নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজকে আলাদা করে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি বিশেষজ্ঞ কমিটি করার কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ বুধবার ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি থেকে ঐতিহ্যবাহী কলেজগুলোকে আলাদা করে একটি স্বতন্ত্র-প্রাতিষ্ঠানিক রূপ কীভাবে দেওয়া যায় সে জন্য একটি কমিটি করেছিলাম। এ কমিটির প্রাথমিক প্রতিবেদনের কাজ শেষ পর্যায়ে। এখন অতি শিগগিরই একটি বিশেষজ্ঞ কমিটি করতে যাচ্ছি। যারা এই কলেজগুলোকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে।’
শিক্ষার্থীদের উদ্দেশ করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘কলেজগুলোকে কীভাবে আরও স্বায়ত্তশাসন দেওয়া যায়, তাদের সুযোগ-সুবিধা, অবকাঠামো-কীভাবে আরও বাড়ানো যায় এবং সেগুলোকে কি করে সমন্বিত রূপ দেওয়া যায়... সেটার নাম তোমাদের সবার সঙ্গে আলোচনা করেই দেওয়া হবে। মনে রেখো, যে নামই দাও না কেন-আসল কথা হলো তোমাদের শিক্ষার মানের উন্নতি, শিক্ষায় বৈষম্য রোধ করা।’
তিনি আরও বলেন, ‘নামকরণ তোমরা যা ইচ্ছে দাও, মনে রেখ লন্ডন স্কুল অব ইকোনমিকস স্কুল না, এমআইটিও ইনস্টিটিউট না। কাজেই তোমাদের সঙ্গে আলাপ-আলোচনার মধ্য দিয়ে কি নাম দেবে, সেটা তোমরাই ঠিক করবে।’
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘উচ্চ ক্ষমতা সম্পন্ন যে কমিটি গঠন করা হবে, তাদের কাজ তোমরা প্রতিনিয়ত দেখতে পাবে। এটার জন্য বসে থেকে লাভ হবে না। কারণ আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমরা এখন থেকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে কি কি পদক্ষেপ নেওয়া যাবে সেগুলোর কাজ শুরু করব। যাতে তোমাদের জন্য সবচেয়ে একটা সম্মানজনক একটা পরিস্থিতির সৃষ্টি হয়।’
বর্তমানে প্রচলিত একাডেমিক কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়, সে দিকে লক্ষ্য রাখা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বর্তমানে যারা অনার্স বা এমএতে অধ্যয়ন করছে, তাদের পড়াশোনা যেন কোনোভাবেই বিঘ্ন না হয়। বরং যে অসুবিধাগুলো আছে তা সমাধানে এখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করব। তাদের অনুরোধ করব যে, অন্তর্বর্তীকালীন সময়ে যে অসুবিধা আছে সেগুলো দূর করতে।’
রাস্তা অবরোধ নিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমাদের স্বল্প সময়ে একটা দৃষ্টান্ত তৈরি করে রেখে যেতে চাই। যাতে ভবিষ্যৎ সরকারের কাছে এটা নিদর্শন হিসেবে থাকে। তোমাদের কোনো অভিযোগ থাকলে আমাদের কাছে জানিও। তবে আর রাস্তা অবরোধ নয়, বিশৃঙ্খলা নয়। আমরা শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ চাই।’
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজকে আলাদা করে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি বিশেষজ্ঞ কমিটি করার কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ বুধবার ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি থেকে ঐতিহ্যবাহী কলেজগুলোকে আলাদা করে একটি স্বতন্ত্র-প্রাতিষ্ঠানিক রূপ কীভাবে দেওয়া যায় সে জন্য একটি কমিটি করেছিলাম। এ কমিটির প্রাথমিক প্রতিবেদনের কাজ শেষ পর্যায়ে। এখন অতি শিগগিরই একটি বিশেষজ্ঞ কমিটি করতে যাচ্ছি। যারা এই কলেজগুলোকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে।’
