বিনোদন ডেস্ক
কনসার্টের মঞ্চে শিল্পীকে লক্ষ্য করে পানির বোতল, ডিম, টমেটো, আবর্জনা ছুড়ে মারার ঘটনা কখনো কখনো শিরোনাম হয়। আবার ফুল ছুড়ে ভালোবাসা জানানোর ঘটনাও একেবারে বিরল নয়। এ নিয়ে শিল্পীরা বিরক্ত হন অথবা বিনিময়ে ভালোবাসা জানান।
তবে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের ঘটনাটা একটু ব্যতিক্রম। মঞ্চে কিছু ভক্তের অতি উৎসাহের যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি, সেটি মুগ্ধ করেছে নেটিজেনরা। যেখানে অরিজিৎ সিং, কানাডীয় র্যাপার ড্রেক, বেবে রেক্সা, কার্ডি বি এবং আরও অনেক শিল্পী এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হন প্রায়ই।
যুক্তরাষ্ট্রে মঞ্চে পারফর্ম করছিলেন আতিফ আসলাম। একজন উৎসাহী ভক্ত তাঁর ওপর বৃষ্টির মতো টাকার বর্ষণ শুরু করেন। তবে, গায়ক এতে মোটেও ক্ষুব্ধ হননি, বরং যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতে ইন্টারনেটে সবার মন জয় করেছেন তিনি।
ওই ভক্ত মঞ্চে টাকা ছিটানো শুরু করলে আতিফ আসলাম তাৎক্ষণিক গান বন্ধ করে দেন। এরপর সেই ভক্তকে মঞ্চে ডাকেন। তাঁকে লক্ষ্য করে আতিফ আসলাম বলেন, ‘বন্ধু, এই টাকাটা দান কর, আমার দিকে ছুড়ো না, এটা টাকার অসম্মান।’
ফাইজি নামে এক এক্স ব্যবহারকারী সেই ঘটনার ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, “‘বন্ধু আমার, এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ে ফেলো না, এটা শুধু টাকার অসম্মান।’ কত শান্তভাবে তিনি অনুরোধ করলেন এবং জাহিল (মূর্খ) পাকিস্তানিদের বার্তা দিলেন। এই জাহিলরাই এটাকে সংস্কৃতিতে পরিণত করেছে। তিনি একমাত্র অবিসংবাদিত পাকিস্তানি তারকা যাকে আপনার প্রশংসা করতেই হবে।’
ভিডিওটি এরই মধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশিবার দেখা হয়েছে। বহু নেটিজেন মন্তব্য করেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘একজন সত্যিকারের ভদ্রলোক। মানুষকে বিরক্ত না করে কীভাবে শিক্ষা দিতে হয় তা জানেন।’
‘ঠিকই আছে। টাকা ছুড়ে দেওয়া, মুখের ওপর টাকা ছোড়া দেওয়া এবং বিয়ের সময় বিশেষ করে বরাত ও গীতের নাচে টাকা ছিটানো—এগুলো টাকার অপমান।’ লিখেছেন আরেক ব্যবহারকারী।
মন্তব্যকারী প্রায় সবাই আতিফ আসলামের ভূয়সী প্রশংসা করেছেন।
কনসার্টের মঞ্চে শিল্পীকে লক্ষ্য করে পানির বোতল, ডিম, টমেটো, আবর্জনা ছুড়ে মারার ঘটনা কখনো কখনো শিরোনাম হয়। আবার ফুল ছুড়ে ভালোবাসা জানানোর ঘটনাও একেবারে বিরল নয়। এ নিয়ে শিল্পীরা বিরক্ত হন অথবা বিনিময়ে ভালোবাসা জানান।
তবে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের ঘটনাটা একটু ব্যতিক্রম। মঞ্চে কিছু ভক্তের অতি উৎসাহের যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি, সেটি মুগ্ধ করেছে নেটিজেনরা। যেখানে অরিজিৎ সিং, কানাডীয় র্যাপার ড্রেক, বেবে রেক্সা, কার্ডি বি এবং আরও অনেক শিল্পী এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হন প্রায়ই।
যুক্তরাষ্ট্রে মঞ্চে পারফর্ম করছিলেন আতিফ আসলাম। একজন উৎসাহী ভক্ত তাঁর ওপর বৃষ্টির মতো টাকার বর্ষণ শুরু করেন। তবে, গায়ক এতে মোটেও ক্ষুব্ধ হননি, বরং যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতে ইন্টারনেটে সবার মন জয় করেছেন তিনি।
ওই ভক্ত মঞ্চে টাকা ছিটানো শুরু করলে আতিফ আসলাম তাৎক্ষণিক গান বন্ধ করে দেন। এরপর সেই ভক্তকে মঞ্চে ডাকেন। তাঁকে লক্ষ্য করে আতিফ আসলাম বলেন, ‘বন্ধু, এই টাকাটা দান কর, আমার দিকে ছুড়ো না, এটা টাকার অসম্মান।’
ফাইজি নামে এক এক্স ব্যবহারকারী সেই ঘটনার ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, “‘বন্ধু আমার, এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ে ফেলো না, এটা শুধু টাকার অসম্মান।’ কত শান্তভাবে তিনি অনুরোধ করলেন এবং জাহিল (মূর্খ) পাকিস্তানিদের বার্তা দিলেন। এই জাহিলরাই এটাকে সংস্কৃতিতে পরিণত করেছে। তিনি একমাত্র অবিসংবাদিত পাকিস্তানি তারকা যাকে আপনার প্রশংসা করতেই হবে।’
ভিডিওটি এরই মধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশিবার দেখা হয়েছে। বহু নেটিজেন মন্তব্য করেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘একজন সত্যিকারের ভদ্রলোক। মানুষকে বিরক্ত না করে কীভাবে শিক্ষা দিতে হয় তা জানেন।’
‘ঠিকই আছে। টাকা ছুড়ে দেওয়া, মুখের ওপর টাকা ছোড়া দেওয়া এবং বিয়ের সময় বিশেষ করে বরাত ও গীতের নাচে টাকা ছিটানো—এগুলো টাকার অপমান।’ লিখেছেন আরেক ব্যবহারকারী।
মন্তব্যকারী প্রায় সবাই আতিফ আসলামের ভূয়সী প্রশংসা করেছেন।
‘বউ’ নামের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটির মহরত অনুষ্ঠানে আলাপকালে নিজের বিয়ে নিয়েও কথা বলেন ববি। জানালেন সব ছেলেরাই নাকি ভয় পায় তাঁকে।
৩ ঘণ্টা আগেএক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
৭ ঘণ্টা আগেহাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।
৭ ঘণ্টা আগেসিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১৮ ঘণ্টা আগে