বিনোদন ডেস্ক
ঘটনার সূত্রপাত ২০১৮ সাল। সেই বছর বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের নামে চেক বাউন্স ও প্রতারণার অভিযোগ আনেন অজয় কুমার সিং নামে এক ব্যক্তি। কয়েক দিন আগেই এই মামলায় জামিন পান অভিনেত্রী। এত দিন পর এবার পুরো ঘটনা নিয়ে মুখ খুলছেন তিনি। ভারতীয় টেলিভিশন জুম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিশা জানিয়েছেন বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। স্রেফ মানুষের নজরে আসার জন্যই নাকি ওই প্রযোজক তাঁর নামে এই অভিযোগ এনেছিলেন।
গত শনিবার রাঁচির সিভিল কোর্টে এই চেক বাউন্স মামলায় আত্মসমর্পণ করেন আমিশা। কোর্টের সিনিয়র ডিভিশন বেঞ্চের বিচারক ডি. এন শুক্লা এদিন তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেওয়ার পাশাপাশি আবারও ২১ জুন কোর্টে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।
জামিন পাওয়ার পরই এত বছর ধরে চলে আসা এই মামলা নিয়ে মুখ খোলেন আমিশা। জুম টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আমার শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের থেকে বহু বার্তা পেয়েছি। বিষয়টি নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। কিন্তু যখন থেকে আমার নামে এই মামলা করা হয়েছে, তখন থেকেই এ বিষয়ে আমি পাবলিকলি একটাও কথা বলিনি, আর বলবও না। আমার আইনের ওপর সম্পূর্ণ আস্থা আছে। আইন যা সিদ্ধান্ত নেওয়ার নেবে, তা আমি মেনে নেব।’
আমিশা আরও বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমার এই নীরবতার অন্য মানে খুঁজে বের করছেন অজয় বাবু। আমার নীরবতার সুযোগ নিচ্ছেন তিনি। আমার বদনাম করে তিনি নিজে প্রচারের আলোয় আসতে চাইছেন। বাকিটা তো সবই আইনি প্রক্রিয়া। উনি এভাবেই সহজে নাম কিনতে চাইছেন।’
তিনি একই সঙ্গে তাঁর নামে আনা এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করে বলেন, ‘আইনের ওপর আমার আস্থা আছে, আমি জানি আইন ঠিক এই বিষয়টা দেখবে এবং ন্যায় রায় দেবে। আমার বিরুদ্ধে এই মামলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আনা হয়েছিল।’
উল্লেখ্য, আমিশা প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন রাঁচির বাসিন্দা প্রযোজক অজয় কুমার সিং। তাঁর অভিযোগ, আমিশা তাঁকে ‘দেশি ম্যাজিক’ শিরোনামে একটি সিনেমার জন্য অর্থ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রযোজকের দাবি, তিনি সিনেমাটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাংক অ্যাকাউন্টে ২.৫ কোটি রুপি স্থানান্তর করেছিলেন। ২০১৩ সালে সিনেমাটির শুটিং শুরু হলেও এখনো তা শেষ হয়নি।
আমিশা প্রযোজককে জানিয়েছিলেন, সিনেমাটি শেষ হওয়ার পর সুদ-আসলে সব ফেরত দেবেন। তবে ২০১৮ সালে তাকে ২.৫ কোটি রুপি ও ৫০ লাখ রুপির দুটি চেক দিলেও তা বাউন্স হয়। এ ঘটনার পরই আমিশা ও তাঁর ব্যবসায়িক পার্টনার ক্রণালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০ ধারায় মামলা দায়ের করেন প্রযোজক অজয় কুমার সিং।
প্রসঙ্গত, আগামী ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে আমিশার ‘গদর ২’। সিনেমাটি দিয়ে প্রায় পাঁচ বছর পর রুপালি পর্দায় ফিরছেন তিনি। ‘গদর’ সিনেমাটির এই সিকুয়েলে ফের একসঙ্গে দেখা যাবে সানি দেওল ও আমিশাকে।
