বিনোদন ডেস্ক
ইতালির বিশ্বখ্যাত চিত্রকর আমেদেও মোদিগ্লিয়ানির জীবনের নানান উল্লেখযোগ্য ঘটনা নিয়ে সিনেমা তৈরি করছেন হলিউড অভিনেতা জনি ডেপ। এবার জানা গেল ‘মোদি’ শিরোনামের সিনেমাটি অভিনয় করবেন আল পাচিনো। ফরাসি চিত্রকর মরিস উট্রিলোর চরিত্রে দেখা যাবে তাঁকে। হলিউড রিপোর্ট জানিয়েছে চিত্রকর আমেদেও মোদিগ্লিয়ানির জীবনের ব্যর্থতা-হতাশা এবং সংকট জয়ের গল্প নিয়েই সিনেমাটি নির্মিত হবে। ‘মোদি’ নির্মাণের মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর সিনেমা পরিচালনায় ফিরছেন জনি ডেপ।
আল পাচিনো ছাড়াও সিনেমাটি আরও অভিনয় করবেন–রিচার্দো স্ক্যামারসিও এবং পিয়েরে নিনে। ডেনিস ম্যাকইনটায়ারের নাটক ‘মোদিগ্লিয়ানি’ অবলম্বনে তৈরি করা হচ্ছে সিনেমাটি। এর গল্প লিখেছেন চিত্রনাট্যকার জের্জি ও মেরি ক্রোমোলস্কি।
৪৮ ঘণ্টার ঘটনা নিয়ে তৈরি করা হচ্ছে সিনেমাটি। পুলিশের কাছ থেকে পালানোর সময় মোদিগ্লিয়ানির ইচ্ছা হয় তাঁর ক্যারিয়ার শেষ করে দেওয়ার এবং ভবঘুরে ফরাসি চিত্রকর মরিস উট্রিলো, বেলারুশিয়ান বংশোদ্ভূত চেইম সাউটিন এবং প্রেমিকা বিট্রিস হেস্টিংস-এর সঙ্গে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার। মোদিগ্লিয়ানি তাঁর পোলিশ আর্ট ডিলার ও বন্ধু লিওপোল্ডের কাছে যান পরামর্শ নিতে। বিশৃঙ্খলা চরমে পৌঁছে যায় যখন তিনি একজন চিত্র সংগ্রাহকের মুখোমুখি হন যিনি তাঁর জীবন পরিবর্তন করতে পারেন।
সিনেমাটির শুটিং শুরু হবে চলতি বছরের মাঝামাঝি সময়ে বুদাপেস্টে। ডেপের ইউরোপিয়ান প্রোডাকশন কোম্পানি এবং প্রযোজক ব্যারি নাভিদি ছবিটির প্রযোজনার দায়িত্বে থাকছে।
ইতালির বিশ্বখ্যাত চিত্রকর আমেদেও মোদিগ্লিয়ানির জীবনের নানান উল্লেখযোগ্য ঘটনা নিয়ে সিনেমা তৈরি করছেন হলিউড অভিনেতা জনি ডেপ। এবার জানা গেল ‘মোদি’ শিরোনামের সিনেমাটি অভিনয় করবেন আল পাচিনো। ফরাসি চিত্রকর মরিস উট্রিলোর চরিত্রে দেখা যাবে তাঁকে। হলিউড রিপোর্ট জানিয়েছে চিত্রকর আমেদেও মোদিগ্লিয়ানির জীবনের ব্যর্থতা-হতাশা এবং সংকট জয়ের গল্প নিয়েই সিনেমাটি নির্মিত হবে। ‘মোদি’ নির্মাণের মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর সিনেমা পরিচালনায় ফিরছেন জনি ডেপ।
আল পাচিনো ছাড়াও সিনেমাটি আরও অভিনয় করবেন–রিচার্দো স্ক্যামারসিও এবং পিয়েরে নিনে। ডেনিস ম্যাকইনটায়ারের নাটক ‘মোদিগ্লিয়ানি’ অবলম্বনে তৈরি করা হচ্ছে সিনেমাটি। এর গল্প লিখেছেন চিত্রনাট্যকার জের্জি ও মেরি ক্রোমোলস্কি।
৪৮ ঘণ্টার ঘটনা নিয়ে তৈরি করা হচ্ছে সিনেমাটি। পুলিশের কাছ থেকে পালানোর সময় মোদিগ্লিয়ানির ইচ্ছা হয় তাঁর ক্যারিয়ার শেষ করে দেওয়ার এবং ভবঘুরে ফরাসি চিত্রকর মরিস উট্রিলো, বেলারুশিয়ান বংশোদ্ভূত চেইম সাউটিন এবং প্রেমিকা বিট্রিস হেস্টিংস-এর সঙ্গে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার। মোদিগ্লিয়ানি তাঁর পোলিশ আর্ট ডিলার ও বন্ধু লিওপোল্ডের কাছে যান পরামর্শ নিতে। বিশৃঙ্খলা চরমে পৌঁছে যায় যখন তিনি একজন চিত্র সংগ্রাহকের মুখোমুখি হন যিনি তাঁর জীবন পরিবর্তন করতে পারেন।
সিনেমাটির শুটিং শুরু হবে চলতি বছরের মাঝামাঝি সময়ে বুদাপেস্টে। ডেপের ইউরোপিয়ান প্রোডাকশন কোম্পানি এবং প্রযোজক ব্যারি নাভিদি ছবিটির প্রযোজনার দায়িত্বে থাকছে।
গত বছর এপ্রিলে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি’র অংশ হিসেবে সুব্রত সরকার ও অভিনেতা মনোজ প্রামাণিক নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘হইতে সুরমা’।
৫ ঘণ্টা আগেভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
১৩ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
১৭ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
১৭ ঘণ্টা আগে