বিনোদন ডেস্ক
ভারতের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ি তাঁর অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন প্রতিটি কাজেই। তবে ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে অভিনয়ের পর থেকে সাম্প্রতিক সময়ে বেশি আলোচনায় এসেছেন তিনি। কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের পারিশ্রমিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মনোজ। তাঁর কথায়, ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ কাজের জন্য যে পরিমাণ পারিশ্রমিক তাঁর পাওয়া উচিত ছিল, তা তিনি পাননি। সাম্প্রতিক তাঁর এক সাক্ষাৎকারের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
সাক্ষাৎকারে মনোজ বাজপেয়িকে প্রশ্ন করা হয়, দ্য ফ্যামিলি ম্যান-এ তিনি কি শাহরুখ, সালমানদের মতো পারিশ্রমিক পেয়েছেন? আর এমন প্রশ্নেই কিছুটা বিরক্ত মনোজ বাজপেয়ি ক্ষোভ ঝেড়েছেন। তিনি বলেন, ‘এখানে শ্রম বড়ই সস্তা। আমি শোয়ের জন্য বড় তারকাদের মতো পারিশ্রমিক পাচ্ছি না।’
তিনি আরও বলেন, ‘এই ওটিটি-র মানুষগুলোও বলিউডের নিয়মিত প্রযোজকদের মতোই খারাপ। ওরা নাকি বড় তারকাদের অনেক টাকা দেবেন। অথচ, ফ্যামিলি ম্যান-এর জন্য যে টাকা আমার পাওয়া উচিত তা আমি পাইনি। এখনই যদি কোনও বিদেশি শ্বেতাঙ্গ অভিনেতা আসেন, তাহলে ওরা অনেক টাকা ঢালতে রাজি হয়ে যাবেন। চীনে যেমন ব্র্যান্ডের কারখানা আছে বলে ওখানে শ্রমের কোনও দাম নেই, তেমনই এখানে শ্রমের কোনও দাম নেই। একই জায়গায় যদি, জ্যাক রায়ান অভিনেতারা এসে কাজ করতেন, তখন দেখতাম অনেক টাকা দেওয়া হচ্ছে।’
মনোজ বাজপেয়ির কথায়, ‘গালি গুলিয়া’ এবং ‘ভোঁসলে’র মতো সিনেমায় কাজ করে কেউ প্রচুর টাকা রোজগার করতে পারেন না।
প্রসঙ্গত, রাজ ও ডিকে-এর দ্য ফ্যামিলি ম্যান-এ মনোজ বাজপেয়িকে মুখ্য চরিত্রে একজন গোপন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। সিরিজটির দুটি সিজনই সফলতা পেয়েছে। আমাজন প্রাইম ভিডিওর এই শোটি সম্প্রতি আইএমডিবি-র তালিকায় জনপ্রিয় শোগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে।
মনোজকে সর্বশেষ দেখা গেছে ‘শির্ফ এক বান্দা কাফি হ্যায়’তে। এরপর অভিনেতাকে দেখা যাবে ‘স্যুপ’, ‘ডিসপ্যাচ’ ও ‘জোরাম’-এ।
ভারতের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ি তাঁর অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন প্রতিটি কাজেই। তবে ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে অভিনয়ের পর থেকে সাম্প্রতিক সময়ে বেশি আলোচনায় এসেছেন তিনি। কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের পারিশ্রমিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মনোজ। তাঁর কথায়, ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ কাজের জন্য যে পরিমাণ পারিশ্রমিক তাঁর পাওয়া উচিত ছিল, তা তিনি পাননি। সাম্প্রতিক তাঁর এক সাক্ষাৎকারের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
সাক্ষাৎকারে মনোজ বাজপেয়িকে প্রশ্ন করা হয়, দ্য ফ্যামিলি ম্যান-এ তিনি কি শাহরুখ, সালমানদের মতো পারিশ্রমিক পেয়েছেন? আর এমন প্রশ্নেই কিছুটা বিরক্ত মনোজ বাজপেয়ি ক্ষোভ ঝেড়েছেন। তিনি বলেন, ‘এখানে শ্রম বড়ই সস্তা। আমি শোয়ের জন্য বড় তারকাদের মতো পারিশ্রমিক পাচ্ছি না।’
তিনি আরও বলেন, ‘এই ওটিটি-র মানুষগুলোও বলিউডের নিয়মিত প্রযোজকদের মতোই খারাপ। ওরা নাকি বড় তারকাদের অনেক টাকা দেবেন। অথচ, ফ্যামিলি ম্যান-এর জন্য যে টাকা আমার পাওয়া উচিত তা আমি পাইনি। এখনই যদি কোনও বিদেশি শ্বেতাঙ্গ অভিনেতা আসেন, তাহলে ওরা অনেক টাকা ঢালতে রাজি হয়ে যাবেন। চীনে যেমন ব্র্যান্ডের কারখানা আছে বলে ওখানে শ্রমের কোনও দাম নেই, তেমনই এখানে শ্রমের কোনও দাম নেই। একই জায়গায় যদি, জ্যাক রায়ান অভিনেতারা এসে কাজ করতেন, তখন দেখতাম অনেক টাকা দেওয়া হচ্ছে।’
মনোজ বাজপেয়ির কথায়, ‘গালি গুলিয়া’ এবং ‘ভোঁসলে’র মতো সিনেমায় কাজ করে কেউ প্রচুর টাকা রোজগার করতে পারেন না।
প্রসঙ্গত, রাজ ও ডিকে-এর দ্য ফ্যামিলি ম্যান-এ মনোজ বাজপেয়িকে মুখ্য চরিত্রে একজন গোপন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। সিরিজটির দুটি সিজনই সফলতা পেয়েছে। আমাজন প্রাইম ভিডিওর এই শোটি সম্প্রতি আইএমডিবি-র তালিকায় জনপ্রিয় শোগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে।
মনোজকে সর্বশেষ দেখা গেছে ‘শির্ফ এক বান্দা কাফি হ্যায়’তে। এরপর অভিনেতাকে দেখা যাবে ‘স্যুপ’, ‘ডিসপ্যাচ’ ও ‘জোরাম’-এ।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৫ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৫ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৭ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৮ ঘণ্টা আগে