বিনোদন ডেস্ক
ক্রিস রককে চড় মেরেছিলেন উইল স্মিথ। আর ঘটনাটি ঘটেছিল ৯৪ তম অস্কার অনুষ্ঠানের মঞ্চে। পুরো দুনিয়া এ নিয়ে হই হই করে উঠল। কেউ ক্রিস রকের পক্ষে তো কেউ উইল স্মিথের পক্ষে। কিন্তু এত আলোচনার মধ্যেও মুখে কুলুপ এঁটে ছিলেন এবারের অস্কারজয়ী অভিনেতা। অবশেষে ক্রিস রকের কাছে ক্ষমা চাইলেন হলিউডের দাপুটে এই অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন উইল স্মিথ। সেখানে তিনি অস্কার মঞ্চে হওয়া সেই চড়কাণ্ড নিয়ে ক্রিস রকের কাছে ক্ষমা চেয়েছেন।
বিনোদন সংবাদমাধ্যম হলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়, ওই ভিডিওতে উইল স্মিথ বলেছেন, তিনি ক্রিস রকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু ক্রিস জানিয়েছেন, তিনি এখনো কথা বলার জন্য প্রস্তুত নন। শুধু তাই নয়, তিনি ক্রিসের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন এবং একাডেমি অ্যাওয়ার্ডস নমিনি ও নিজ পরিবারের কাছেও ক্ষমা চেয়েছেন।
চলতি বছরের মার্চে অস্কার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে ক্রিস রক হাজির হয়েছিলেন পুরস্কার ঘোষণার জন্য। উইল স্মিথের নাম ঘোষণার সময় তিনি মার্কিন এই অভিনেতার স্ত্রী জাডা স্মিথের মাথায় চুল না থাকা নিয়ে রসিকতা করেছিলেন এই কমেডিয়ান। এই রসিকতা দাপুটে এই অভিনেতার পছন্দ হয়নি। এতে এতটাই ক্ষেপে যান যে, ক্রিস রককে অস্কার মঞ্চেই কষে চড় মেরে বসেন হলিউড তারকা। সঙ্গে চিৎকার বলেন, ‘তোমার ওই নোংরা মুখ থেকে আমার স্ত্রীর নাম দূরে রাখো।’
এ নিয়ে এত দিন যত মাতামাতিই হোক না কেন, উইল স্মিথ একেবারে চুপ ছিলেন। অবশেষে সেই নীরবতা ভাঙল ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে। ভিডিওর শুরুতেই স্ক্রিনে লেখা ভেসে ওঠে যার মূল কথা হলো—মাত্র এক মিনিটের ঘটনা। এ নিয়ে গত কয়েক মাস ধরে আমি অনেক চিন্তা করেছি, ব্যক্তিগতভাবে কাজ করেছি। ক্রিসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তুমি অনেকগুলো ন্যায্য প্রশ্ন করেছ। এসবের উত্তর দিতে আমি একটু সময় নিতে চেয়েছি।’
এ বছর অস্কার জেতা এই অভিনেতা অবশ্য আগেই অস্কার কমিটি ও ক্রিসের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। অস্কার অনুষ্ঠানের কিছুদিন পরই তিনি ক্রিস রক, রিচার্ড উইলিয়ামস পরিবার ও অস্কার একাডেমিকে উদ্দেশ্য করে একটি ইনস্টাগ্রাম ভিডিও পোস্ট করেন। কিন্তু এত কিছুতেও এই প্রশ্নের মীমাংসা হয়নি যে, তিনি কেন পুরস্কার গ্রহণের সময়ই মাত্রই ঘটে যাওয়া ঘটনার জন্য ক্ষমা চাইলেন না। আজ শুক্রবার ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে উইল স্মিথ এর উত্তর দিয়েছেন এই বলে, ‘ওই সময় আমি স্থির ছিলাম না। সব কেমন ঘোলাটে লাগছিল। আমি ক্রিসের সঙ্গে যোগাযোগ করেছিলাম। জবাবে বার্তা এসেছিল, তিনি কথা বলতে প্রস্তুত নন। যখন প্রস্তুত হবেন, যোগাযোগ করবেন। ক্রিস আমি বলতে চাই, “আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার আচরণ অগ্রহণযোগ্য ছিল। তুমি যখনই প্রস্তুত হবে, তখনই কথা বলতে প্রস্তুত আমি। ”’
