বিনোদন ডেস্ক
মারা গেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মঙ্গল ধিলন। ক্যানসারে আক্রান্ত হয়েজ রোববার তিনি মা যান বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
প্রয়াত চলচ্চিত্র ও দূরদর্শনের পরিচিত মুখ বর্ষীয়ান অভিনেতা মঙ্গল ধিলন। আগামী রবিবার, ১৮ জুন ছিল তাঁর জন্মদিন। তার ঠিক এক সপ্তাহ আগে ক্যানসারে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। কেবল অভিনয়ই হয়, পরিচালনা ও প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
পাঞ্জাবের বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় নাম মঙ্গল ধিলন। কিন্তু গত শতকের আটের দশকে ‘খুন ভরি মাঙ্গ’, ‘দয়াবান’, ‘নাকাবন্দি’, ‘দালাল’, ‘ট্রেন টু পাকিস্তান’ ইত্যাদি সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি সর্বভারতীয় দর্শকদের নজর কাড়েন। তবে বিনোদন জগতে তাঁর আত্মপ্রকাশ ১৯৮৬ সালে ‘কথাসাগর’ ধারাবাহিকের মাধ্যমে। ওই বছরই সিরিয়াল ‘বুনিয়াদে’ও অভিনয় করেন তিনি। পরবর্তী সময়ে ‘জুনুন’, ‘কিসমত’, ‘দ্য গ্রেট মারাঠা’, ‘প্যান্থার’, ‘সাহিল’, ‘যুগ’ সিরিয়ালেও কাজ করেছেন এই বর্ষীয়ান অভিনেতা।
পাঞ্জাবের ফরিদকোটের এক শিখ পরিবারে জন্ম মঙ্গল ধিলনের। তবে স্কুলের পড়াশোনা শেষ করে তিনি উত্তর প্রদেশ থেকে স্নাতক সম্পন্ন করার পর, ১৯৮০ সালে অভিনয়ে স্নাতকোত্তর শেষ করেন। এরপর অভিনয়কেই ক্যারিয়ার হিসেবে বেছে নেন তিনি। পরবর্তী সময়ে তিনি একটি প্রযোজনা প্রতিষ্ঠানও খুলেছিলেন। সেই হাউসের প্রযোজনায় তৈরি হয়েছিল ‘খালসা’ নামের সিনেমা।
মারা গেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মঙ্গল ধিলন। ক্যানসারে আক্রান্ত হয়েজ রোববার তিনি মা যান বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
প্রয়াত চলচ্চিত্র ও দূরদর্শনের পরিচিত মুখ বর্ষীয়ান অভিনেতা মঙ্গল ধিলন। আগামী রবিবার, ১৮ জুন ছিল তাঁর জন্মদিন। তার ঠিক এক সপ্তাহ আগে ক্যানসারে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। কেবল অভিনয়ই হয়, পরিচালনা ও প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
পাঞ্জাবের বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় নাম মঙ্গল ধিলন। কিন্তু গত শতকের আটের দশকে ‘খুন ভরি মাঙ্গ’, ‘দয়াবান’, ‘নাকাবন্দি’, ‘দালাল’, ‘ট্রেন টু পাকিস্তান’ ইত্যাদি সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি সর্বভারতীয় দর্শকদের নজর কাড়েন। তবে বিনোদন জগতে তাঁর আত্মপ্রকাশ ১৯৮৬ সালে ‘কথাসাগর’ ধারাবাহিকের মাধ্যমে। ওই বছরই সিরিয়াল ‘বুনিয়াদে’ও অভিনয় করেন তিনি। পরবর্তী সময়ে ‘জুনুন’, ‘কিসমত’, ‘দ্য গ্রেট মারাঠা’, ‘প্যান্থার’, ‘সাহিল’, ‘যুগ’ সিরিয়ালেও কাজ করেছেন এই বর্ষীয়ান অভিনেতা।
পাঞ্জাবের ফরিদকোটের এক শিখ পরিবারে জন্ম মঙ্গল ধিলনের। তবে স্কুলের পড়াশোনা শেষ করে তিনি উত্তর প্রদেশ থেকে স্নাতক সম্পন্ন করার পর, ১৯৮০ সালে অভিনয়ে স্নাতকোত্তর শেষ করেন। এরপর অভিনয়কেই ক্যারিয়ার হিসেবে বেছে নেন তিনি। পরবর্তী সময়ে তিনি একটি প্রযোজনা প্রতিষ্ঠানও খুলেছিলেন। সেই হাউসের প্রযোজনায় তৈরি হয়েছিল ‘খালসা’ নামের সিনেমা।
গত বছর এপ্রিলে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি’র অংশ হিসেবে সুব্রত সরকার ও অভিনেতা মনোজ প্রামাণিক নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘হইতে সুরমা’।
২৯ মিনিট আগেভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
৯ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
১২ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
১৩ ঘণ্টা আগে