বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রেম ও অপরাধের গল্পে নির্মাণ করা হয়েছে ওয়েব ফিকশন ‘মেয়ে’। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে ‘মেয়ে’র কাহিনি। ইতিমধ্যে প্রকাশ্যে আসা সিনেমার টিজার ও ‘ছায়ার মতো’ শিরোনামের গান প্রশংসা কুড়িয়েছে। এবার প্রকাশ্যে এসেছে ওয়েব ফিল্মটির দ্বিতীয় গান ‘আমি নিলাম করে’। গানটির কথা লিখেছেন অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু। গানটির সুর ও সংগীত মাহামুদ হায়াৎ অর্পনের, গেয়েছেন রাফি তালুকদার।
গানটির দৃশ্যায়নে দেখা গেছে অভিনেতা ক্রিস্টিয়ানো তন্ময়, মারশিয়া শাওন ও আব্দুল্লাহ আল সেন্টুকে। চার মিনিট দৈর্ঘ্যের গানটি প্রশংসা কুড়াচ্ছে।
গানটির গীতিকার ও অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু বলেন, ‘আমি ছোটবেলা থেকেই লেখালেখি করি, নিজের অবসর সময়টাকে আনন্দিত করে তোলার জন্য, নিজের অনুভূতিগুলো লেখার আকারে ডায়েরির সঙ্গে কলমের বন্ধুত্ব বা ভালোবাসার বন্ধন জাগিয়ে রাখার জন্য। ‘মেয়ে’ ওয়েব ফিল্মের জন্য এরকম একটি গান প্রয়োজন পড়লে, আমি নির্মাতা সীমান্ত সজলকে আমার লেখা গানগুলো পাঠাই। আমি নিলাম করে গানটি পছন্দ হলে, মিউজিক ডিরেক্টর মাহামুদ হায়াৎ অর্পণ ভাই এর পূর্ণতা দেন।’
অভিনয়ের পাশাপাশি ফিকশনটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন। প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টিয়ানো তন্ময়, আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন। আরও অভিনয় করেছেন মতিউর রহমান সাগর, সাইদুর রহমান বাবলু, শিখা কর্মকার, রাশেদা রাখি, সোহান আকরাম, আবুল হায়দার কাঞ্চন প্রমুখ। ওয়েব ফিল্মটির শুটিং হয়েছে কিশোরগঞ্জ জেলার ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন লোকেশনে।
প্রেম ও অপরাধের গল্পে নির্মাণ করা হয়েছে ওয়েব ফিকশন ‘মেয়ে’। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে ‘মেয়ে’র কাহিনি। ইতিমধ্যে প্রকাশ্যে আসা সিনেমার টিজার ও ‘ছায়ার মতো’ শিরোনামের গান প্রশংসা কুড়িয়েছে। এবার প্রকাশ্যে এসেছে ওয়েব ফিল্মটির দ্বিতীয় গান ‘আমি নিলাম করে’। গানটির কথা লিখেছেন অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু। গানটির সুর ও সংগীত মাহামুদ হায়াৎ অর্পনের, গেয়েছেন রাফি তালুকদার।
গানটির দৃশ্যায়নে দেখা গেছে অভিনেতা ক্রিস্টিয়ানো তন্ময়, মারশিয়া শাওন ও আব্দুল্লাহ আল সেন্টুকে। চার মিনিট দৈর্ঘ্যের গানটি প্রশংসা কুড়াচ্ছে।
গানটির গীতিকার ও অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু বলেন, ‘আমি ছোটবেলা থেকেই লেখালেখি করি, নিজের অবসর সময়টাকে আনন্দিত করে তোলার জন্য, নিজের অনুভূতিগুলো লেখার আকারে ডায়েরির সঙ্গে কলমের বন্ধুত্ব বা ভালোবাসার বন্ধন জাগিয়ে রাখার জন্য। ‘মেয়ে’ ওয়েব ফিল্মের জন্য এরকম একটি গান প্রয়োজন পড়লে, আমি নির্মাতা সীমান্ত সজলকে আমার লেখা গানগুলো পাঠাই। আমি নিলাম করে গানটি পছন্দ হলে, মিউজিক ডিরেক্টর মাহামুদ হায়াৎ অর্পণ ভাই এর পূর্ণতা দেন।’
অভিনয়ের পাশাপাশি ফিকশনটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন। প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টিয়ানো তন্ময়, আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন। আরও অভিনয় করেছেন মতিউর রহমান সাগর, সাইদুর রহমান বাবলু, শিখা কর্মকার, রাশেদা রাখি, সোহান আকরাম, আবুল হায়দার কাঞ্চন প্রমুখ। ওয়েব ফিল্মটির শুটিং হয়েছে কিশোরগঞ্জ জেলার ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন লোকেশনে।
গত বছর এপ্রিলে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি’র অংশ হিসেবে সুব্রত সরকার ও অভিনেতা মনোজ প্রামাণিক নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘হইতে সুরমা’।
৩৫ মিনিট আগেভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
৯ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
১৩ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
১৩ ঘণ্টা আগে