বিনোদন ডেস্ক
ভারতের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে দেশটির লোকসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ‘মোদি’ পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে ২০১৯ সালের মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে গতকাল শুক্রবার তাঁকে অযোগ্য ঘোষণা করে লোকসভা সচিবালয়। এ ঘটনায় উত্তাল ভারতের রাজনীতি। রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার ঘটনায় টুইটারে ক্ষোভ প্রকাশ করছেন বলিউড অভিনেত্রী ও রাজনৈতিক কর্মী স্বরা ভাস্কর।
গতকাল টুইটারে স্বরা লিখেছেন, ‘যাকে পাপ্পু বলে ডাকা হয়, তাঁকেই এখন ভয় পেয়েছ। রাহুল গান্ধীর জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার ফলে ২০২৪-এর লোকসভা ভোটের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। লোকসভা ভোটে যাতে রাহুল লড়তে না পারেন, তাই এই ব্যবস্থা। আমি নিশ্চিত, রাহুলের প্রত্যাবর্তন আরও বড় আকারে হবে।”
লোকসভা সচিবালয় থেকে গতকাল শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় সংবিধানের ১০২ (১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-এর ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের লোকসভার সদস্যপদ খারিজ করা হলো। মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার দিন অর্থাৎ ২৩ মার্চ, ২০২৩ থেকে তিনি আর এমপি নন।
এর আগে গত বৃহস্পতিবার ২০১৯ সালের মানহানি মামলায় দোষী সাব্যস্ত করে রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেন গুজরাটের সুরাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) এইচ এইচ ভার্মা। কারাদণ্ড ঘোষণার পর এক আবেদনের পরিপ্রেক্ষিতে রাহুলের জামিন মঞ্জুর করেন আদালত। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার জন্য তাঁকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময় পর্যন্ত জামিনে থাকবেন রাহুল।
আরও পড়ুন:
ভারতের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে দেশটির লোকসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ‘মোদি’ পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে ২০১৯ সালের মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে গতকাল শুক্রবার তাঁকে অযোগ্য ঘোষণা করে লোকসভা সচিবালয়। এ ঘটনায় উত্তাল ভারতের রাজনীতি। রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার ঘটনায় টুইটারে ক্ষোভ প্রকাশ করছেন বলিউড অভিনেত্রী ও রাজনৈতিক কর্মী স্বরা ভাস্কর।
গতকাল টুইটারে স্বরা লিখেছেন, ‘যাকে পাপ্পু বলে ডাকা হয়, তাঁকেই এখন ভয় পেয়েছ। রাহুল গান্ধীর জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার ফলে ২০২৪-এর লোকসভা ভোটের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। লোকসভা ভোটে যাতে রাহুল লড়তে না পারেন, তাই এই ব্যবস্থা। আমি নিশ্চিত, রাহুলের প্রত্যাবর্তন আরও বড় আকারে হবে।”
লোকসভা সচিবালয় থেকে গতকাল শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় সংবিধানের ১০২ (১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-এর ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের লোকসভার সদস্যপদ খারিজ করা হলো। মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার দিন অর্থাৎ ২৩ মার্চ, ২০২৩ থেকে তিনি আর এমপি নন।
এর আগে গত বৃহস্পতিবার ২০১৯ সালের মানহানি মামলায় দোষী সাব্যস্ত করে রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেন গুজরাটের সুরাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) এইচ এইচ ভার্মা। কারাদণ্ড ঘোষণার পর এক আবেদনের পরিপ্রেক্ষিতে রাহুলের জামিন মঞ্জুর করেন আদালত। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার জন্য তাঁকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময় পর্যন্ত জামিনে থাকবেন রাহুল।
আরও পড়ুন:
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৩ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৩ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৪ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৬ ঘণ্টা আগে