বিনোদন ডেস্ক
সালমান খান ও গায়ক অভিজিৎ ভট্টাচার্যের দ্বন্দ্ব বেশ পুরোনো। পাকিস্তানি শিল্পীদের সুযোগ দেন বলে সালমানের বিরুদ্ধে একসময় ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিজিৎ। বলিউড ভাইজানের জন্য আর কোনো দিন গাইবেন না—এমন কথাও জানিয়েছিলেন তিনি। তবে এবার ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সালমানের জন্য আবার গাইতে পারেন তিনি, তবে এর জন্য দিয়েছেন এক শর্ত।
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিতের কাছে প্রশ্ন রাখা হয় সালমানের জন্য কি আর কোনো দিন গাইবেন তিনি? এই প্রশ্নের জবাবে জানান, সালমানের জন্য তিনি নিশ্চয়ই গাইবেন, যদি কিছু শর্ত মানা হয়। অভিজিতের কথায়, ‘কেন গাইব না? তবে হ্যাঁ, কোনো পাকিস্তানি শিল্পীকে ডেকে যেন ডাবিং করিয়ে না নেওয়া হয়!’
সালমান অভিনীত ‘জুড়ওয়া’ সিনেমায় অভিজিৎ ভট্টাচার্য গেয়েছিলেন ‘তান তানা তান’ গানটি। পরে সালমানের আর কোনো সিনেমায় গান করেননি তিনি। পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার সুযোগ দেন সালমান, আর এর জন্যই বলিউড ভাইজানের ওপর তাঁর ক্ষোভ জমতে থাকে।
অরিজিৎ সিংয়ের বদলে সালমান যখন রাহাত ফাতেহ আলি খানকে দিয়ে গান করান, তখনো সমালোচনা করেছিলেন অভিজিৎ।
তবে খানদের মধ্যে শাহরুখ খানই একমাত্র প্রকৃত দেশপ্রেমী—এমনটাই মনে করেন অভিজিৎ। যখন শাহরুখকে ‘অ্যান্টি ন্যাশনাল’ বলে আক্রমণ করা হয়েছিল, তখন শাহরুখের পক্ষে কথা বলেছিলেন অভিজিৎ। হিন্দি সিনেমায় একসময় শাহরুখ খানের কণ্ঠ বলা হতো গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে। দীর্ঘদিন ধরে শাহরুখের গানে এই গায়ক অনুপস্থিত।
তবে এর জন্য তিনি দায়ী করছেন ইন্ডাস্ট্রির সুরকারদের। অভিজিতের কথায়, ‘কিছু সুরকার আছেন, যাঁরা শাহরুখের সিনেমায় কাজের সুযোগ পেলেই ঠিক করে রাখেন আমাকে বাদ দেবেন বলে। তাঁরা আবার আমার বন্ধু। কারণ এ ভাবেই ইন্ডাস্ট্রি চলে।’
সালমান খান ও গায়ক অভিজিৎ ভট্টাচার্যের দ্বন্দ্ব বেশ পুরোনো। পাকিস্তানি শিল্পীদের সুযোগ দেন বলে সালমানের বিরুদ্ধে একসময় ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিজিৎ। বলিউড ভাইজানের জন্য আর কোনো দিন গাইবেন না—এমন কথাও জানিয়েছিলেন তিনি। তবে এবার ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সালমানের জন্য আবার গাইতে পারেন তিনি, তবে এর জন্য দিয়েছেন এক শর্ত।
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিতের কাছে প্রশ্ন রাখা হয় সালমানের জন্য কি আর কোনো দিন গাইবেন তিনি? এই প্রশ্নের জবাবে জানান, সালমানের জন্য তিনি নিশ্চয়ই গাইবেন, যদি কিছু শর্ত মানা হয়। অভিজিতের কথায়, ‘কেন গাইব না? তবে হ্যাঁ, কোনো পাকিস্তানি শিল্পীকে ডেকে যেন ডাবিং করিয়ে না নেওয়া হয়!’
সালমান অভিনীত ‘জুড়ওয়া’ সিনেমায় অভিজিৎ ভট্টাচার্য গেয়েছিলেন ‘তান তানা তান’ গানটি। পরে সালমানের আর কোনো সিনেমায় গান করেননি তিনি। পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার সুযোগ দেন সালমান, আর এর জন্যই বলিউড ভাইজানের ওপর তাঁর ক্ষোভ জমতে থাকে।
অরিজিৎ সিংয়ের বদলে সালমান যখন রাহাত ফাতেহ আলি খানকে দিয়ে গান করান, তখনো সমালোচনা করেছিলেন অভিজিৎ।
তবে খানদের মধ্যে শাহরুখ খানই একমাত্র প্রকৃত দেশপ্রেমী—এমনটাই মনে করেন অভিজিৎ। যখন শাহরুখকে ‘অ্যান্টি ন্যাশনাল’ বলে আক্রমণ করা হয়েছিল, তখন শাহরুখের পক্ষে কথা বলেছিলেন অভিজিৎ। হিন্দি সিনেমায় একসময় শাহরুখ খানের কণ্ঠ বলা হতো গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে। দীর্ঘদিন ধরে শাহরুখের গানে এই গায়ক অনুপস্থিত।
তবে এর জন্য তিনি দায়ী করছেন ইন্ডাস্ট্রির সুরকারদের। অভিজিতের কথায়, ‘কিছু সুরকার আছেন, যাঁরা শাহরুখের সিনেমায় কাজের সুযোগ পেলেই ঠিক করে রাখেন আমাকে বাদ দেবেন বলে। তাঁরা আবার আমার বন্ধু। কারণ এ ভাবেই ইন্ডাস্ট্রি চলে।’
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৬ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৬ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৮ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৯ ঘণ্টা আগে