বিনোদন প্রতিবেদক, ঢাকা
নাট্যদল তীরন্দাজ রেপার্টরির আলোচিত নাটক ‘কণ্ঠনালীতে সূর্য’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ৭ বছর পর ঢাকার মঞ্চে ফিরছে নাটকটি। আগামী ১৫ ডিসেম্বর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকেল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় কণ্ঠনালীতে সূর্যর দুটি প্রদর্শনী হবে।
এই নাটকের কাহিনি গড়ে উঠেছে এক আগন্তুককে ঘিরে। একদিন সেই আগন্তুক এক চিকিৎসালয়ে এসে বলেন, তার কণ্ঠনালীতে সূর্য আটকে গেছে। বহুকাল ধরে তিনি তা বহন করছেন। তিনি সূর্যটি বের করতে চান বা চিরকালের জন্য হৃৎপিণ্ডে রেখে দিতে চান। এমন অদ্ভুত সমস্যার কথা আগে শোনেনি কেউ। তাই আগন্তুককে নিয়ে হাসি-তামাশা করতে থাকে চিকিৎসালয়ে আসা অন্য দুই চরিত্র মিলু ও সমীর। তবে আগন্তুক তাতে দমে না গিয়ে নিজের কণ্ঠনালীতে আটকে থাকা সূর্যের একটা ফয়সালা করতে চান।
কণ্ঠনালীতে সূর্য এত বছর মঞ্চে অনুপস্থিত থাকার কারণ জানিয়ে অভিনেতা ও নির্দেশক দীপক সুমন বলেন, ‘এই নাটকের মতোই সামগ্রিকভাবে আটকে যাওয়া সমাজের ভেতরে বন্দী আমরা। এই আটকে যাওয়া সমাজ বাস্তবতার প্রতিফলন হচ্ছে, ৭ বছর ধরে কণ্ঠনালীতে সূর্য নাটকটি মঞ্চস্থ হতে না পারা। শিল্পকলায় একটি বাহাস করতে চেয়েছিলাম। কিন্তু তার কারণে শিল্পকলায় আমাদের মঞ্চ বরাদ্দ বন্ধ করা হলো, এরপর দীর্ঘদিন ধরে হলের বরাদ্দ চেয়ে আবেদন করে গেছি। কিন্তু পাইনি। এই প্রতিকূল পরিস্থিতির ভেতরেই চেষ্টা করছি, কীভাবে সূর্যোদয় ঘটানো যায়।’
মোহিত চট্টোপাধ্যায়ের লেখা কণ্ঠনালীতে সূর্য নাটকের নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। মঞ্চসজ্জা ও আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। আগন্তুক চরিত্রে অভিনয় করবেন দীপক সুমন আর চিকিৎসক চরিত্রে কাজী তৌফিকুল ইসলাম ইমন।
নাট্যদল তীরন্দাজ রেপার্টরির আলোচিত নাটক ‘কণ্ঠনালীতে সূর্য’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ৭ বছর পর ঢাকার মঞ্চে ফিরছে নাটকটি। আগামী ১৫ ডিসেম্বর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকেল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় কণ্ঠনালীতে সূর্যর দুটি প্রদর্শনী হবে।
এই নাটকের কাহিনি গড়ে উঠেছে এক আগন্তুককে ঘিরে। একদিন সেই আগন্তুক এক চিকিৎসালয়ে এসে বলেন, তার কণ্ঠনালীতে সূর্য আটকে গেছে। বহুকাল ধরে তিনি তা বহন করছেন। তিনি সূর্যটি বের করতে চান বা চিরকালের জন্য হৃৎপিণ্ডে রেখে দিতে চান। এমন অদ্ভুত সমস্যার কথা আগে শোনেনি কেউ। তাই আগন্তুককে নিয়ে হাসি-তামাশা করতে থাকে চিকিৎসালয়ে আসা অন্য দুই চরিত্র মিলু ও সমীর। তবে আগন্তুক তাতে দমে না গিয়ে নিজের কণ্ঠনালীতে আটকে থাকা সূর্যের একটা ফয়সালা করতে চান।
কণ্ঠনালীতে সূর্য এত বছর মঞ্চে অনুপস্থিত থাকার কারণ জানিয়ে অভিনেতা ও নির্দেশক দীপক সুমন বলেন, ‘এই নাটকের মতোই সামগ্রিকভাবে আটকে যাওয়া সমাজের ভেতরে বন্দী আমরা। এই আটকে যাওয়া সমাজ বাস্তবতার প্রতিফলন হচ্ছে, ৭ বছর ধরে কণ্ঠনালীতে সূর্য নাটকটি মঞ্চস্থ হতে না পারা। শিল্পকলায় একটি বাহাস করতে চেয়েছিলাম। কিন্তু তার কারণে শিল্পকলায় আমাদের মঞ্চ বরাদ্দ বন্ধ করা হলো, এরপর দীর্ঘদিন ধরে হলের বরাদ্দ চেয়ে আবেদন করে গেছি। কিন্তু পাইনি। এই প্রতিকূল পরিস্থিতির ভেতরেই চেষ্টা করছি, কীভাবে সূর্যোদয় ঘটানো যায়।’
মোহিত চট্টোপাধ্যায়ের লেখা কণ্ঠনালীতে সূর্য নাটকের নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। মঞ্চসজ্জা ও আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। আগন্তুক চরিত্রে অভিনয় করবেন দীপক সুমন আর চিকিৎসক চরিত্রে কাজী তৌফিকুল ইসলাম ইমন।
এক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
২ ঘণ্টা আগেহাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।
২ ঘণ্টা আগেসিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১৩ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
১৩ ঘণ্টা আগে