বিনোদন প্রতিবেদক, ঢাকা
মারা গেছেন বিশিষ্ট লেখক, গীতিকবি, চিত্রনাট্যকার ও নির্মাতা আহমেদ ইউসুফ সাবের। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় তিনি ধানমন্ডির নিজ বাসভবনে হার্ট অ্যাটাক করেন। এ সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহমেদ ইউসুফের স্ত্রী হাসিনা ইউসুফ। তাঁদের দুই মেয়ে চৈতি ও মিতু। চৈতি থাকেন যুক্তরাষ্ট্রে আর মিতু কানাডায়। সাবেরের দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিক ও প্রযোজক দেওয়ান হাবিব জানিয়েছেন, আগামীকাল বাদ জুমা জানাজা শেষে তাঁকে হাসপাতালের হিমঘরে রাখা হবে। মেয়েরা দেশে এলে আহমেদ ইউসুফ সাবেরকে দাফন করা হবে।
আহমেদ ইউসুফ সাবেরের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের সাংস্কৃতিক অঙ্গনে। সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, পরিচালক, গীতিকার, প্রযোজকসহ অনেকেই শোক প্রকাশ করছেন। শোক বার্তা দিয়েছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ, বাংলাদেশ গীতিকবি সংঘসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
অভিনেত্রী ডলি জহুর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এমনভাবে এক ঝটকায় চলে গেলা ভাই? কদিন আগেও কথা বললাম। কেমন আছো জানতে চাইলে বললে, ভালোই আছি। বললাম, আসব শিগগিরই। গরমটার জন্যে কোথাও যেতে ইচ্ছে করে না। আর দেখা হলো না। কী হলো এটা?’
শিল্পী মোমিন বিশ্বাস তাঁর প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘সাবের ভাই, বিশ্বাস হচ্ছে না আপনি আর নেই। অনেক দিন গান লিখেন না বলে আমার জন্য কিছুদিন আগেই নতুন একটা গান লিখে পাঠালেন! সাবের ভাই মারা গেছেন, কিন্তু মানুষের অন্তরে তিনি ঠিকই বেঁচে থাকবেন।’
আহমেদ ইউসুফ সাবেরের লেখা কয়েকটি জনপ্রিয় গান হলো, মায়াবী এই রাতে (সুমনা হক), সংগীতা চমকে গেল (এন্ড্রু কিশোর) ইত্যাদি। এ ছাড়া তিনি বহু নাটক ও সিনেমার সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনা করেছেন।
মারা গেছেন বিশিষ্ট লেখক, গীতিকবি, চিত্রনাট্যকার ও নির্মাতা আহমেদ ইউসুফ সাবের। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় তিনি ধানমন্ডির নিজ বাসভবনে হার্ট অ্যাটাক করেন। এ সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহমেদ ইউসুফের স্ত্রী হাসিনা ইউসুফ। তাঁদের দুই মেয়ে চৈতি ও মিতু। চৈতি থাকেন যুক্তরাষ্ট্রে আর মিতু কানাডায়। সাবেরের দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিক ও প্রযোজক দেওয়ান হাবিব জানিয়েছেন, আগামীকাল বাদ জুমা জানাজা শেষে তাঁকে হাসপাতালের হিমঘরে রাখা হবে। মেয়েরা দেশে এলে আহমেদ ইউসুফ সাবেরকে দাফন করা হবে।
আহমেদ ইউসুফ সাবেরের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের সাংস্কৃতিক অঙ্গনে। সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, পরিচালক, গীতিকার, প্রযোজকসহ অনেকেই শোক প্রকাশ করছেন। শোক বার্তা দিয়েছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ, বাংলাদেশ গীতিকবি সংঘসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
অভিনেত্রী ডলি জহুর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এমনভাবে এক ঝটকায় চলে গেলা ভাই? কদিন আগেও কথা বললাম। কেমন আছো জানতে চাইলে বললে, ভালোই আছি। বললাম, আসব শিগগিরই। গরমটার জন্যে কোথাও যেতে ইচ্ছে করে না। আর দেখা হলো না। কী হলো এটা?’
শিল্পী মোমিন বিশ্বাস তাঁর প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘সাবের ভাই, বিশ্বাস হচ্ছে না আপনি আর নেই। অনেক দিন গান লিখেন না বলে আমার জন্য কিছুদিন আগেই নতুন একটা গান লিখে পাঠালেন! সাবের ভাই মারা গেছেন, কিন্তু মানুষের অন্তরে তিনি ঠিকই বেঁচে থাকবেন।’
আহমেদ ইউসুফ সাবেরের লেখা কয়েকটি জনপ্রিয় গান হলো, মায়াবী এই রাতে (সুমনা হক), সংগীতা চমকে গেল (এন্ড্রু কিশোর) ইত্যাদি। এ ছাড়া তিনি বহু নাটক ও সিনেমার সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনা করেছেন।
‘বউ’ নামের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটির মহরত অনুষ্ঠানে আলাপকালে নিজের বিয়ে নিয়েও কথা বলেন ববি। জানালেন সব ছেলেরাই নাকি ভয় পায় তাঁকে।
২ মিনিট আগেএক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
৫ ঘণ্টা আগেহাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।
৫ ঘণ্টা আগেসিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১৫ ঘণ্টা আগে