ঘটনার সূত্রপাত ২০১৮ সাল। সেই বছর বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের নামে চেক বাউন্স ও প্রতারণার অভিযোগ আনেন অজয় কুমার সিং নামে এক ব্যক্তি। কয়েক দিন আগেই এই মামলায় জামিন পান অভিনেত্রী। এত দিন পর এবার পুরো ঘটনা নিয়ে মুখ খুলছেন তিনি। ভারতীয় টেলিভিশন জুম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিশা জানিয়েছেন বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। স্রেফ মানুষের নজরে আসার জন্যই নাকি ওই প্রযোজক তাঁর নামে এই অভিযোগ এনেছিলেন।
গত শনিবার রাঁচির সিভিল কোর্টে এই চেক বাউন্স মামলায় আত্মসমর্পণ করেন আমিশা। কোর্টের সিনিয়র ডিভিশন বেঞ্চের বিচারক ডি. এন শুক্লা এদিন তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেওয়ার পাশাপাশি আবারও ২১ জুন কোর্টে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।
জামিন পাওয়ার পরই এত বছর ধরে চলে আসা এই মামলা নিয়ে মুখ খোলেন আমিশা। জুম টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আমার শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের থেকে বহু বার্তা পেয়েছি। বিষয়টি নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। কিন্তু যখন থেকে আমার নামে এই মামলা করা হয়েছে, তখন থেকেই এ বিষয়ে আমি পাবলিকলি একটাও কথা বলিনি, আর বলবও না। আমার আইনের ওপর সম্পূর্ণ আস্থা আছে। আইন যা সিদ্ধান্ত নেওয়ার নেবে, তা আমি মেনে নেব।’
আমিশা আরও বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমার এই নীরবতার অন্য মানে খুঁজে বের করছেন অজয় বাবু। আমার নীরবতার সুযোগ নিচ্ছেন তিনি। আমার বদনাম করে তিনি নিজে প্রচারের আলোয় আসতে চাইছেন। বাকিটা তো সবই আইনি প্রক্রিয়া। উনি এভাবেই সহজে নাম কিনতে চাইছেন।’
তিনি একই সঙ্গে তাঁর নামে আনা এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করে বলেন, ‘আইনের ওপর আমার আস্থা আছে, আমি জানি আইন ঠিক এই বিষয়টা দেখবে এবং ন্যায় রায় দেবে। আমার বিরুদ্ধে এই মামলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আনা হয়েছিল।’
উল্লেখ্য, আমিশা প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন রাঁচির বাসিন্দা প্রযোজক অজয় কুমার সিং। তাঁর অভিযোগ, আমিশা তাঁকে ‘দেশি ম্যাজিক’ শিরোনামে একটি সিনেমার জন্য অর্থ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রযোজকের দাবি, তিনি সিনেমাটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাংক অ্যাকাউন্টে ২.৫ কোটি রুপি স্থানান্তর করেছিলেন। ২০১৩ সালে সিনেমাটির শুটিং শুরু হলেও এখনো তা শেষ হয়নি।
আমিশা প্রযোজককে জানিয়েছিলেন, সিনেমাটি শেষ হওয়ার পর সুদ-আসলে সব ফেরত দেবেন। তবে ২০১৮ সালে তাকে ২.৫ কোটি রুপি ও ৫০ লাখ রুপির দুটি চেক দিলেও তা বাউন্স হয়। এ ঘটনার পরই আমিশা ও তাঁর ব্যবসায়িক পার্টনার ক্রণালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০ ধারায় মামলা দায়ের করেন প্রযোজক অজয় কুমার সিং।
প্রসঙ্গত, আগামী ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে আমিশার ‘গদর ২’। সিনেমাটি দিয়ে প্রায় পাঁচ বছর পর রুপালি পর্দায় ফিরছেন তিনি। ‘গদর’ সিনেমাটির এই সিকুয়েলে ফের একসঙ্গে দেখা যাবে সানি দেওল ও আমিশাকে।
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
১১ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
১১ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
১৪ ঘণ্টা আগে