বিনোদন ডেস্ক
বলিউডে শোবিজ তারকাদের মাদকাসক্তি নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছে বারবার। নারকোটিক কন্ট্রোল ব্যুরোর দপ্তরে প্রায়ই ডাক পড়ে তারকাদের। এবার মাদকাসক্তির প্রশ্নের মুখোমুখি হলেন অভিনেত্রী শ্রুতি হাসান।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন শ্রুতি। সেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এক ভক্ত তাঁর দিকে সরাসরি প্রশ্ন ছোড়েন, আপনি কি মাদক নেন? এ প্রসঙ্গে অভিনেত্রীর জবাব, ‘না, আমি মাদকাসক্ত নই। এমনকি আমি মদও ছুঁই না। খুব সংযমী জীবনযাপন করি। আর এর জন্য আমি নিজের কাছেই কৃতজ্ঞ।’
উল্লেখ্য, শ্রুতি হাসান মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে কথা বলেন। সেখানে ভক্তরা সাধারণত তাঁর বিয়ে কিংবা প্রেমজীবন সম্পর্কে কৌতূহল দেখান। কিন্তু এবার তিনি মাদক সেবন করেন কিনা জানতে চান ভক্ত! তবে ঠান্ডা মাথায় তার যথাযোগ্য জবাব দিয়েছেন এই অভিনেত্রী।
তামিল সিনেমা থেকে শুরু করে এখন ভারতজুড়ে দর্শক মাতিয়ে যাচ্ছেন শ্রুতি হাসান। এ বছরের শুরুতেই তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ভিরা সিমহা রেড্ডি’ এবং তেলেগু সিনেমা ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ মুক্তি পেয়েছে। প্রথমটিতে নান্দামুরি বালাকৃষ্ণের ও পরেরটিতে চিরঞ্জীবীর বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি। দুটি সিনেমায় বক্স অফিসে ঝড় তুলেছে।
এ বছর মুক্তির অপেক্ষায় আছে কেজিএফ খ্যাত নির্মাতা প্রশান্ত নীলের পরিচালনায় প্রভাসের বিপরীতে তাঁর নতুন ছবি ‘সালার’। এ বছরের ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে এটির। এ ছাড়া গ্রিসের একটি আন্তর্জাতিক চলচ্চিত্র ‘দ্য আই’ এও তিনি অভিনয় করতে যাচ্ছেন।
বলিউডে শোবিজ তারকাদের মাদকাসক্তি নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছে বারবার। নারকোটিক কন্ট্রোল ব্যুরোর দপ্তরে প্রায়ই ডাক পড়ে তারকাদের। এবার মাদকাসক্তির প্রশ্নের মুখোমুখি হলেন অভিনেত্রী শ্রুতি হাসান।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন শ্রুতি। সেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এক ভক্ত তাঁর দিকে সরাসরি প্রশ্ন ছোড়েন, আপনি কি মাদক নেন? এ প্রসঙ্গে অভিনেত্রীর জবাব, ‘না, আমি মাদকাসক্ত নই। এমনকি আমি মদও ছুঁই না। খুব সংযমী জীবনযাপন করি। আর এর জন্য আমি নিজের কাছেই কৃতজ্ঞ।’
উল্লেখ্য, শ্রুতি হাসান মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে কথা বলেন। সেখানে ভক্তরা সাধারণত তাঁর বিয়ে কিংবা প্রেমজীবন সম্পর্কে কৌতূহল দেখান। কিন্তু এবার তিনি মাদক সেবন করেন কিনা জানতে চান ভক্ত! তবে ঠান্ডা মাথায় তার যথাযোগ্য জবাব দিয়েছেন এই অভিনেত্রী।
তামিল সিনেমা থেকে শুরু করে এখন ভারতজুড়ে দর্শক মাতিয়ে যাচ্ছেন শ্রুতি হাসান। এ বছরের শুরুতেই তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ভিরা সিমহা রেড্ডি’ এবং তেলেগু সিনেমা ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ মুক্তি পেয়েছে। প্রথমটিতে নান্দামুরি বালাকৃষ্ণের ও পরেরটিতে চিরঞ্জীবীর বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি। দুটি সিনেমায় বক্স অফিসে ঝড় তুলেছে।
এ বছর মুক্তির অপেক্ষায় আছে কেজিএফ খ্যাত নির্মাতা প্রশান্ত নীলের পরিচালনায় প্রভাসের বিপরীতে তাঁর নতুন ছবি ‘সালার’। এ বছরের ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে এটির। এ ছাড়া গ্রিসের একটি আন্তর্জাতিক চলচ্চিত্র ‘দ্য আই’ এও তিনি অভিনয় করতে যাচ্ছেন।
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
৪ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
৮ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
৮ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
১১ ঘণ্টা আগে