বিনোদন ডেস্ক
দক্ষিণী অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজের নিষিদ্ধের খবর ছড়িয়েছে গতকাল শুক্রবার। একটি তামিল সিনেমায় পারিশ্রমিক নিয়েও অভিনয় না করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কিন্তু গতকাল ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ থেকে ইলিয়ানার নিষিদ্ধ হওয়ার খবরটি ভুয়া।
ইন্ডিয়া টুডে জানায়, খবরটির সত্যতা নিশ্চিত করতে তারা তামিল চলচ্চিত্র প্রযোজক সমিতির সঙ্গে আলাপ করেছে। তখন সমিতি তাদের জানায়, ইলিয়ানার নিষিদ্ধের সংবাদটি সম্পূর্ণ ভুয়া। এটি কীভাবে ছড়াল তা সমিতি জানে না।
দক্ষিণী সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও হিন্দি ছবির দর্শকের কাছেও পরিচিত নাম ইলিয়ানা ডি’ক্রুজ। অনুরাগ বসুর ‘বরফি’ সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
এরপর তাঁকে দেখা যায় ‘রেইড’, ‘বাদশাহো’সহ বলিউডের বেশ কয়েকটি সিনেমায়।
২০০৬ সালে ‘দেবদতাসু’ দিয়ে তেলেগু সিনেমায় অভিষেক। এরপর থেকে তেলেগু সিনেমাতেই বেশি দেখা গেছে ইলিয়ানাকে। মাঝে করেছেন তামিল ও কন্নড় ছবিও।
২০১২ সালে সর্বশেষ তামিল সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী, ‘নানবান’ নামে সিনেমাটি প্রশংসিত হয়েছিল অনেক।
ইলিয়ানাকে সর্বশেষ দেখা যায় হিন্দি সিনেমা ‘দ্য বিগ বুল’-এ। অভিষেক বচ্চনের সঙ্গে সেই সিনেমাটি মুক্তি পায় দুই বছর আগে।
চলতি বছর দুই সিনেমায় দেখা যাবে ইলিয়ানাকে, যার একটি ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’র শুটিং শেষ। নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমার শুটিং চলছে এখন।
দক্ষিণী অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজের নিষিদ্ধের খবর ছড়িয়েছে গতকাল শুক্রবার। একটি তামিল সিনেমায় পারিশ্রমিক নিয়েও অভিনয় না করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কিন্তু গতকাল ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ থেকে ইলিয়ানার নিষিদ্ধ হওয়ার খবরটি ভুয়া।
ইন্ডিয়া টুডে জানায়, খবরটির সত্যতা নিশ্চিত করতে তারা তামিল চলচ্চিত্র প্রযোজক সমিতির সঙ্গে আলাপ করেছে। তখন সমিতি তাদের জানায়, ইলিয়ানার নিষিদ্ধের সংবাদটি সম্পূর্ণ ভুয়া। এটি কীভাবে ছড়াল তা সমিতি জানে না।
দক্ষিণী সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও হিন্দি ছবির দর্শকের কাছেও পরিচিত নাম ইলিয়ানা ডি’ক্রুজ। অনুরাগ বসুর ‘বরফি’ সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
এরপর তাঁকে দেখা যায় ‘রেইড’, ‘বাদশাহো’সহ বলিউডের বেশ কয়েকটি সিনেমায়।
২০০৬ সালে ‘দেবদতাসু’ দিয়ে তেলেগু সিনেমায় অভিষেক। এরপর থেকে তেলেগু সিনেমাতেই বেশি দেখা গেছে ইলিয়ানাকে। মাঝে করেছেন তামিল ও কন্নড় ছবিও।
২০১২ সালে সর্বশেষ তামিল সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী, ‘নানবান’ নামে সিনেমাটি প্রশংসিত হয়েছিল অনেক।
ইলিয়ানাকে সর্বশেষ দেখা যায় হিন্দি সিনেমা ‘দ্য বিগ বুল’-এ। অভিষেক বচ্চনের সঙ্গে সেই সিনেমাটি মুক্তি পায় দুই বছর আগে।
চলতি বছর দুই সিনেমায় দেখা যাবে ইলিয়ানাকে, যার একটি ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’র শুটিং শেষ। নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমার শুটিং চলছে এখন।
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
৪ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
৮ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
৮ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
১২ ঘণ্টা আগে