বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিমানের বরফ গলল না চিত্রনায়িকা মাহিয়া মাহির। শেষ পর্যন্ত সরে গেলেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা থেকে। গত সোমবার রাতে ফেরত দিয়েছেন পারিশ্রমিক বাবদ নেওয়া ৯ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক ও নায়ক মুন্না খান। সিনেমা থেকে মাহির সরে দাঁড়ানোয় ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন প্রযোজক মুন্না খান। তিনি বলেন, ‘মাহি আপু সিনেমাটি না করার সিদ্ধান্ত জানিয়েছেন। সোমবার রাতে তিনি টাকা ফেরত দিয়েছেন। একজন পেশাদার শিল্পীর কাছ থেকে এমনটা আশা করিনি। ইতিমধ্যে সিনেমার ৭০ শতাংশ শুটিং শেষ। তিনিও এক দিন শুটিং করেছেন। এমন অবস্থায় অন্য কাউকে নিয়ে কাজ করতে গেলে আগের অনেক দৃশ্যই ফেলে দিতে হবে। ফলে প্রায় ১০ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছি।’
মাহির টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতাও। তবে মাহি কাজটি না করায় প্রযোজকের ক্ষতির বিষয়ে পুরোপুরি একমত নন মোস্তাফিজুর রহমান মানিক। মানিক বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটা করছেন না মাহি। অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। সে রাজি হয়নি। নায়িকা হিসেবে প্রযোজকের কথাটা সে নিতে পারেনি। আমি খুব করে চাইছিলাম, মাহি সিনেমাটি করুক। এখন তাকে ছাড়াই কাজটি শেষ করতে হবে। মাহি মাত্র ঘণ্টাখানেক শুটিং করেছিল। ওই দৃশ্যগুলো বাদ দিতে হবে। তাতে আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে হবে। তবে সেটা বড় কোনো ক্ষতির কারণ হওয়ার কথা নয়।’
এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও মাহির কোনো সাড়া পাওয়া যায়নি। গত ১০ অক্টোবর উত্তরায় শুরু হয় ডার্ক ওয়ার্ল্ড সিনেমার শুটিং। সে সময় গণমাধ্যমকে সাক্ষাৎকারে মুন্না খান জানান, এ সিনেমায় তাঁর প্রথম পছন্দ ছিল পরীমণি। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক যোগাযোগ করেছিলেন পরীর সঙ্গে। পরীমণি সিনেমাটি করতে অপারগতা জানালে মাহিকে চূড়ান্ত করা হয়। মুন্নার এমন মন্তব্যেই চটেছেন মাহি। অভিমান করে চলে আসেন শুটিং সেট থেকে। সিদ্ধান্ত নেন সিনেমাটি না করার।
এরপর মাহিকে ছাড়াই চলে শুটিং। ২৮ অক্টোবর পর্যন্ত শিডিউল থাকলেও নায়িকা না থাকায় ২১ তারিখ শুটিং প্যাকআপ করতে হয়। মাহিকে বারবার বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন নির্মাতা মানিক। নিজের সিদ্ধান্তে অটল থেকে শেষ পর্যন্ত টাকা ফেরত দেন মাহি।
এ বিষয়ে মুন্না খান বলেন, ‘সত্যি বলাটাই আমার জন্য কাল হলো। সিনেমা নিয়ে অনেকের সঙ্গেই কথা হতে পারে। এটা কোনো সমস্যা হতে পারে না। মাহি আপু যোগ্য বলেই তাঁকে চূড়ান্ত করা হয়েছিল।’
সিনেমাটি নিয়ে পরবর্তী পরিকল্পনা জানতে চাইলে মুন্না জানিয়েছেন, দ্রুতই মাহির জায়গায় অন্য কাউকে চূড়ান্ত করে শেষ করা হবে শুটিং। থ্রিলার ঘরানার এ সিনেমায় অভিনয় করছেন মুন্না খান, মিশা সওদাগর, দীপা খন্দকার, শিবা শানু প্রমুখ। এর আগে মিউজিক ভিডিওতে অভিনয় করলেও ডার্ক ওয়ার্ল্ড দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করছেন মুন্না খান।
