বিনোদন ডেস্ক
বলিউডের প্রখ্যাত শিল্প নির্দেশক নীতিন দেশাই আত্মহত্যা করেছেন। মুম্বাই থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত করজাতে নিজের স্টুডিও থেকে আজ বুধবার সাকালে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলছে পুলিশ। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
নীতিন মূলত মারাঠি ও হিন্দি ছবিতে কাজ করতেন। এ দুই ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ ছিল। তাঁর তৈরি করা দুর্দান্ত সব সেট, স্টুডিও দেখা গেছে ‘লগান’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘যোধা আকবর’, ‘দেবদাস’, ‘প্রেম রতন ধন পায়ো’র মতো সিনেমায়। এ ছাড়া তাঁর করা অন্যতম সেরা কাজের মধ্যে আছে ‘সালাম বম্বে’, ‘আকেলে তুম, আকেলে হাম’ ইত্যাদি।
নীতিন চন্দ্রকান্ত দেশাই শিল্প নির্দেশনার জন্য তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।
নীতিন ভারতীয় সিনেমাজগতে শিল্প নির্দেশনার পাশাপাশি প্রোডাকশন ডিজাইনার হিসেবেও বেশ বিখ্যাত ছিলেন। তিনি আশুতোষ গোয়ারিকর, বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, সঞ্জয় লীলা বনশালি প্রমুখ পরিচালকের সঙ্গে কাজ করেছেন।
তিনি ২০০২ সাল থেকে চন্দ্রকান্ত প্রোডাকশন নামে প্রযোজনা প্রতিষ্ঠানও শুরু করেছিলেন। নিজের প্রযোজনা সংস্থার ব্যানারে দেবী কুচের ওপরে ভক্তিমূলক ছবি ‘দেশ দেবী’ তৈরিও করেছিলেন তিনি।
বলিউডের প্রখ্যাত শিল্প নির্দেশক নীতিন দেশাই আত্মহত্যা করেছেন। মুম্বাই থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত করজাতে নিজের স্টুডিও থেকে আজ বুধবার সাকালে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলছে পুলিশ। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
নীতিন মূলত মারাঠি ও হিন্দি ছবিতে কাজ করতেন। এ দুই ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ ছিল। তাঁর তৈরি করা দুর্দান্ত সব সেট, স্টুডিও দেখা গেছে ‘লগান’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘যোধা আকবর’, ‘দেবদাস’, ‘প্রেম রতন ধন পায়ো’র মতো সিনেমায়। এ ছাড়া তাঁর করা অন্যতম সেরা কাজের মধ্যে আছে ‘সালাম বম্বে’, ‘আকেলে তুম, আকেলে হাম’ ইত্যাদি।
নীতিন চন্দ্রকান্ত দেশাই শিল্প নির্দেশনার জন্য তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।
নীতিন ভারতীয় সিনেমাজগতে শিল্প নির্দেশনার পাশাপাশি প্রোডাকশন ডিজাইনার হিসেবেও বেশ বিখ্যাত ছিলেন। তিনি আশুতোষ গোয়ারিকর, বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, সঞ্জয় লীলা বনশালি প্রমুখ পরিচালকের সঙ্গে কাজ করেছেন।
তিনি ২০০২ সাল থেকে চন্দ্রকান্ত প্রোডাকশন নামে প্রযোজনা প্রতিষ্ঠানও শুরু করেছিলেন। নিজের প্রযোজনা সংস্থার ব্যানারে দেবী কুচের ওপরে ভক্তিমূলক ছবি ‘দেশ দেবী’ তৈরিও করেছিলেন তিনি।
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
২ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
৫ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
৫ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
৯ ঘণ্টা আগে