বিনোদন ডেস্ক
কিংবদন্তি অভিনেতা ইরফান খান পৃথিবী ছেড়ে চলে গেছেন বছর তিনেক আগে। তার পরও এখনো তিনি তাঁর ভক্তদের চোখে যেন জীবন্ত। মৃত্যুর তিন বছর পর আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন ইরফান। অভিনেতার তৃতীয় মৃত্যুবার্ষিকীর আগে আগামী ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইরফান অভিনীত শেষ সিনেমা ‘সংস অব স্করপিয়ন্স’। আজ বুধবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার।
অনুপ সিং নির্মিত সিনেমাটির ১ মিনিট ৪৯ সেকেন্ডের ট্রেলারে নিজের অভিনয়ের জাদু দেখিয়েছেন এই অভিনেতা। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে রাজস্থানের আদিবাসী বিচ্ছু শিল্পীদের ঘিরে। কেউ স্করপিয়ন বা বিচ্ছুর কামড়ে আহত হলে তাকে গান গেয়ে সুস্থ করে তোলা যাদের কাজ। তবে গল্পের চূড়ান্ত গন্তব্য গিয়ে ঠেকেছে প্রতিশোধে।
২০১৭ সালে সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল ‘দ্য সং অব স্করপিয়নস’। সেখানে সমালোচকদের বেশ প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটি।
সিনেমাটিতে ইরফান খানের সঙ্গে আরও অভিনয় করেছেন ইরানি অভিনেত্রী গোলশিফতে ফারাহানি, ভারতের নন্দিত অভিনেত্রী ওয়াহিদা রেহমান, শশনাক আরোরা, কৃতিকা পান্ডে প্রমুখ।
উল্লেখ্য, ইরফান খানকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ২০২০ সালে মুক্তি পাওয়া হোমি আদজানিয়া পরিচালিত ‘আংরেজি মিডিয়াম’ সিনেমায়। এতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি।
২০১৮ সালে তিনি নিউরো এন্ডোক্রিন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসা নেন। কিন্তু পুনরায় মলাশয়ের ক্যানসারের জটিলতায় তিনি ২০২০ সালের ২৯ এপ্রিল ৫৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
কিংবদন্তি অভিনেতা ইরফান খান পৃথিবী ছেড়ে চলে গেছেন বছর তিনেক আগে। তার পরও এখনো তিনি তাঁর ভক্তদের চোখে যেন জীবন্ত। মৃত্যুর তিন বছর পর আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন ইরফান। অভিনেতার তৃতীয় মৃত্যুবার্ষিকীর আগে আগামী ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইরফান অভিনীত শেষ সিনেমা ‘সংস অব স্করপিয়ন্স’। আজ বুধবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার।
অনুপ সিং নির্মিত সিনেমাটির ১ মিনিট ৪৯ সেকেন্ডের ট্রেলারে নিজের অভিনয়ের জাদু দেখিয়েছেন এই অভিনেতা। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে রাজস্থানের আদিবাসী বিচ্ছু শিল্পীদের ঘিরে। কেউ স্করপিয়ন বা বিচ্ছুর কামড়ে আহত হলে তাকে গান গেয়ে সুস্থ করে তোলা যাদের কাজ। তবে গল্পের চূড়ান্ত গন্তব্য গিয়ে ঠেকেছে প্রতিশোধে।
২০১৭ সালে সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল ‘দ্য সং অব স্করপিয়নস’। সেখানে সমালোচকদের বেশ প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটি।
সিনেমাটিতে ইরফান খানের সঙ্গে আরও অভিনয় করেছেন ইরানি অভিনেত্রী গোলশিফতে ফারাহানি, ভারতের নন্দিত অভিনেত্রী ওয়াহিদা রেহমান, শশনাক আরোরা, কৃতিকা পান্ডে প্রমুখ।
উল্লেখ্য, ইরফান খানকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ২০২০ সালে মুক্তি পাওয়া হোমি আদজানিয়া পরিচালিত ‘আংরেজি মিডিয়াম’ সিনেমায়। এতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি।
২০১৮ সালে তিনি নিউরো এন্ডোক্রিন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসা নেন। কিন্তু পুনরায় মলাশয়ের ক্যানসারের জটিলতায় তিনি ২০২০ সালের ২৯ এপ্রিল ৫৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৯ মিনিট আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
১০ মিনিট আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
২ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৩ ঘণ্টা আগে