বিনোদন ডেস্ক
আবারও সুর চুরির অভিযোগ উঠেছে বলিউডের সংগীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে। টোকিও অলিম্পিকে বেজে উঠেছিল ইসরায়েলের জাতীয় সংগীত। আর সেখান থেকেই যেন নতুনভাবে আলোচনায় অনু মালিকের সুর চুরির ঘটনা।
আর্টিস্টিক জিমন্যাটিকসে সোনা জিতেছিলেন ইসরায়েলের জিমন্যাস্ট আরতেম দোলপিয়াত। তাঁকে পদক দেওয়ার সময়ই বাজানো হয়েছিল সে দেশের জাতীয় সংগীত। তা শুনেই চমকে ওঠেন অনেকে। এ যেন ঠিক নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘দিলজ্বলে’ সিনেমার ‘মেরা মুল্ক মেরা দেশ’ গানটি।
১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল হরি বাওয়েজা পরিচালিত ‘দিলজ্বলে’ ছবিটি। তাতে অভিনয় করেছিলেন অজয় দেবগন, সোনালি বেন্দ্রে, মধু ও অমরেশ পুরী। ছবির আটটি গানেই সুর দিয়েছিলেন অনু মালিক। এর মাঝে ‘মেরা মুল্ক মেরা দেশ’ গানের সুরটি ‘হুবহু ইসরায়েলের জাতীয় সংগীতের সুরে করা। গানের দুটি ভার্সন তৈরি হয়েছিল। একটি গেয়েছিলেন কুমার শানু ও আদিত্য নারায়ণ। আরেকটি ভার্সন গেয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ লিখেছেন, ইসরায়েলের জাতীয় সংগীতকেও বাদ দেননি অনু মালিক। তা দিয়ে ১৯৯৬ সালে গানও বানিয়ে ফেলেছিলেন! ভারতীয়রা এত দিন পর এসে আবিষ্কার করল সুর চুরির ঘটনা।
অনু মালিকের বিরুদ্ধে চুরির অভিযোগ অবশ্য এই প্রথম নয়। এর আগে একাধিক ইংরেজি, পাকিস্তানি ও বাংলাদেশি গানের সুর নকল করেছেন অনু মালিক। বাংলাদেশের ‘মাইলস’ ব্যান্ডের গানের সুরও কপি করেছিলেন তিনি।
শুনুন ‘মেরা মুল্ক মেরা দেশ’ গান:
আবারও সুর চুরির অভিযোগ উঠেছে বলিউডের সংগীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে। টোকিও অলিম্পিকে বেজে উঠেছিল ইসরায়েলের জাতীয় সংগীত। আর সেখান থেকেই যেন নতুনভাবে আলোচনায় অনু মালিকের সুর চুরির ঘটনা।
আর্টিস্টিক জিমন্যাটিকসে সোনা জিতেছিলেন ইসরায়েলের জিমন্যাস্ট আরতেম দোলপিয়াত। তাঁকে পদক দেওয়ার সময়ই বাজানো হয়েছিল সে দেশের জাতীয় সংগীত। তা শুনেই চমকে ওঠেন অনেকে। এ যেন ঠিক নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘দিলজ্বলে’ সিনেমার ‘মেরা মুল্ক মেরা দেশ’ গানটি।
১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল হরি বাওয়েজা পরিচালিত ‘দিলজ্বলে’ ছবিটি। তাতে অভিনয় করেছিলেন অজয় দেবগন, সোনালি বেন্দ্রে, মধু ও অমরেশ পুরী। ছবির আটটি গানেই সুর দিয়েছিলেন অনু মালিক। এর মাঝে ‘মেরা মুল্ক মেরা দেশ’ গানের সুরটি ‘হুবহু ইসরায়েলের জাতীয় সংগীতের সুরে করা। গানের দুটি ভার্সন তৈরি হয়েছিল। একটি গেয়েছিলেন কুমার শানু ও আদিত্য নারায়ণ। আরেকটি ভার্সন গেয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ লিখেছেন, ইসরায়েলের জাতীয় সংগীতকেও বাদ দেননি অনু মালিক। তা দিয়ে ১৯৯৬ সালে গানও বানিয়ে ফেলেছিলেন! ভারতীয়রা এত দিন পর এসে আবিষ্কার করল সুর চুরির ঘটনা।
অনু মালিকের বিরুদ্ধে চুরির অভিযোগ অবশ্য এই প্রথম নয়। এর আগে একাধিক ইংরেজি, পাকিস্তানি ও বাংলাদেশি গানের সুর নকল করেছেন অনু মালিক। বাংলাদেশের ‘মাইলস’ ব্যান্ডের গানের সুরও কপি করেছিলেন তিনি।
শুনুন ‘মেরা মুল্ক মেরা দেশ’ গান:
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৯ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৯ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
১১ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
১২ ঘণ্টা আগে