শিক্ষার্থীদের উদ্দেশ করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘কলেজগুলোকে কীভাবে আরও স্বায়ত্তশাসন দেওয়া যায়, তাদের সুযোগ-সুবিধা, অবকাঠামো-কীভাবে আরও বাড়ানো যায় এবং সেগুলোকে কি করে সমন্বিত রূপ দেওয়া যায়... সেটার নাম তোমাদের সবার সঙ্গে আলোচনা করেই দেওয়া হবে। মনে রেখো, যে নামই দাও না কেন-আসল কথা হলো তোমাদের শিক্ষার মানের উন্নতি, শিক্ষায় বৈষম্য রোধ করা।’
তিনি আরও বলেন, ‘নামকরণ তোমরা যা ইচ্ছে দাও, মনে রেখ লন্ডন স্কুল অব ইকোনমিকস স্কুল না, এমআইটিও ইনস্টিটিউট না। কাজেই তোমাদের সঙ্গে আলাপ-আলোচনার মধ্য দিয়ে কি নাম দেবে, সেটা তোমরাই ঠিক করবে।’
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘উচ্চ ক্ষমতা সম্পন্ন যে কমিটি গঠন করা হবে, তাদের কাজ তোমরা প্রতিনিয়ত দেখতে পাবে। এটার জন্য বসে থেকে লাভ হবে না। কারণ আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমরা এখন থেকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে কি কি পদক্ষেপ নেওয়া যাবে সেগুলোর কাজ শুরু করব। যাতে তোমাদের জন্য সবচেয়ে একটা সম্মানজনক একটা পরিস্থিতির সৃষ্টি হয়।’
বর্তমানে প্রচলিত একাডেমিক কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়, সে দিকে লক্ষ্য রাখা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বর্তমানে যারা অনার্স বা এমএতে অধ্যয়ন করছে, তাদের পড়াশোনা যেন কোনোভাবেই বিঘ্ন না হয়। বরং যে অসুবিধাগুলো আছে তা সমাধানে এখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করব। তাদের অনুরোধ করব যে, অন্তর্বর্তীকালীন সময়ে যে অসুবিধা আছে সেগুলো দূর করতে।’
রাস্তা অবরোধ নিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমাদের স্বল্প সময়ে একটা দৃষ্টান্ত তৈরি করে রেখে যেতে চাই। যাতে ভবিষ্যৎ সরকারের কাছে এটা নিদর্শন হিসেবে থাকে। তোমাদের কোনো অভিযোগ থাকলে আমাদের কাছে জানিও। তবে আর রাস্তা অবরোধ নয়, বিশৃঙ্খলা নয়। আমরা শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ চাই।’
উন্নত শিক্ষাব্যবস্থা, প্রযুক্তি ও গবেষণার জন্য জার্মানি শিক্ষার্থীদের কাছে একটি স্বপ্নের দেশ। জার্মানির অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে টিউশন ফি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি পাওয়ার সুযোগ দেশটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে...
১১ ঘণ্টা আগেইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের (ইউসিএলএএন) একমাত্র অংশীদার হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ইউকে ডিগ্রি প্রোগ্রাম চালু করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। রাজধানীর গুলশানে অবস্থিত ইউসিবি
১ দিন আগেআকর্ষণীয় ছাড়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ভর্তি চলছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই ভর্তি চলবে। এ সময়ে শিক্ষার্থীরা নিয়মিত ওয়েভার ছাড়াও অতিরিক্ত ৫-১০ শতাংশ (সর্বোচ্চ ৫৮ হাজার টাকা) ছাড়ে স্প্রিং সেমিস্টার ২০২৫-এ ভর্তি হতে পারবেন। গ্রিন ইউনিভার্সিটিতে ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে—
১ দিন আগেমাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) গবেষণা সহকারী, প্রদর্শকসহ চারটি পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে একদল চাকরিপ্রার্থী। আজ মঙ্গলবার সকালে মাউশি প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১ দিন আগে