বিনোদর ডেস্ক
বলিউডে এবারের বছরটা শাহরুখময়। পাঠানের সাফল্যের পর এ বছরই আসতে যাচ্ছে শাহরুখের ‘জওয়ান’ ও ‘ডানকি’ সিনেমা। এবার দুটি সিনেমা মুক্তির আগেই জানা গেল নতুন খবর। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, দুটি সিনেমার হল স্বত্ব ছাড়া বাকি সব স্বত্ব বিক্রি হয়ে গেছে ইতিমধ্যেই, যার মূল্য ৪৫০–৫০০ কোটি রুপির ঘরে।
পিঙ্কভিলা জানিয়েছে, চুক্তির মধ্যে রয়েছে চলচ্চিত্রের স্যাটেলাইট, ডিজিটাল ও সংগীত স্বত্ব। এর মধ্যে জওয়ানের ডিজিটাল, স্যাটেলাইট ও সংগীত স্বত্ব প্রায় ২৫০ কোটি রুপি এবং ‘ডানকি’র সব স্বত্ব প্রায় ২৩০ কোটি রুপিতে বিক্রি হয়েছে।
একটি সূত্রের বরাত দিয়ে পিঙ্কভিলা আরও জানিয়েছে, দুটি সিনেমার মধ্যে আর্থিক পার্থক্যের কারণ জওয়ানের তামিল এবং তেলেগু ভাষার স্বত্ব বিক্রি হয়েছে, যেখানে প্রাথমিকভাবে ডানকির শুধু হিন্দির স্বত্ব বিক্রি করা হয়েছে।
গত কয়েক দিন ধরে ‘জওয়ান’কে ঘিরে ব্যাপক প্রচারণা চালাচ্ছে প্রযোজনা সংস্থা। আগামী ৭ দিনের মধ্যে তাদের প্রথম ট্রেলার প্রকাশ হতে যাচ্ছে এবং এটি হলিউডের মিশন ইম্পসিবল ৭-এর প্রিন্টের সঙ্গে সংযুক্ত করে সিনেমা হলে প্রদর্শিত হবে।
শাহরুখের প্রথম প্যান-ইন্ডিয়ান তথা সর্বভারতীয় সিনেমা ‘জওয়ান’-এর মুক্তির কথা ছিল গত ২ জুন। তবে নির্ধারিত সময়ে মুক্তি না দিয়ে আরও চার মাস পিছিয়ে আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার, যাকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোণ ও সঞ্জয় দত্ত। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় ভারতজুড়ে মুক্তি পাবে।
বলিউডে এবারের বছরটা শাহরুখময়। পাঠানের সাফল্যের পর এ বছরই আসতে যাচ্ছে শাহরুখের ‘জওয়ান’ ও ‘ডানকি’ সিনেমা। এবার দুটি সিনেমা মুক্তির আগেই জানা গেল নতুন খবর। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, দুটি সিনেমার হল স্বত্ব ছাড়া বাকি সব স্বত্ব বিক্রি হয়ে গেছে ইতিমধ্যেই, যার মূল্য ৪৫০–৫০০ কোটি রুপির ঘরে।
পিঙ্কভিলা জানিয়েছে, চুক্তির মধ্যে রয়েছে চলচ্চিত্রের স্যাটেলাইট, ডিজিটাল ও সংগীত স্বত্ব। এর মধ্যে জওয়ানের ডিজিটাল, স্যাটেলাইট ও সংগীত স্বত্ব প্রায় ২৫০ কোটি রুপি এবং ‘ডানকি’র সব স্বত্ব প্রায় ২৩০ কোটি রুপিতে বিক্রি হয়েছে।
একটি সূত্রের বরাত দিয়ে পিঙ্কভিলা আরও জানিয়েছে, দুটি সিনেমার মধ্যে আর্থিক পার্থক্যের কারণ জওয়ানের তামিল এবং তেলেগু ভাষার স্বত্ব বিক্রি হয়েছে, যেখানে প্রাথমিকভাবে ডানকির শুধু হিন্দির স্বত্ব বিক্রি করা হয়েছে।
গত কয়েক দিন ধরে ‘জওয়ান’কে ঘিরে ব্যাপক প্রচারণা চালাচ্ছে প্রযোজনা সংস্থা। আগামী ৭ দিনের মধ্যে তাদের প্রথম ট্রেলার প্রকাশ হতে যাচ্ছে এবং এটি হলিউডের মিশন ইম্পসিবল ৭-এর প্রিন্টের সঙ্গে সংযুক্ত করে সিনেমা হলে প্রদর্শিত হবে।
শাহরুখের প্রথম প্যান-ইন্ডিয়ান তথা সর্বভারতীয় সিনেমা ‘জওয়ান’-এর মুক্তির কথা ছিল গত ২ জুন। তবে নির্ধারিত সময়ে মুক্তি না দিয়ে আরও চার মাস পিছিয়ে আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার, যাকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোণ ও সঞ্জয় দত্ত। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় ভারতজুড়ে মুক্তি পাবে।
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
৭ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
৭ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
১১ ঘণ্টা আগে