রবিউল আলম, ঢাকা
স্কুল, কলেজ, মাদ্রাসাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ জুলাই শেষ হবে। এরপর ছুটি আরও বাড়তে পারে।
সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা বারবার বলা হলেও সুরক্ষা অ্যাপে নিবন্ধন জটিলতা, পরিচয়পত্র না থাকা, দেশে টিকার সংকট ইত্যাদি কারণে এখনো বিশ্ববিদ্যালয় পর্যায়ের অধিকাংশ শিক্ষার্থীর টিকা নিশ্চিত করা সম্ভব হয়নি। এসব কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অপেক্ষা আরও কয়েক মাস বাড়তে পারে। তবে কত দিনের জন্য ছুটি বাড়বে শিগ্গির তা জানানো হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে।
সারা দেশে করোনার ‘ডেলটা’ ধরনের সংক্রমণ কয়েক গুণ বেড়েছে। প্রতিদিন গড়ে দুই শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এদিকে কোরবানির ঈদের পরে ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত আগের মতোই দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে সরকার। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ও শিক্ষা বিশেষজ্ঞরা এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ করার পরামর্শ দিয়েছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মনে করি, সংক্রমণ যখন ৭ শতাংশের নিচে নেমে এসেছিল, তখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত ছিল। আবার এখনকার মতো পরিস্থিতি এলে বন্ধ রাখা যেত। কিন্তু একনাগাড়ে দীর্ঘদিন বন্ধ রাখার যুক্তি নেই। তবে বাংলাদেশে এখন যে অবস্থা, সে অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত হবে না।’
শিক্ষার্থীদের টিকা দেওয়ার সঙ্গে যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি জড়িত, সেহেতু আগামী কয়েক মাসেও শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় আছে। কারণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী টিকার জন্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করেননি। নতুন করে আবার তাঁদের বিশ্ববিদ্যালয়ে তথ্য দিতে বলা হয়েছে। আর যাঁদের জাতীয় পরিচয়পত্র নেই, তাঁদের শিগ্গির নিজ উপজেলা বা থানায় প্রয়োজনীয় তথ্য দিয়ে পরিচয়পত্র নিতে বলা হয়েছে, যার জন্য স্বাভাবিকভাবেই আরও কয়েক মাস লেগে যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাঁদের জাতীয় পরিচয়পত্র রয়েছে অথচ সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে পারছেন না, তাঁদের ১৭ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কাজী ইয়াসমিন আরা বীথি বলেন, `টিকার জন্য আগেরবার বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণ না করতে পারায় টিকা নিতে পারিনি। নতুন করে তথ্য চাওয়া হলে তথ্য দিয়েছি। যদিও কখন টিকা নিতে পারব তা জানি না।'
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাঁদের জাতীয় পরিচয়পত্র নেই, তাঁদের করোনার টিকাপ্রাপ্তির লক্ষ্যে দ্রুততম সময়ে জাতীয় পরিচয়পত্র করার জন্য নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয় ১২ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের টিকাসংক্রান্ত তথ্য জমার নির্দেশ দিলেও এই সময়সীমা ১৯ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে তথ্যছক পূরণ করে জমা দেওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লাসহ অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা সমস্যায় টিকা নিতে পারছেন না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব (অতিরিক্ত) ফেরদৌস জামান আজকের পত্রিকাকে বলেন, যাঁরা টিকার জন্য আগে আবেদন করেননি, তাঁদের বিষয়ে ইউজিসি তিন-চার দিন আগেও চিঠি দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা ফরম্যাট পাঠানো আছে। সেখানে জরুরি তথ্য দিতে বলা হয়েছে। টিকা দিতে কত সময় লাগবে, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় জানবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে তো টিকার সনদ পাবে না। টিকা দিলেই হবে না, তার সঙ্গে সার্টিফিকেটও লাগবে। শুনেছি, সরকার থেকে বলা হয়েছে এ ধরনের শিক্ষার্থীরা আইডি কার্ড নিয়ে গেলে ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র পাবেন।
স্কুল, কলেজ, মাদ্রাসাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ জুলাই শেষ হবে। এরপর ছুটি আরও বাড়তে পারে।
সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা বারবার বলা হলেও সুরক্ষা অ্যাপে নিবন্ধন জটিলতা, পরিচয়পত্র না থাকা, দেশে টিকার সংকট ইত্যাদি কারণে এখনো বিশ্ববিদ্যালয় পর্যায়ের অধিকাংশ শিক্ষার্থীর টিকা নিশ্চিত করা সম্ভব হয়নি। এসব কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অপেক্ষা আরও কয়েক মাস বাড়তে পারে। তবে কত দিনের জন্য ছুটি বাড়বে শিগ্গির তা জানানো হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে।
