বিনোদন ডেস্ক
ঢাকা: মারা গেলেন ভারতের কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং। থেমে গেলো তাঁর জীবনের ‘দৌড়’! বেশ কিছুদিন ধরেই বেশ অসুস্থ ছিলেন তিনি। কোভিড পরবর্তী সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই তিনি মারা যান। ‘ফ্লায়িং শিখ’-এর মৃত্যুতে গভীর শোকের ছায়া ক্রীড়ামহল থেকে শুরু করে বিনোদন জগতেও। এই কিংবন্তি অ্যাথলেটের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে শাহরুখ খান,অক্ষয় কুমার কিংবা প্রিয়াঙ্কা চোপড়ারা।
মিলখা সিং-এর মৃত্যুতে শোকস্তব্ধ ভারত, তবে এই ক্ষতিটা ফারহান আখতারের কাছে একটু বেশি। কিংবদন্তি ভারতীয় দৌড়বিদের মৃত্যুতে ভেঙে পড়েছেন পর্দার মিলখা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলখা সিংয়ের উদ্দেশে হৃদয় নিংড়ানো বার্তা দিয়েছেন ‘ভাগ মিলখা ভাগ’ তারকা।
শনিবার সকালে ইনস্টাগ্রামের দেওয়ালে মিলখা সিংয়ের জন্য খোলা চিঠি লিখলেন ফারহান।
ফারহান লিখেছেন-
প্রিয় মিলখাজি,
আমার হৃদয়ের একটা অংশ এখনও এটা বিশ্বাস করতে রাজি নয় যে আপনি নেই। হয়ত ওটা বড় জেদী, যেটা হয়ত আপনার থেকেই আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এটা আমার মনের সেই অংশটা যা কোনও লক্ষ্য স্থির করলে হাল ছাড়ে না। সত্যিটা হল আপনি সবসময় বেঁচে থাকবেন। কারণ আপনি শুধু একজন বড় মনের, বড় মাপের মাটির মানুষ নন, তার চেয়েও বেশি কিছু। আপনি একটা স্বপ্ন, আপনি একটা ভাবনা.. আপনি সেই বিশ্বাস যা প্রমাণ করে কঠিন অধ্যাবসায় থাকলে মানুষ আকাশও ছুঁতে পারে।
আপনি আমাদের সকলের জীবনকে ছুঁয়ে গেছেন। যাঁরা আপনাকে নিজেদের বাবা কিংবা বন্ধু হিসাবে পেয়েছে, বিশ্বাস করুন সেটা তাঁদের জীবনের সবচেয়ে বড় আর্শীবাদ। যাঁরা পায়নি, তাঁদের কাছে আপনার গল্পটাই অনুপ্রেরণা, সাফল্যের মধ্যেও মানবতার জয়গান তো আপনার জীবন-কাহিনি। আমার হৃদয়ের সবটুকু দিয়ে আপনাকে ভালোবাসি…’
রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত মিলখা সিংয়ের বায়োপিক ‘ভাগ মিলখা ভাগ’-এ নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ফারহান। দীর্ঘ সময় এই কিংবদন্তির সান্নিধ্যে কাটানোর সুযোগ পেয়েছেন এই বলিউড অভিনেতা, পরিচালক। ‘রক অন’ অভিনেতা ফারহানের ক্যারিয়ারের প্রথম হিট ছবি হলেও ‘ভাগ মিলখা ভাগ’ তাঁর ক্যারিয়ারকে অন্যমাত্রা দিয়েছিল। দর্শক, সমালোচক সকলের মতেই এই ছবিতে ফারহান হয়ে উঠেছিলেন সত্যিকার মিলখা।
মিলখা সিং নিজেও ফারহান আখতারের পারফরম্যান্সে অভিভূত হয়েছিলেন। জানিয়েছিলেন- ‘আমি ঠিক যেমনটা নিজেকে পর্দায় দেখতে চেয়েছিলাম… তেমনটাই দেখলাম। এর পুরো ক্রেডিট পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরার। ফারহানের মধ্যে উনি আমায় খুঁজে পেয়েছেন, সেটাই সবচেয়ে বড় কথা।’
