শিমুল ভট্টাচার্য্য
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদের মৌখিক পরীক্ষা আগামী ২ মে শুরু হবে। সহকারী পরিচালক (এডি) পদের মৌখিক পরীক্ষার জন্য ৬৮০ জনকে মনোনীত করা হয়েছে। মৌখিক পরীক্ষা নিয়ে শেষ মুহূর্তে প্রস্তুতির কৌশল ও গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ নিয়ে আলোচনা করা হলো।
বাংলাদেশের সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে অর্থনীতির চাকা সচল রাখতে বাংলাদেশ ব্যাংক অন্যতম ভূমিকা পালন করে। তাই একজন কেন্দ্রীয় ব্যাংকার হয়ে দেশের জন্য সরাসরি কাজ করার সুযোগ, সামাজিক মর্যাদা ও আর্থিক সুবিধার জন্য বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হওয়া চাকরিপ্রার্থীদের একটি অন্যতম স্বপ্ন। মৌখিক পরীক্ষার ধাপটি সফলভাবে পার হতে পারলেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে অনেকের। তাই নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করুন যেন একটা ভালো মৌখিক পরীক্ষা দেওয়া যায়।
প্রয়োজনীয় কাগজপত্র
মৌখিক পরীক্ষার দিন শুরুতে কনফারেন্স রুমে সব পরীক্ষার্থীর কাগজপত্র নিরীক্ষা করা হয়। বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট-১ সম্মানিত পরিচালক বরাবর একটি স্বহস্তে লেখা আবেদনপত্র দাখিল করতে হবে। এরপর যথারীতি কাগজপত্র নিরীক্ষা করা হবে, যেখানে আপনার প্রবেশপত্র, সত্যায়িত চার কপি ছবি, সনদের মূল ও সত্যায়িত কপি, এনআইডি কার্ডের কপি, স্থায়ী ঠিকানার স্বপক্ষে চেয়ারম্যান বা কাউন্সিলর প্রদত্ত নাগরিক সনদ দাখিল করতে হবে। কাগজপত্র ঠিকভাবে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র না নিয়ে যাওয়ার দরুন সমস্যার সম্মুখীন হন। ফলে মৌখিক পরীক্ষার ওপর নেগেটিভ প্রভাব পড়ে। তাই প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই গুছিয়ে রাখুন।
পোশাক-পরিচ্ছদ
মৌখিক পরীক্ষায় আপনার পোশাক খুবই গুরুত্বপূর্ণ। ছেলে বা মেয়ে উভয় প্রার্থীকেই মার্জিত পোশাক পরিধান করার পরামর্শ থাকবে। ছেলেরা সাদা বা নেভি-ব্লু শার্ট, কালো প্যান্ট, মানানসই স্ট্রাইপ টাই এবং অক্সফোর্ড সু জুতা পরতে পারেন। আর মেয়েদের ক্ষেত্রে শাড়ি পরাটাই উত্তম। মনে রাখবেন, আপনার রুচিশীল পোশাক আপনার ব্যক্তিত্বের পরিচায়ক।
নিজের সম্পর্কে
মৌখিক পরীক্ষা সাধারণত প্রার্থীর নিজের সম্পর্কে কিছু বলতে বলার মাধ্যমে শুরু হয়ে থাকে। যেমন ‘Introduce Yourself’—এ প্রশ্নটি যেহেতু খুব কমন তাই খুব সুন্দরভাবে আপনার নিজের মনের মতো করে কিছু উত্তর আপনি আগে থেকেই গুছিয়ে রাখতে পারেন। মনে রাখবেন, নিজেকে চেনা সব থেকে বেশি জরুরি। কোনোভাবেই অতিরঞ্জিত করে কিছু বলবেন না। আপনি বাংলাদেশের ব্যাংকিং ক্যারিয়ারের সবচেয়ে আকর্ষণীয় চাকরির ভাইভা দিতে যাচ্ছেন। তাই নিজের সম্পর্কে খুব ভালো করে জেনে উত্তর দিন।
স্নাতকবিষয়ক প্রশ্ন
