বিনোদন ডেস্ক
উপমহাদেশের সুরসম্রাজ্ঞী খ্যাত লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা ফের জটিল আকার নিয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ফের তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
গত সপ্তাহেই ভেন্টিলেশন থেকে বের করা হয়েছিল লতাকে। তাই হঠাৎ এই খবর সামনে আসতেই উদ্বেগ জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। সবার কপালেই চিন্তার ভাঁজ।
গত জানুয়ারির শুরুতে করোনা পজিটিভ আসে লতার। এরপর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ৯ জানুয়ারি থেকে সেখানেই আছেন তিনি। মাঝে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতির আভাস পাওয়া গিয়েছিল।
এদিকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তাঁদের। এখনো আইসিইউতে আছেন তিনি। বিশিষ্ট চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন। তিনি দ্রুত সেরে উঠবেন বলেই প্রত্যাশা পরিবারের সদস্যদের।
লতা মঙ্গেশকর সম্পর্কিত আরও পড়ুন:
উপমহাদেশের সুরসম্রাজ্ঞী খ্যাত লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা ফের জটিল আকার নিয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ফের তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
গত সপ্তাহেই ভেন্টিলেশন থেকে বের করা হয়েছিল লতাকে। তাই হঠাৎ এই খবর সামনে আসতেই উদ্বেগ জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। সবার কপালেই চিন্তার ভাঁজ।
গত জানুয়ারির শুরুতে করোনা পজিটিভ আসে লতার। এরপর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ৯ জানুয়ারি থেকে সেখানেই আছেন তিনি। মাঝে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতির আভাস পাওয়া গিয়েছিল।
এদিকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তাঁদের। এখনো আইসিইউতে আছেন তিনি। বিশিষ্ট চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন। তিনি দ্রুত সেরে উঠবেন বলেই প্রত্যাশা পরিবারের সদস্যদের।
লতা মঙ্গেশকর সম্পর্কিত আরও পড়ুন:
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৯ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৯ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
১১ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
১২ ঘণ্টা আগে