বিনোদন ডেস্ক
জেল থেকে দেওয়া সাক্ষাৎকারে লরেন্স বিষ্ণই জানিয়েছিলেন সালমান খান তাদের রাজস্থানের মন্দিরে গিয়ে ক্ষমা চাইলে মৃত্যুর হুমকি তুলে নেবেন। তবে এবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি গ্যাংস্টার গোল্ডি ব্রার-এর দাবি, সালমানকে হত্যা করা হবেই।
সাক্ষাৎকারে গোল্ডি ব্রার জানিয়েছেন, সালমান খান তাদের হত্যা তালিকায় আছেন।
গোল্ডি ব্রার জানান, ‘আমরা সালমানকে হত্যা করব, আমরা তাকে মারবই মারব।’ তিনি আরও বলেন, ‘আমরা আগেও বলেছি, শুধু সালমান খান নন, আমরা আমাদের সব শত্রুকে এভাবেই শেষ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। সালমান খান যে বর্তমানে আমাদের টার্গেট এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আমরা সফল হলে তো জানতেই পারবেন।’
গোল্ডি ব্রারই গত বছরের মে মাসে পাঞ্জাবি গায়ক-রাজনীতিবিদ সিধু মুসেওয়ালার হত্যার পেছনে ছিলেন।
গত বছরের জুন মাস থেকে সক্রিয় হয়ে উঠেছে বিষ্ণই সম্প্রদায়। সালমানকে ও তাঁর বাবা সেলিম খানকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়। চলতি বছরের মার্চ মাসে মুম্বাই পুলিশের কাছে সালমান খানকে হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়। একই পথে হাঁটলেন পলাতক গ্যাংস্টার গোল্ডি ব্রার।
২০১৮ সাল থেকেই সালমান খানকে হত্যার পরিকল্পনা করে আসছেন বিষ্ণই। সেই সময়ে খুনের হুমকির অভিযোগে তার এক সহযোগীকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। মাঝে পাঞ্জাব পুলিশের মহাপরিচালক জানান, লরেন্স বিষ্ণইয়ের সহযোগীরা মুম্বাইয়ে সালমান খানের বাড়ির আশপাশের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিল। সালমানের পনভেলের ফার্মহাউজে ঢোকার মুখেও তাঁকে হত্যার ছক কষেছিলেন লরেন্স।
নিরামিষভোজী বিষ্ণইদের কাছে গাছ কাটা ও প্রাণী হত্যা মহাপাপ। ১৯৯৮ সালের অক্টোবরে এই সম্প্রদায়ের মানুষ সালমান খানসহ একটি শুটিং ইউনিটের আরও কজনের বিরুদ্ধে দুটি কৃষ্ণসার হরিণ, যা চিংকার নামেও পরিচিত, হত্যার অভিযোগে মামলা করেছিল।
জেল থেকে দেওয়া সাক্ষাৎকারে লরেন্স বিষ্ণই জানিয়েছিলেন সালমান খান তাদের রাজস্থানের মন্দিরে গিয়ে ক্ষমা চাইলে মৃত্যুর হুমকি তুলে নেবেন। তবে এবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি গ্যাংস্টার গোল্ডি ব্রার-এর দাবি, সালমানকে হত্যা করা হবেই।
সাক্ষাৎকারে গোল্ডি ব্রার জানিয়েছেন, সালমান খান তাদের হত্যা তালিকায় আছেন।
গোল্ডি ব্রার জানান, ‘আমরা সালমানকে হত্যা করব, আমরা তাকে মারবই মারব।’ তিনি আরও বলেন, ‘আমরা আগেও বলেছি, শুধু সালমান খান নন, আমরা আমাদের সব শত্রুকে এভাবেই শেষ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। সালমান খান যে বর্তমানে আমাদের টার্গেট এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আমরা সফল হলে তো জানতেই পারবেন।’
গোল্ডি ব্রারই গত বছরের মে মাসে পাঞ্জাবি গায়ক-রাজনীতিবিদ সিধু মুসেওয়ালার হত্যার পেছনে ছিলেন।
গত বছরের জুন মাস থেকে সক্রিয় হয়ে উঠেছে বিষ্ণই সম্প্রদায়। সালমানকে ও তাঁর বাবা সেলিম খানকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়। চলতি বছরের মার্চ মাসে মুম্বাই পুলিশের কাছে সালমান খানকে হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়। একই পথে হাঁটলেন পলাতক গ্যাংস্টার গোল্ডি ব্রার।
২০১৮ সাল থেকেই সালমান খানকে হত্যার পরিকল্পনা করে আসছেন বিষ্ণই। সেই সময়ে খুনের হুমকির অভিযোগে তার এক সহযোগীকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। মাঝে পাঞ্জাব পুলিশের মহাপরিচালক জানান, লরেন্স বিষ্ণইয়ের সহযোগীরা মুম্বাইয়ে সালমান খানের বাড়ির আশপাশের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিল। সালমানের পনভেলের ফার্মহাউজে ঢোকার মুখেও তাঁকে হত্যার ছক কষেছিলেন লরেন্স।
নিরামিষভোজী বিষ্ণইদের কাছে গাছ কাটা ও প্রাণী হত্যা মহাপাপ। ১৯৯৮ সালের অক্টোবরে এই সম্প্রদায়ের মানুষ সালমান খানসহ একটি শুটিং ইউনিটের আরও কজনের বিরুদ্ধে দুটি কৃষ্ণসার হরিণ, যা চিংকার নামেও পরিচিত, হত্যার অভিযোগে মামলা করেছিল।
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
৪ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
৭ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
৭ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
১১ ঘণ্টা আগে