সারা দেশে করোনার ‘ডেলটা’ ধরনের সংক্রমণ কয়েক গুণ বেড়েছে। প্রতিদিন গড়ে দুই শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এদিকে কোরবানির ঈদের পরে ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত আগের মতোই দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে সরকার। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ও শিক্ষা বিশেষজ্ঞরা এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ করার পরামর্শ দিয়েছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মনে করি, সংক্রমণ যখন ৭ শতাংশের নিচে নেমে এসেছিল, তখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত ছিল। আবার এখনকার মতো পরিস্থিতি এলে বন্ধ রাখা যেত। কিন্তু একনাগাড়ে দীর্ঘদিন বন্ধ রাখার যুক্তি নেই। তবে বাংলাদেশে এখন যে অবস্থা, সে অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত হবে না।’
শিক্ষার্থীদের টিকা দেওয়ার সঙ্গে যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি জড়িত, সেহেতু আগামী কয়েক মাসেও শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় আছে। কারণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী টিকার জন্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করেননি। নতুন করে আবার তাঁদের বিশ্ববিদ্যালয়ে তথ্য দিতে বলা হয়েছে। আর যাঁদের জাতীয় পরিচয়পত্র নেই, তাঁদের শিগ্গির নিজ উপজেলা বা থানায় প্রয়োজনীয় তথ্য দিয়ে পরিচয়পত্র নিতে বলা হয়েছে, যার জন্য স্বাভাবিকভাবেই আরও কয়েক মাস লেগে যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাঁদের জাতীয় পরিচয়পত্র রয়েছে অথচ সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে পারছেন না, তাঁদের ১৭ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কাজী ইয়াসমিন আরা বীথি বলেন, `টিকার জন্য আগেরবার বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণ না করতে পারায় টিকা নিতে পারিনি। নতুন করে তথ্য চাওয়া হলে তথ্য দিয়েছি। যদিও কখন টিকা নিতে পারব তা জানি না।'
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাঁদের জাতীয় পরিচয়পত্র নেই, তাঁদের করোনার টিকাপ্রাপ্তির লক্ষ্যে দ্রুততম সময়ে জাতীয় পরিচয়পত্র করার জন্য নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয় ১২ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের টিকাসংক্রান্ত তথ্য জমার নির্দেশ দিলেও এই সময়সীমা ১৯ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে তথ্যছক পূরণ করে জমা দেওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লাসহ অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা সমস্যায় টিকা নিতে পারছেন না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব (অতিরিক্ত) ফেরদৌস জামান আজকের পত্রিকাকে বলেন, যাঁরা টিকার জন্য আগে আবেদন করেননি, তাঁদের বিষয়ে ইউজিসি তিন-চার দিন আগেও চিঠি দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা ফরম্যাট পাঠানো আছে। সেখানে জরুরি তথ্য দিতে বলা হয়েছে। টিকা দিতে কত সময় লাগবে, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় জানবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে তো টিকার সনদ পাবে না। টিকা দিলেই হবে না, তার সঙ্গে সার্টিফিকেটও লাগবে। শুনেছি, সরকার থেকে বলা হয়েছে এ ধরনের শিক্ষার্থীরা আইডি কার্ড নিয়ে গেলে ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র পাবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি থেকে ঐতিহ্যবাহী কলেজগুলোকে আলাদা করে একটি স্বতন্ত্র-প্রাতিষ্ঠানিক রূপ কীভাবে দেওয়া যায় সে জন্য একটি কমিটি করেছিলাম। এ কমিটির প্রাথমিক প্রতিবেদনের কাজ শেষ পর্যায়ে। এখন অতি শিগগিরই একটি বিশেষজ্ঞ কমিটি করতে যাচ্ছি। যারা এই কলেজগুলোকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে...
২ মিনিট আগেউন্নত শিক্ষাব্যবস্থা, প্রযুক্তি ও গবেষণার জন্য জার্মানি শিক্ষার্থীদের কাছে একটি স্বপ্নের দেশ। জার্মানির অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে টিউশন ফি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি পাওয়ার সুযোগ দেশটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে...
৮ ঘণ্টা আগেইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের (ইউসিএলএএন) একমাত্র অংশীদার হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ইউকে ডিগ্রি প্রোগ্রাম চালু করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। রাজধানীর গুলশানে অবস্থিত ইউসিবি
২০ ঘণ্টা আগেআকর্ষণীয় ছাড়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ভর্তি চলছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই ভর্তি চলবে। এ সময়ে শিক্ষার্থীরা নিয়মিত ওয়েভার ছাড়াও অতিরিক্ত ৫-১০ শতাংশ (সর্বোচ্চ ৫৮ হাজার টাকা) ছাড়ে স্প্রিং সেমিস্টার ২০২৫-এ ভর্তি হতে পারবেন। গ্রিন ইউনিভার্সিটিতে ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে—
১ দিন আগে