শাহ বিলিয়া জুলফিকার
তিন বছর ধরে দেশের আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে একযোগে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় অনেক শিক্ষার্থীরই স্বপ্ন থাকে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার। যাঁরা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য নিজের অভিজ্ঞতার আলোকে কৃষি গুচ্ছ পদ্ধতি নিয়ে আদ্যোপান্তসহ দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের শিক্ষার্থী লুৎফর রহমান সজীব।
আবেদনকারীকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে। উভয় পরীক্ষায় জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত আলাদা বিষয় হিসেবে থাকতে হবে। সিলেকশন পদ্ধতি বাতিল করা হয়েছে। তাই আবেদনের যোগ্যতা থাকা সবাই পরীক্ষায় অংশ নিতে পারবেন। জিসিই ও A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে O লেভেল পরীক্ষায় অন্তত পাঁচটি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত দুটি বিষয়ে পাস করতে হবে। প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৪ করে উভয় পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে। এ ক্ষেত্রে A ও B গ্রেডের জন্য যথাক্রমে জিপিএ ৫ ও ৪ গণনা করা হবে।
পরীক্ষা পদ্ধতি ও মেধা স্কোর
পরীক্ষায় মোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। এর মধ্যে এইচএসসি বা সমমান পর্যায়ের বিষয় ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০ ও গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান এক নম্বর। আর ভুল উত্তরের জন্য কাটা হবে ০.২৫ নম্বর। এমসিকিউ পরীক্ষা ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসি বা সমমান সনদের ৫০ নম্বর মিলিয়ে মোট ১৫০ নম্বরের মধ্যে মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকা প্রণয়ন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের নাম ও ওয়েবসাইট
■ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: bau.edu.bd
■ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর: bsmrau.edu.bd
■ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা: sau.edu.bd
■ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট: sau.ac.bd
■ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী: pstu.ac.bd
■ চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম: cvasu.ac.bd
■ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা: kau.edu.bd
■ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়: hau.ac.bd
আসনসংখ্যা
কৃষি গুচ্ছে অন্তর্ভুক্ত মোট আটটি বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট ৩ হাজার ৫৪৮টি আসন রয়েছে। এর মধ্যে বিগত শিক্ষাবর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছিল ১ হাজার ১১৬টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৭৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন ছিল।
আবেদন ফি: ১ হাজার ২০০ টাকা (ট্রানজেকশন চার্জ ব্যতীত)।
আবেদনের প্রক্রিয়া
আবেদনসংক্রান্ত যাবতীয় তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে। একই ওয়েবসাইটের ভর্তি নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। শুরুতে ওয়েবসাইটে গিয়ে ‘আবেদন করুন’, অপশনে ক্লিক করলে সামনে একটি আবেদন ফরম আসবে। সেই ফরমে সঠিকভাবে সব তথ্য জমা দিতে হবে। তথ্য জমাদান শেষে পছন্দের বিশ্ববিদ্যালয় বাছাই করে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আবেদনকারীকে একটি পিন কোড ও পাসওয়ার্ড দেওয়া হবে, সেই পিন ও পাসওয়ার্ডের মাধ্যমে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী নিজের আবেদন ফি পরিশোধ করবেন।
প্রশ্নব্যাংক সমাধান
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্নব্যাংক খুব ভালোভাবে বিশ্লেষণ করে সমাধান করতে হবে। সব মিলিয়ে প্রায় ৪০ শতাংশ বা তার চেয়ে বেশি নম্বরের প্রশ্নও পুনরাবৃত্তি হয়। এ ক্ষেত্রে বিগত পাঁচ বছরের প্রশ্ন সমাধান করে গেলেও অনেক প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা থাকে। তা ছাড়া প্রশ্নব্যাংক সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা অর্জনও কম কিছু নয়।
অনুলিখন: শাহ বিলিয়া জুলফিকার
তিন বছর ধরে দেশের আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে একযোগে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় অনেক শিক্ষার্থীরই স্বপ্ন থাকে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার। যাঁরা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য নিজের অভিজ্ঞতার আলোকে কৃষি গুচ্ছ পদ্ধতি নিয়ে আদ্যোপান্তসহ দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের শিক্ষার্থী লুৎফর রহমান সজীব।
আবেদনকারীকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে। উভয় পরীক্ষায় জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত আলাদা বিষয় হিসেবে থাকতে হবে। সিলেকশন পদ্ধতি বাতিল করা হয়েছে। তাই আবেদনের যোগ্যতা থাকা সবাই পরীক্ষায় অংশ নিতে পারবেন। জিসিই ও A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে O লেভেল পরীক্ষায় অন্তত পাঁচটি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত দুটি বিষয়ে পাস করতে হবে। প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৪ করে উভয় পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে। এ ক্ষেত্রে A ও B গ্রেডের জন্য যথাক্রমে জিপিএ ৫ ও ৪ গণনা করা হবে।
পরীক্ষা পদ্ধতি ও মেধা স্কোর
পরীক্ষায় মোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। এর মধ্যে এইচএসসি বা সমমান পর্যায়ের বিষয় ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০ ও গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান এক নম্বর। আর ভুল উত্তরের জন্য কাটা হবে ০.২৫ নম্বর। এমসিকিউ পরীক্ষা ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসি বা সমমান সনদের ৫০ নম্বর মিলিয়ে মোট ১৫০ নম্বরের মধ্যে মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকা প্রণয়ন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের নাম ও ওয়েবসাইট
■ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: bau.edu.bd
■ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর: bsmrau.edu.bd
■ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা: sau.edu.bd
■ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট: sau.ac.bd
■ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী: pstu.ac.bd
■ চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম: cvasu.ac.bd
■ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা: kau.edu.bd
■ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়: hau.ac.bd
আসনসংখ্যা
কৃষি গুচ্ছে অন্তর্ভুক্ত মোট আটটি বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট ৩ হাজার ৫৪৮টি আসন রয়েছে। এর মধ্যে বিগত শিক্ষাবর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছিল ১ হাজার ১১৬টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৭৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন ছিল।
আবেদন ফি: ১ হাজার ২০০ টাকা (ট্রানজেকশন চার্জ ব্যতীত)।
আবেদনের প্রক্রিয়া
আবেদনসংক্রান্ত যাবতীয় তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে। একই ওয়েবসাইটের ভর্তি নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। শুরুতে ওয়েবসাইটে গিয়ে ‘আবেদন করুন’, অপশনে ক্লিক করলে সামনে একটি আবেদন ফরম আসবে। সেই ফরমে সঠিকভাবে সব তথ্য জমা দিতে হবে। তথ্য জমাদান শেষে পছন্দের বিশ্ববিদ্যালয় বাছাই করে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আবেদনকারীকে একটি পিন কোড ও পাসওয়ার্ড দেওয়া হবে, সেই পিন ও পাসওয়ার্ডের মাধ্যমে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী নিজের আবেদন ফি পরিশোধ করবেন।
প্রশ্নব্যাংক সমাধান
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্নব্যাংক খুব ভালোভাবে বিশ্লেষণ করে সমাধান করতে হবে। সব মিলিয়ে প্রায় ৪০ শতাংশ বা তার চেয়ে বেশি নম্বরের প্রশ্নও পুনরাবৃত্তি হয়। এ ক্ষেত্রে বিগত পাঁচ বছরের প্রশ্ন সমাধান করে গেলেও অনেক প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা থাকে। তা ছাড়া প্রশ্নব্যাংক সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা অর্জনও কম কিছু নয়।
অনুলিখন: শাহ বিলিয়া জুলফিকার
সাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। গত ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে অনশন করছেন শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোহা চত্বরে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন তিন শিক্ষার্থী। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে যুক্ত হন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকিউএসি’র যৌথ উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটির সিন্ডিকেট রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৫ ঘণ্টা আগেএইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষণে ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে ৪ হাজার ৪০৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৮৭২ জন, নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন ৫৯২ জন। আর ফেল থেকে জিপিএ ফাইভ পেয়েছেন ২ জন।
১৮ ঘণ্টা আগে