কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
নতুন জ্ঞান সৃষ্টির জন্য শুধু একাডেমিক বইয়ে ব্যস্ত না থেকে শিক্ষার্থীদের গবেষণায় সংযুক্ত থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা আছে, তার মানে এই না যে তুমি কাউকে গিয়ে আঘাত করবে। বরং তোমরা বিশ্বায়নের প্রতিকূলতাকে মোকাবিলা করবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম আবদুল মঈন।
আজ মঙ্গলবার মার্কেটিং বিভাগের আয়োজনে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, তোমরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তোমরা যদি ভালো কিছু করো তাহলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়বে আর খারাপ কিছু করলে দুর্নাম হবে।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী হুরে জান্নাত অর্ণা ও তানজীম আহমেদের যৌথ সঞ্চালনায় এবং বিভাগের ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ূন কবির ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শুরুর আগে অতিথিদের ফুল ও বই দিয়ে বরণ করে নেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তিন পর্বের এ অনুষ্ঠানে সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নতুন জ্ঞান সৃষ্টির জন্য শুধু একাডেমিক বইয়ে ব্যস্ত না থেকে শিক্ষার্থীদের গবেষণায় সংযুক্ত থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা আছে, তার মানে এই না যে তুমি কাউকে গিয়ে আঘাত করবে। বরং তোমরা বিশ্বায়নের প্রতিকূলতাকে মোকাবিলা করবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম আবদুল মঈন।
আজ মঙ্গলবার মার্কেটিং বিভাগের আয়োজনে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, তোমরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তোমরা যদি ভালো কিছু করো তাহলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়বে আর খারাপ কিছু করলে দুর্নাম হবে।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী হুরে জান্নাত অর্ণা ও তানজীম আহমেদের যৌথ সঞ্চালনায় এবং বিভাগের ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ূন কবির ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শুরুর আগে অতিথিদের ফুল ও বই দিয়ে বরণ করে নেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তিন পর্বের এ অনুষ্ঠানে সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অফুরন্ত সম্ভাবনার কেন্দ্রে পরিণত হয়েছে হাঙ্গেরি। দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা গ্রহণের পাশাপাশি ক্যারিয়ার গঠনেরও সুযোগ পাচ্ছেন।
৩১ মিনিট আগেসংস্কৃতির গুরুত্বপূর্ণ আয়োজন হলো বিতর্ক। ক্রমেই এটি জনপ্রিয় হচ্ছে। সব প্রতিযোগিতায় জয়-পরাজয় রয়েছে। বিতর্কও এর ব্যতিক্রম নয়। একজন উঁচুমানের বিতার্কিকও পরাজয়ের সম্মুখীন হতে পারেন।
৩২ মিনিট আগেআমেরিকান ব্যবসায়ী এবং লেখক রবার্ট তোরু কিয়োসাকির লেখা ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ বইটি ১৯৯৭ সালে প্রথম প্রকাশিত হয়। বইটি প্রকাশ হওয়ার পর থেকে ব্যক্তিগত আর্থিক উন্নতির বইয়ের ক্যাটাগরিতে বিশ্বের সর্বাধিক বিক্রীত হিসেবে স্বীকৃত।
৩২ মিনিট আগেরাশেদ হোসেন রনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। ক্রিকেটার হওয়ার স্বপ্ন বদলে একসময় বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বোনা শুরু করেন তিনি। নানা চড়াই-উতরাই পেরিয়ে রনি সফলও হয়েছেন।
৩৫ মিনিট আগে