ফাহিম ইবনে সারওয়ার
পরিবারের গল্প, বন্ধনের গল্প। প্রতি বছর বিশ্বে লাখো মানুষ ডিমনেশিয়া নামের রোগে আক্রান্ত হন। এটা এমন একটা রোগ যার সাথে রোগী এবং তার পরিবারের প্রতিটি সদস্যকে মানিয়ে নিতে হয়। এমনই এক গল্প নিয়ে বিশ্ব মাত করতে এসেছে `দ্য ফাদার'' সিনেমাটি।
যারা পিটার সিগাল পরিচালিত ফিফটি ফার্স্ট ডেটস দেখেছেন, তাদের কাছে এই বন্ধনের গল্প চেনা লাগতে পারে। সেই সিনেমার ভিতে যদি থাকে ড্রিউ ব্যারিমুর ও অ্যাডাম স্যান্ডলারের ভালোবাসার রসায়ন, তবে দ্য ফাদারের ভিতে রয়েছে বাবা–মেয়ের ভালোবাসা। অবশ্য ফিফটি ফার্স্ট ডেটসের লুসি চরিত্রটি ছিল ক্ষণস্থায়ী স্মৃতি নিয়ে লড়াই করা একজন। আর দ্য ফাদারের কেন্দ্রে থাকা অ্যান্থনি চরিত্রটি আক্রান্ত ডিমনেশিয়ায়। ৮০ বছরের বৃদ্ধ অ্যান্থনি এই ছবির মূল চরিত্র, অর্থাৎ বাবা। অ্যান্থনি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা স্যার অ্যান্থনি হপকিন্স, যার বয়স এখন ৮৩ বছর।
গল্পের বৃদ্ধ অ্যান্থনি লন্ডনে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন। তাঁর মেয়ে অ্যানি বাবাকে এসে দেখে যায়। বাবার জন্য যতটুকু করা যায়, সে করে। অ্যানির ভূমিকায় অভিনয় করেছেন অলিভিয়া কোলম্যান।
আপাতদৃষ্টিতে সহজ স্বাভাবিক মনে হলেও পরিচালক ফ্লোরিয়ান জেলার সিনেমাটোগ্রাফির মাধ্যমে গল্পটা দেখিয়েছেন অন্যভাবে। ডিমনেশিয়া আক্রান্ত অ্যান্থনির চোখে যদি আমরা গল্পটাকে দেখি, তাহলে দেখব অ্যানি বাবাকে দেখতে আসছে। কিন্তু অ্যান্থনির জন্য প্রতিবারই সেটা নতুন কিছু। কারণ, তিনি কোনো কিছু মনে রাখতে পারছেন না। কখনো নিজের মেয়েকে অপরিচিত কোনো মানুষ মনে করছেন, নিজের অ্যাপার্টমেন্টকে বারবারই তাঁর মনে হচ্ছে নতুন কোনো বাড়ি।
আগের দিন মেয়ের সাথে কি কথা হয়েছিল, সে আর মনে করতে পারে না। অথচ অ্যান্থনির কাছে এটাই স্বাভাবিক। তার কোনো ধারণাই নেই, তার মেয়ে প্রতিনিয়ত কিসের সঙ্গে যুদ্ধ করছে।
পরিচালক জেলার প্রায় এক যুগ আগে মঞ্চনাটকের জন্য গল্পটি লিখেছিলেন। ফরাসি ভাষায় লেখা নাটকটির নাম ছিল ‘লে পিয়েরে’। ২০১২ সালে প্যারিসে প্রথম মঞ্চস্থ হয় নাটকটি। মঞ্চায়নের পর দর্শক ও সমালোচকদের অকুণ্ঠ প্রশংসা পায়। পৃথিবীর ৪৫টি দেশে নাটকটি মঞ্চস্থ হয়েছে।
জেলার গল্পটি লিখেছিলেন নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে। তিনি বড় হয়েছেন দাদির কাছে। তাঁর বয়স যখন ১৫ বছর, তখন তাঁর দাদি ডিমনেশিয়ায় আক্রান্ত হন। দাদির অভিজ্ঞতাকেই নিজের লেখার মাধ্যমে সবার সামনে তুলে ধরেন জেলার।
‘দ্য ফাদার’ ছবিটি গত বছর সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম প্রদর্শিত হয়। ৯৩তম অস্কারে ছবিটি ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে। এর মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা অভিনেতা (স্যার অ্যান্থনি হপকিন্স) এবং সেরা পার্শ্ব অভিনেত্রী (অলিভিয়া কোলম্যান), সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা সম্পাদনা।
এই ছবির জন্য স্যার অ্যান্থনি হপকিন্সের সেরা অভিনেতার পুরস্কার পাওয়ার সম্ভাবনা জোরালো। সেই সঙ্গে সেরা ছবির পুরস্কার জেতারও ভালো সম্ভাবনা রয়েছে ছবিটির।
