা করেছেন।
এর আগে ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর রাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার ফুটপাতে গাড়ি উঠিয়ে দেন সালমান খান। গাড়ি চাপা পড়ে একজন নিহত ও চারজন আহত হন। ২০০৫ সাল থেকে শুরু হয় বিচার কার্যক্রম। বরাবরই সালমান খান দাবি করে আসছেন, গাড়িটি তাঁর ড্রাইভার চালাচ্ছিলেন। অবশ্য শেষ পর্যন্ত অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন বলিউডের এই সুপারস্টার।
আরও পড়ুন:
‘বউ’ নামের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটির মহরত অনুষ্ঠানে আলাপকালে নিজের বিয়ে নিয়েও কথা বলেন ববি। জানালেন সব ছেলেরাই নাকি ভয় পায় তাঁকে।
৩৮ মিনিট আগেএক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
৫ ঘণ্টা আগেহাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।
৫ ঘণ্টা আগেসিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১৬ ঘণ্টা আগে