বিনোদন ডেস্ক
বলিউডের প্রখ্যাত পরিচালক-প্রযোজক করণ জোহরের ৫০তম জন্মদিন ছিল গতকাল ২৫ মে। তবে ভক্তদের কাছে এটি অবিশ্বাস্য ঠেকছে, অবাক করণ নিজেও। তাঁর কাছে বয়স যদিও সংখ্যা মাত্র। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো অসংখ্য ব্লকবাস্টার সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। আর প্রযোজনা তো চলছেই। পাশাপাশি সঞ্চালকের আসনেও মুনশিয়ানা দেখিয়ে চলেছেন ‘কফি উইথ করণ’ দিয়ে।
বয়সে হাফ সেঞ্চুরি করা করণ বিশেষ দিনটি উপলক্ষে জমকালো পার্টির আয়োজন করেন। আর এই চোখ ধাঁধানো আয়োজনে হাজির ছিল যেন গোটা বলিউড। করণের পার্টিতে তরকাদের সাজ ছিল দেখার মতো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে সয়লাব সেসব ছবি।
বলিউডের প্রখ্যাত পরিচালক-প্রযোজক করণ জোহরের ৫০তম জন্মদিন ছিল গতকাল ২৫ মে। তবে ভক্তদের কাছে এটি অবিশ্বাস্য ঠেকছে, অবাক করণ নিজেও। তাঁর কাছে বয়স যদিও সংখ্যা মাত্র। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো অসংখ্য ব্লকবাস্টার সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। আর প্রযোজনা তো চলছেই। পাশাপাশি সঞ্চালকের আসনেও মুনশিয়ানা দেখিয়ে চলেছেন ‘কফি উইথ করণ’ দিয়ে।
বয়সে হাফ সেঞ্চুরি করা করণ বিশেষ দিনটি উপলক্ষে জমকালো পার্টির আয়োজন করেন। আর এই চোখ ধাঁধানো আয়োজনে হাজির ছিল যেন গোটা বলিউড। করণের পার্টিতে তরকাদের সাজ ছিল দেখার মতো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে সয়লাব সেসব ছবি।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৫ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৫ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৭ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৮ ঘণ্টা আগে