ক্রিস রককে চড় মেরেছিলেন উইল স্মিথ। আর ঘটনাটি ঘটেছিল ৯৪ তম অস্কার অনুষ্ঠানের মঞ্চে। পুরো দুনিয়া এ নিয়ে হই হই করে উঠল। কেউ ক্রিস রকের পক্ষে তো কেউ উইল স্মিথের পক্ষে। কিন্তু এত আলোচনার মধ্যেও মুখে কুলুপ এঁটে ছিলেন এবারের অস্কারজয়ী অভিনেতা। অবশেষে ক্রিস রকের কাছে ক্ষমা চাইলেন হলিউডের দাপুটে এই অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন উইল স্মিথ। সেখানে তিনি অস্কার মঞ্চে হওয়া সেই চড়কাণ্ড নিয়ে ক্রিস রকের কাছে ক্ষমা চেয়েছেন।
বিনোদন সংবাদমাধ্যম হলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়, ওই ভিডিওতে উইল স্মিথ বলেছেন, তিনি ক্রিস রকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু ক্রিস জানিয়েছেন, তিনি এখনো কথা বলার জন্য প্রস্তুত নন। শুধু তাই নয়, তিনি ক্রিসের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন এবং একাডেমি অ্যাওয়ার্ডস নমিনি ও নিজ পরিবারের কাছেও ক্ষমা চেয়েছেন।
চলতি বছরের মার্চে অস্কার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে ক্রিস রক হাজির হয়েছিলেন পুরস্কার ঘোষণার জন্য। উইল স্মিথের নাম ঘোষণার সময় তিনি মার্কিন এই অভিনেতার স্ত্রী জাডা স্মিথের মাথায় চুল না থাকা নিয়ে রসিকতা করেছিলেন এই কমেডিয়ান। এই রসিকতা দাপুটে এই অভিনেতার পছন্দ হয়নি। এতে এতটাই ক্ষেপে যান যে, ক্রিস রককে অস্কার মঞ্চেই কষে চড় মেরে বসেন হলিউড তারকা। সঙ্গে চিৎকার বলেন, ‘তোমার ওই নোংরা মুখ থেকে আমার স্ত্রীর নাম দূরে রাখো।’
এ নিয়ে এত দিন যত মাতামাতিই হোক না কেন, উইল স্মিথ একেবারে চুপ ছিলেন। অবশেষে সেই নীরবতা ভাঙল ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে। ভিডিওর শুরুতেই স্ক্রিনে লেখা ভেসে ওঠে যার মূল কথা হলো—মাত্র এক মিনিটের ঘটনা। এ নিয়ে গত কয়েক মাস ধরে আমি অনেক চিন্তা করেছি, ব্যক্তিগতভাবে কাজ করেছি। ক্রিসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তুমি অনেকগুলো ন্যায্য প্রশ্ন করেছ। এসবের উত্তর দিতে আমি একটু সময় নিতে চেয়েছি।’
এ বছর অস্কার জেতা এই অভিনেতা অবশ্য আগেই অস্কার কমিটি ও ক্রিসের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। অস্কার অনুষ্ঠানের কিছুদিন পরই তিনি ক্রিস রক, রিচার্ড উইলিয়ামস পরিবার ও অস্কার একাডেমিকে উদ্দেশ্য করে একটি ইনস্টাগ্রাম ভিডিও পোস্ট করেন। কিন্তু এত কিছুতেও এই প্রশ্নের মীমাংসা হয়নি যে, তিনি কেন পুরস্কার গ্রহণের সময়ই মাত্রই ঘটে যাওয়া ঘটনার জন্য ক্ষমা চাইলেন না। আজ শুক্রবার ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে উইল স্মিথ এর উত্তর দিয়েছেন এই বলে, ‘ওই সময় আমি স্থির ছিলাম না। সব কেমন ঘোলাটে লাগছিল। আমি ক্রিসের সঙ্গে যোগাযোগ করেছিলাম। জবাবে বার্তা এসেছিল, তিনি কথা বলতে প্রস্তুত নন। যখন প্রস্তুত হবেন, যোগাযোগ করবেন। ক্রিস আমি বলতে চাই, “আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার আচরণ অগ্রহণযোগ্য ছিল। তুমি যখনই প্রস্তুত হবে, তখনই কথা বলতে প্রস্তুত আমি। ”’
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৩ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৩ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৫ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৭ ঘণ্টা আগে