পরিবারের গল্প, বন্ধনের গল্প। প্রতি বছর বিশ্বে লাখো মানুষ ডিমনেশিয়া নামের রোগে আক্রান্ত হন। এটা এমন একটা রোগ যার সাথে রোগী এবং তার পরিবারের প্রতিটি সদস্যকে মানিয়ে নিতে হয়। এমনই এক গল্প নিয়ে বিশ্ব মাত করতে এসেছে `দ্য ফাদার'' সিনেমাটি।
যারা পিটার সিগাল পরিচালিত ফিফটি ফার্স্ট ডেটস দেখেছেন, তাদের কাছে এই বন্ধনের গল্প চেনা লাগতে পারে। সেই সিনেমার ভিতে যদি থাকে ড্রিউ ব্যারিমুর ও অ্যাডাম স্যান্ডলারের ভালোবাসার রসায়ন, তবে দ্য ফাদারের ভিতে রয়েছে বাবা–মেয়ের ভালোবাসা। অবশ্য ফিফটি ফার্স্ট ডেটসের লুসি চরিত্রটি ছিল ক্ষণস্থায়ী স্মৃতি নিয়ে লড়াই করা একজন। আর দ্য ফাদারের কেন্দ্রে থাকা অ্যান্থনি চরিত্রটি আক্রান্ত ডিমনেশিয়ায়। ৮০ বছরের বৃদ্ধ অ্যান্থনি এই ছবির মূল চরিত্র, অর্থাৎ বাবা। অ্যান্থনি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা স্যার অ্যান্থনি হপকিন্স, যার বয়স এখন ৮৩ বছর।
গল্পের বৃদ্ধ অ্যান্থনি লন্ডনে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন। তাঁর মেয়ে অ্যানি বাবাকে এসে দেখে যায়। বাবার জন্য যতটুকু করা যায়, সে করে। অ্যানির ভূমিকায় অভিনয় করেছেন অলিভিয়া কোলম্যান।
আপাতদৃষ্টিতে সহজ স্বাভাবিক মনে হলেও পরিচালক ফ্লোরিয়ান জেলার সিনেমাটোগ্রাফির মাধ্যমে গল্পটা দেখিয়েছেন অন্যভাবে। ডিমনেশিয়া আক্রান্ত অ্যান্থনির চোখে যদি আমরা গল্পটাকে দেখি, তাহলে দেখব অ্যানি বাবাকে দেখতে আসছে। কিন্তু অ্যান্থনির জন্য প্রতিবারই সেটা নতুন কিছু। কারণ, তিনি কোনো কিছু মনে রাখতে পারছেন না। কখনো নিজের মেয়েকে অপরিচিত কোনো মানুষ মনে করছেন, নিজের অ্যাপার্টমেন্টকে বারবারই তাঁর মনে হচ্ছে নতুন কোনো বাড়ি।
আগের দিন মেয়ের সাথে কি কথা হয়েছিল, সে আর মনে করতে পারে না। অথচ অ্যান্থনির কাছে এটাই স্বাভাবিক। তার কোনো ধারণাই নেই, তার মেয়ে প্রতিনিয়ত কিসের সঙ্গে যুদ্ধ করছে।
পরিচালক জেলার প্রায় এক যুগ আগে মঞ্চনাটকের জন্য গল্পটি লিখেছিলেন। ফরাসি ভাষায় লেখা নাটকটির নাম ছিল ‘লে পিয়েরে’। ২০১২ সালে প্যারিসে প্রথম মঞ্চস্থ হয় নাটকটি। মঞ্চায়নের পর দর্শক ও সমালোচকদের অকুণ্ঠ প্রশংসা পায়। পৃথিবীর ৪৫টি দেশে নাটকটি মঞ্চস্থ হয়েছে।
জেলার গল্পটি লিখেছিলেন নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে। তিনি বড় হয়েছেন দাদির কাছে। তাঁর বয়স যখন ১৫ বছর, তখন তাঁর দাদি ডিমনেশিয়ায় আক্রান্ত হন। দাদির অভিজ্ঞতাকেই নিজের লেখার মাধ্যমে সবার সামনে তুলে ধরেন জেলার।
‘দ্য ফাদার’ ছবিটি গত বছর সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম প্রদর্শিত হয়। ৯৩তম অস্কারে ছবিটি ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে। এর মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা অভিনেতা (স্যার অ্যান্থনি হপকিন্স) এবং সেরা পার্শ্ব অভিনেত্রী (অলিভিয়া কোলম্যান), সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা সম্পাদনা।
এই ছবির জন্য স্যার অ্যান্থনি হপকিন্সের সেরা অভিনেতার পুরস্কার পাওয়ার সম্ভাবনা জোরালো। সেই সঙ্গে সেরা ছবির পুরস্কার জেতারও ভালো সম্ভাবনা রয়েছে ছবিটির।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১০ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
১০ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
১১ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
১৩ ঘণ্টা আগে