বিনোদন ডেস্ক
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের জন্য প্রতিবছর মুখিয়ে থাকেন সিনেমাপ্রেমীরা। এই অপেক্ষার অবসান হতে চলেছে। আসছে ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে এবারের আসর।
করোনার কারণে গত দুই বছর সেভাবে আয়োজন না হলেও এবার বেশ জমকালো আয়োজনের আভাস মিলছে। আর ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডসের এই অনুষ্ঠান সরাসরি দেখতে হলে অতিথিদের করোনা প্রতিরোধী টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। টিকা নেওয়ার প্রমাণ দেখিয়েই প্রবেশ করতে হবে অনুষ্ঠানে।
তবে অভিনয়শিল্পী ও উপস্থাপকদের জন্য এ নিয়ম শিথিল করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়েছে যে, পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি এবং অতিথিদের অবশ্যই টিকা সনদ ও দুবার করোনা পরীক্ষায় নেগেটিভের প্রমাণ দেখাতে হবে।
এ ছাড়া মাস্ক পরার নিয়মের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। ডলবি থিয়েটারে আমন্ত্রিত আড়াই হাজার অতিথির মধ্যে কিছুসংখ্যককে মাস্কবিহীন যেতে অনুমতি দেওয়া হয়েছে। আর এর জন্য বসার আলাদা ব্যবস্থা রাখা হবে; যেখানে মাস্কের প্রয়োজন পড়বে না।
এবারের অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিন মার্কিন কৌতুক অভিনয়শিল্পী রেজিনা হল, অ্যামি শুমার ও ওয়ান্ডা সাইকস। অস্কারের ইতিহাসে এবারই প্রথম একই আসরে তিন নারীকে সঞ্চালনা করতে দেখা যাবে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ওয়েবসাইট ও অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দেওয়া হয়েছে।
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের জন্য প্রতিবছর মুখিয়ে থাকেন সিনেমাপ্রেমীরা। এই অপেক্ষার অবসান হতে চলেছে। আসছে ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে এবারের আসর।
করোনার কারণে গত দুই বছর সেভাবে আয়োজন না হলেও এবার বেশ জমকালো আয়োজনের আভাস মিলছে। আর ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডসের এই অনুষ্ঠান সরাসরি দেখতে হলে অতিথিদের করোনা প্রতিরোধী টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। টিকা নেওয়ার প্রমাণ দেখিয়েই প্রবেশ করতে হবে অনুষ্ঠানে।
তবে অভিনয়শিল্পী ও উপস্থাপকদের জন্য এ নিয়ম শিথিল করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়েছে যে, পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি এবং অতিথিদের অবশ্যই টিকা সনদ ও দুবার করোনা পরীক্ষায় নেগেটিভের প্রমাণ দেখাতে হবে।
এ ছাড়া মাস্ক পরার নিয়মের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। ডলবি থিয়েটারে আমন্ত্রিত আড়াই হাজার অতিথির মধ্যে কিছুসংখ্যককে মাস্কবিহীন যেতে অনুমতি দেওয়া হয়েছে। আর এর জন্য বসার আলাদা ব্যবস্থা রাখা হবে; যেখানে মাস্কের প্রয়োজন পড়বে না।
এবারের অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিন মার্কিন কৌতুক অভিনয়শিল্পী রেজিনা হল, অ্যামি শুমার ও ওয়ান্ডা সাইকস। অস্কারের ইতিহাসে এবারই প্রথম একই আসরে তিন নারীকে সঞ্চালনা করতে দেখা যাবে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ওয়েবসাইট ও অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দেওয়া হয়েছে।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৮ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৮ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৯ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
১১ ঘণ্টা আগে