ঢাকা: মারা গেলেন ভারতের কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং। থেমে গেলো তাঁর জীবনের ‘দৌড়’! বেশ কিছুদিন ধরেই বেশ অসুস্থ ছিলেন তিনি। কোভিড পরবর্তী সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই তিনি মারা যান। ‘ফ্লায়িং শিখ’-এর মৃত্যুতে গভীর শোকের ছায়া ক্রীড়ামহল থেকে শুরু করে বিনোদন জগতেও। এই কিংবন্তি অ্যাথলেটের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে শাহরুখ খান,অক্ষয় কুমার কিংবা প্রিয়াঙ্কা চোপড়ারা।
মিলখা সিং-এর মৃত্যুতে শোকস্তব্ধ ভারত, তবে এই ক্ষতিটা ফারহান আখতারের কাছে একটু বেশি। কিংবদন্তি ভারতীয় দৌড়বিদের মৃত্যুতে ভেঙে পড়েছেন পর্দার মিলখা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলখা সিংয়ের উদ্দেশে হৃদয় নিংড়ানো বার্তা দিয়েছেন ‘ভাগ মিলখা ভাগ’ তারকা।
শনিবার সকালে ইনস্টাগ্রামের দেওয়ালে মিলখা সিংয়ের জন্য খোলা চিঠি লিখলেন ফারহান।
ফারহান লিখেছেন-
প্রিয় মিলখাজি,
আমার হৃদয়ের একটা অংশ এখনও এটা বিশ্বাস করতে রাজি নয় যে আপনি নেই। হয়ত ওটা বড় জেদী, যেটা হয়ত আপনার থেকেই আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এটা আমার মনের সেই অংশটা যা কোনও লক্ষ্য স্থির করলে হাল ছাড়ে না। সত্যিটা হল আপনি সবসময় বেঁচে থাকবেন। কারণ আপনি শুধু একজন বড় মনের, বড় মাপের মাটির মানুষ নন, তার চেয়েও বেশি কিছু। আপনি একটা স্বপ্ন, আপনি একটা ভাবনা.. আপনি সেই বিশ্বাস যা প্রমাণ করে কঠিন অধ্যাবসায় থাকলে মানুষ আকাশও ছুঁতে পারে।
আপনি আমাদের সকলের জীবনকে ছুঁয়ে গেছেন। যাঁরা আপনাকে নিজেদের বাবা কিংবা বন্ধু হিসাবে পেয়েছে, বিশ্বাস করুন সেটা তাঁদের জীবনের সবচেয়ে বড় আর্শীবাদ। যাঁরা পায়নি, তাঁদের কাছে আপনার গল্পটাই অনুপ্রেরণা, সাফল্যের মধ্যেও মানবতার জয়গান তো আপনার জীবন-কাহিনি। আমার হৃদয়ের সবটুকু দিয়ে আপনাকে ভালোবাসি…’
রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত মিলখা সিংয়ের বায়োপিক ‘ভাগ মিলখা ভাগ’-এ নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ফারহান। দীর্ঘ সময় এই কিংবদন্তির সান্নিধ্যে কাটানোর সুযোগ পেয়েছেন এই বলিউড অভিনেতা, পরিচালক। ‘রক অন’ অভিনেতা ফারহানের ক্যারিয়ারের প্রথম হিট ছবি হলেও ‘ভাগ মিলখা ভাগ’ তাঁর ক্যারিয়ারকে অন্যমাত্রা দিয়েছিল। দর্শক, সমালোচক সকলের মতেই এই ছবিতে ফারহান হয়ে উঠেছিলেন সত্যিকার মিলখা।
মিলখা সিং নিজেও ফারহান আখতারের পারফরম্যান্সে অভিভূত হয়েছিলেন। জানিয়েছিলেন- ‘আমি ঠিক যেমনটা নিজেকে পর্দায় দেখতে চেয়েছিলাম… তেমনটাই দেখলাম। এর পুরো ক্রেডিট পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরার। ফারহানের মধ্যে উনি আমায় খুঁজে পেয়েছেন, সেটাই সবচেয়ে বড় কথা।’
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৩ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৩ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৫ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৬ ঘণ্টা আগে