বিনোদন ডেস্ক
গত সোমবার মুম্বাইয়ে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ভারতীয় অভিনেতা, মডেল ও কাস্টিং কো-অর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের মরদেহ। অভিনেতার মুম্বাইয়ের আন্ধেরির অ্যাপার্টমেন্টের বাথরুমে পড়েছিল মরদেহ। এবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা গেল আদিত্যের কানে ও মাথায় পাওয়া গেছে আঘাতের চিহ্ন।
আপাতত ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে আছে মুম্বাই পুলিশ। মুম্বাইয়ের গোরেগাওঁয়ের সিদ্ধার্থ হাসপাতালে আদিত্য সিং রাজপুতের ময়নাতদন্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘অভিনেতার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করেননি চিকিৎসকেরা। ভিসেরা রিপোর্ট ইতিমধ্যেই পাঠানো হয়েছে ল্যাবে। ময়নাতদন্তের রিপোর্ট আমাদের হাতে এলে, তবেই আদিত্য সিং রাজপুতের মৃত্যুর কারণ জানা যাবে।’
এ ছাড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদিত্যর শরীরে দুটো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। একটা কানের ওপরে বেশ কিছু জায়গায় ক্ষত রয়েছে। অন্যদিকে তাঁর মাথাতেও আঘাতের চিহ্ন রয়েছে। তবে মুম্বাই পুলিশ মনে করছে বাথরুমে পড়ে যাওয়ার জন্যও এমন হতে পারে।
এদিকে আদিত্য সিং রাজপুতের মা ছেলের শেষকৃত্যের জন্য দিল্লি থেকে মুম্বাইয়ে উড়ে এসেছেন। প্রাথমিকভাবে যদিও দাবি করা হয়েছিল অতিরিক্ত মাদকসেবনের জন্যই আদিত্যর মৃত্যু হয়েছে, তবে মাদক সেবনের জন্য ছেলের মৃত্যুর অভিযোগকে ভিত্তিহীন বলেছেন তিনি।
আদিত্যর মা জানিয়েছেন, মৃত্যুর আগে রাত ২.১৫ নাগাদ অভিনেতাকে মোবাইল কল করেন তিনি। পরে ২.২৫ নাগাদ আদিত্য তাঁকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান।
আদিত্য ‘ক্রান্তিবীর’ এবং ‘ম্যায় গান্ধী কো নেহি মারা’-র মতো সিনেমাতেও কাজ করেছেন। এ ছাড়া তিনি ৩০০ টির বেশি বিজ্ঞাপনের অংশ হয়েছেন। অংশ নিয়েছিলেন রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা ৯’ এও। লাভ, আশিকি, কোড রেড, আওয়াজ সিজন ৯, ব্যাড বয় সিজন ৪ এর মতো টিভি প্রজেক্টেও অংশ নিয়েছেন তিনি।
গত সোমবার মুম্বাইয়ে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ভারতীয় অভিনেতা, মডেল ও কাস্টিং কো-অর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের মরদেহ। অভিনেতার মুম্বাইয়ের আন্ধেরির অ্যাপার্টমেন্টের বাথরুমে পড়েছিল মরদেহ। এবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা গেল আদিত্যের কানে ও মাথায় পাওয়া গেছে আঘাতের চিহ্ন।
আপাতত ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে আছে মুম্বাই পুলিশ। মুম্বাইয়ের গোরেগাওঁয়ের সিদ্ধার্থ হাসপাতালে আদিত্য সিং রাজপুতের ময়নাতদন্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘অভিনেতার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করেননি চিকিৎসকেরা। ভিসেরা রিপোর্ট ইতিমধ্যেই পাঠানো হয়েছে ল্যাবে। ময়নাতদন্তের রিপোর্ট আমাদের হাতে এলে, তবেই আদিত্য সিং রাজপুতের মৃত্যুর কারণ জানা যাবে।’
এ ছাড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদিত্যর শরীরে দুটো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। একটা কানের ওপরে বেশ কিছু জায়গায় ক্ষত রয়েছে। অন্যদিকে তাঁর মাথাতেও আঘাতের চিহ্ন রয়েছে। তবে মুম্বাই পুলিশ মনে করছে বাথরুমে পড়ে যাওয়ার জন্যও এমন হতে পারে।
এদিকে আদিত্য সিং রাজপুতের মা ছেলের শেষকৃত্যের জন্য দিল্লি থেকে মুম্বাইয়ে উড়ে এসেছেন। প্রাথমিকভাবে যদিও দাবি করা হয়েছিল অতিরিক্ত মাদকসেবনের জন্যই আদিত্যর মৃত্যু হয়েছে, তবে মাদক সেবনের জন্য ছেলের মৃত্যুর অভিযোগকে ভিত্তিহীন বলেছেন তিনি।
আদিত্যর মা জানিয়েছেন, মৃত্যুর আগে রাত ২.১৫ নাগাদ অভিনেতাকে মোবাইল কল করেন তিনি। পরে ২.২৫ নাগাদ আদিত্য তাঁকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান।
আদিত্য ‘ক্রান্তিবীর’ এবং ‘ম্যায় গান্ধী কো নেহি মারা’-র মতো সিনেমাতেও কাজ করেছেন। এ ছাড়া তিনি ৩০০ টির বেশি বিজ্ঞাপনের অংশ হয়েছেন। অংশ নিয়েছিলেন রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা ৯’ এও। লাভ, আশিকি, কোড রেড, আওয়াজ সিজন ৯, ব্যাড বয় সিজন ৪ এর মতো টিভি প্রজেক্টেও অংশ নিয়েছেন তিনি।
গত বছর এপ্রিলে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি’র অংশ হিসেবে সুব্রত সরকার ও অভিনেতা মনোজ প্রামাণিক নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘হইতে সুরমা’।
২ ঘণ্টা আগেভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
১০ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
১৪ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
১৪ ঘণ্টা আগে