বিনোদন ডেস্ক
গত সোমবার ভয়াবহ ঝড়ে মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় বিলবোর্ড ভেঙে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৬ জনের। সোমবারের ঘটনার পর থেকে মঙ্গলবার পর্যন্ত বেশির ভাগ উদ্ধারকাজ শেষ হয়েছিল। যদিও গত বুধবার ভেঙে পড়া বিলবোর্ডের একটা অংশ সরাতেই তাঁর নিচে দোমড়ানো-মোচড়ানো একটি গাড়ি থেকে উদ্ধার হয় এক প্রবীণ দম্পতির মরদেহ।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে সেই প্রবীণ দম্পতি বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের মামা ও মামি। গত সোমবার থেকেই খোঁজ মিলছিল না তাঁদের। ফোনেও পাওয়া যাচ্ছিল না। অবশেষে দেহ মিলল তাঁদের।
কার্তিকের মামার নাম মনোজ চাঁসোরিয়া (৬০) এবং মামি আনিতা চাঁসোরিয়া (৫৯)। অভিনেতার মামা ছিলেন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার। সম্প্রতি কাজ থেকে অবসর নিয়েছিলেন তিনি। ভিসা সংক্রান্ত কিছু কাজে মুম্বাইয়ে গাড়ি নিয়ে সস্ত্রীক এসেছিলেন মনোজ। সেই কাজ মিটিয়ে আবার মধ্য প্রদেশের জবলপুরে বাড়ির উদ্দেশে রওনা হন চাঁসোরিয়া দম্পতি। কিন্তু গাড়িতে পেট্রল কম থাকায় ঘাটকোপারের একটি পেট্রল পাম্পে ঢুকেছিলেন তাঁরা। তখনই ওঠে ঝড়।
পেট্রল পাম্প লাগোয়া একটি ১০০ ফুট উচ্চতার এবং ২৫০ টন ওজনের বিলবোর্ড পাম্পের ছাউনির ওপর আছড়ে পড়ে। তাতেই চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় কার্তিক আরিয়ানের আত্মীয়দের।
গতকাল বৃহস্পতিবার সাহার শ্মশানে চান্সোরিয়া দম্পতির শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা। যদিও কার্তিক আরিয়ান এই মর্মান্তিক ঘটনার বিষয়ে মুখ খোলেননি।
কার্তিক আরিয়ান ব্যস্ত আছেন কবীর খান পরিচালিত তাঁর আসন্ন ছবি ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর প্রচারণায়। সম্প্রতি ছবির পোস্টার মুক্তি পেয়েছে। ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর ট্রেলার মুক্তি পাবে আগামীকাল শনিবার (১৮ মে)। ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে ১৪ জুন।
গত সোমবার ভয়াবহ ঝড়ে মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় বিলবোর্ড ভেঙে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৬ জনের। সোমবারের ঘটনার পর থেকে মঙ্গলবার পর্যন্ত বেশির ভাগ উদ্ধারকাজ শেষ হয়েছিল। যদিও গত বুধবার ভেঙে পড়া বিলবোর্ডের একটা অংশ সরাতেই তাঁর নিচে দোমড়ানো-মোচড়ানো একটি গাড়ি থেকে উদ্ধার হয় এক প্রবীণ দম্পতির মরদেহ।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে সেই প্রবীণ দম্পতি বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের মামা ও মামি। গত সোমবার থেকেই খোঁজ মিলছিল না তাঁদের। ফোনেও পাওয়া যাচ্ছিল না। অবশেষে দেহ মিলল তাঁদের।
কার্তিকের মামার নাম মনোজ চাঁসোরিয়া (৬০) এবং মামি আনিতা চাঁসোরিয়া (৫৯)। অভিনেতার মামা ছিলেন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার। সম্প্রতি কাজ থেকে অবসর নিয়েছিলেন তিনি। ভিসা সংক্রান্ত কিছু কাজে মুম্বাইয়ে গাড়ি নিয়ে সস্ত্রীক এসেছিলেন মনোজ। সেই কাজ মিটিয়ে আবার মধ্য প্রদেশের জবলপুরে বাড়ির উদ্দেশে রওনা হন চাঁসোরিয়া দম্পতি। কিন্তু গাড়িতে পেট্রল কম থাকায় ঘাটকোপারের একটি পেট্রল পাম্পে ঢুকেছিলেন তাঁরা। তখনই ওঠে ঝড়।
পেট্রল পাম্প লাগোয়া একটি ১০০ ফুট উচ্চতার এবং ২৫০ টন ওজনের বিলবোর্ড পাম্পের ছাউনির ওপর আছড়ে পড়ে। তাতেই চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় কার্তিক আরিয়ানের আত্মীয়দের।
গতকাল বৃহস্পতিবার সাহার শ্মশানে চান্সোরিয়া দম্পতির শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা। যদিও কার্তিক আরিয়ান এই মর্মান্তিক ঘটনার বিষয়ে মুখ খোলেননি।
কার্তিক আরিয়ান ব্যস্ত আছেন কবীর খান পরিচালিত তাঁর আসন্ন ছবি ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর প্রচারণায়। সম্প্রতি ছবির পোস্টার মুক্তি পেয়েছে। ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর ট্রেলার মুক্তি পাবে আগামীকাল শনিবার (১৮ মে)। ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে ১৪ জুন।
‘বউ’ নামের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটির মহরত অনুষ্ঠানে আলাপকালে নিজের বিয়ে নিয়েও কথা বলেন ববি। জানালেন সব ছেলেরাই নাকি ভয় পায় তাঁকে।
৪ ঘণ্টা আগেএক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
৮ ঘণ্টা আগেহাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।
৯ ঘণ্টা আগেসিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১৯ ঘণ্টা আগে