অভিমানের বরফ গলল না চিত্রনায়িকা মাহিয়া মাহির। শেষ পর্যন্ত সরে গেলেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা থেকে। গত সোমবার রাতে ফেরত দিয়েছেন পারিশ্রমিক বাবদ নেওয়া ৯ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক ও নায়ক মুন্না খান। সিনেমা থেকে মাহির সরে দাঁড়ানোয় ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন প্রযোজক মুন্না খান। তিনি বলেন, ‘মাহি আপু সিনেমাটি না করার সিদ্ধান্ত জানিয়েছেন। সোমবার রাতে তিনি টাকা ফেরত দিয়েছেন। একজন পেশাদার শিল্পীর কাছ থেকে এমনটা আশা করিনি। ইতিমধ্যে সিনেমার ৭০ শতাংশ শুটিং শেষ। তিনিও এক দিন শুটিং করেছেন। এমন অবস্থায় অন্য কাউকে নিয়ে কাজ করতে গেলে আগের অনেক দৃশ্যই ফেলে দিতে হবে। ফলে প্রায় ১০ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছি।’
মাহির টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতাও। তবে মাহি কাজটি না করায় প্রযোজকের ক্ষতির বিষয়ে পুরোপুরি একমত নন মোস্তাফিজুর রহমান মানিক। মানিক বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটা করছেন না মাহি। অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। সে রাজি হয়নি। নায়িকা হিসেবে প্রযোজকের কথাটা সে নিতে পারেনি। আমি খুব করে চাইছিলাম, মাহি সিনেমাটি করুক। এখন তাকে ছাড়াই কাজটি শেষ করতে হবে। মাহি মাত্র ঘণ্টাখানেক শুটিং করেছিল। ওই দৃশ্যগুলো বাদ দিতে হবে। তাতে আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে হবে। তবে সেটা বড় কোনো ক্ষতির কারণ হওয়ার কথা নয়।’
এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও মাহির কোনো সাড়া পাওয়া যায়নি। গত ১০ অক্টোবর উত্তরায় শুরু হয় ডার্ক ওয়ার্ল্ড সিনেমার শুটিং। সে সময় গণমাধ্যমকে সাক্ষাৎকারে মুন্না খান জানান, এ সিনেমায় তাঁর প্রথম পছন্দ ছিল পরীমণি। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক যোগাযোগ করেছিলেন পরীর সঙ্গে। পরীমণি সিনেমাটি করতে অপারগতা জানালে মাহিকে চূড়ান্ত করা হয়। মুন্নার এমন মন্তব্যেই চটেছেন মাহি। অভিমান করে চলে আসেন শুটিং সেট থেকে। সিদ্ধান্ত নেন সিনেমাটি না করার।
এরপর মাহিকে ছাড়াই চলে শুটিং। ২৮ অক্টোবর পর্যন্ত শিডিউল থাকলেও নায়িকা না থাকায় ২১ তারিখ শুটিং প্যাকআপ করতে হয়। মাহিকে বারবার বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন নির্মাতা মানিক। নিজের সিদ্ধান্তে অটল থেকে শেষ পর্যন্ত টাকা ফেরত দেন মাহি।
এ বিষয়ে মুন্না খান বলেন, ‘সত্যি বলাটাই আমার জন্য কাল হলো। সিনেমা নিয়ে অনেকের সঙ্গেই কথা হতে পারে। এটা কোনো সমস্যা হতে পারে না। মাহি আপু যোগ্য বলেই তাঁকে চূড়ান্ত করা হয়েছিল।’
সিনেমাটি নিয়ে পরবর্তী পরিকল্পনা জানতে চাইলে মুন্না জানিয়েছেন, দ্রুতই মাহির জায়গায় অন্য কাউকে চূড়ান্ত করে শেষ করা হবে শুটিং। থ্রিলার ঘরানার এ সিনেমায় অভিনয় করছেন মুন্না খান, মিশা সওদাগর, দীপা খন্দকার, শিবা শানু প্রমুখ। এর আগে মিউজিক ভিডিওতে অভিনয় করলেও ডার্ক ওয়ার্ল্ড দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করছেন মুন্না খান।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১ মিনিট আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
২ মিনিট আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
২ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৩ ঘণ্টা আগে