মৌখিক পরীক্ষায় আপনার পঠিত স্নাতক বিষয় সম্পর্কে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়। আপনি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ব্যাংকিং, অর্থনীতি এসব নিয়ে পড়াশোনা করে থাকেন, তাহলে এসব বিষয় সম্পর্কে আপনার খুব ভালো একটা আইডিয়া নিয়ে যাওয়া উচিত। কিন্তু ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য বিষয়ে পঠিত প্রার্থীদের সাধারণত সাবজেক্ট রিলেটেড খুব একটা বেশি প্রশ্ন করতে দেখা যায় না। তাদের জন্য কিছু কমন প্রশ্ন থাকে; আপনার পঠিত বিষয়ের জ্ঞান আপনি কেন্দ্রীয় ব্যাংকে কীভাবে কাজে লাগাবেন। এই প্রশ্নের উত্তর আপনি আগে থেকেই প্রস্তুতি নিয়ে যাবেন।
বাংলাদেশ-সম্পর্কিত প্রশ্ন
বর্তমানে বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিত। সরকারের উন্নয়নের সব কর্মযজ্ঞ দেশকে কীভাবে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেসব জানা খুব প্রয়োজন। দেশে বর্তমানে চলমান সব মেগা প্রকল্প বাস্তবায়ন হওয়ার পর দেশের অর্থনীতি এবং আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন সাধিত হবে। তাই চলমান সব মেগা প্রজেক্ট, তাদের অর্থনৈতিক গুরুত্ব, সম্ভাবনার যেসব দ্বার উন্মোচিত হবে সেই বিষয়ে ভালোভাবে দেখে যাবেন। এ ছাড়া জাতীয় যেসব সমস্যা বিদ্যমান রয়েছে—যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ডলারসংকট, পরিবেশগত সমস্যা তাদের সমাধান করার জন্য আরও কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে—এমন বিশ্লেষণধর্মী প্রশ্নের উত্তর একটু চিন্তা করে রাখবেন। আর এসব বিষয়ে ভালো দখল আনতে নিয়মিত পত্রিকা পড়ার কোনো বিকল্প নেই।
আন্তর্জাতিক সম্পর্কিত
বর্তমান বিশ্বে আলোচিত যেসব ঘটনাপ্রবাহ পুরো বিশ্বকে নড়বড়ে করে রেখেছে, যেসব ঘটনার প্রভাবে পুরো পৃথিবীর অর্থনীতি আজ হুমকির পথে, যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, চীন-তাইওয়ান সংকট, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিসহ বিভিন্ন জোটের সুদূরপ্রসারী প্রভাব, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এসব ঘটনার ফলে বিশ্বব্যাপী যেসব অস্থিরতা সৃষ্টি হয়েছে, সেগুলো সমাধানে বিশ্বব্যাপী কী কী সিদ্ধান্ত গৃহীত হচ্ছে তা জানার চেষ্টা করবেন।
ব্যাংকিং ও অর্থনীতি সম্পর্কিত
একজন কেন্দ্রীয় ব্যাংকার হিসেবে এ সেগমেন্টটি সব ধরনের মৌখিক পরীক্ষার্থীর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ক্যাশলেস বাংলাদেশ নামের এক নবদিগন্তের সূচনা হয়েছে, যা দেশব্যাপী বাস্তবায়ন করার জন্য কেন্দ্রীয় ব্যাংক নিরন্তর কাজ করে যাচ্ছে। এ ছাড়া চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে অনলাইন ব্যাংকিংয়ের বিভিন্ন সেবা, যেমন BACH, BEFTN, RTGS, NPSB, ATM, BINIMOY এসব সেবা সম্পর্কে জানতে হবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ, রকেট, নগদ—এগুলোর কার্যক্রম সম্পর্কে জানতে হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক অর্ডার-১৯৭২, ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট -১৯৯১, মানি লন্ডারিং অ্যাক্ট-২০১২—এগুলো সম্পর্কে আইডিয়া থাকা ভালো। বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে বাংলাদেশের সব কার্যক্রম একদম নখদর্পণে রাখতে হবে। আইএমএফ ও বিশ্বব্যাংকে ঋণ গ্রহণের মাধ্যমে দেশের অর্থনীতি কীভাবে ঘুরে দাঁড়াচ্ছে, পাশাপাশি বিশ্বের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কার্যক্রম সম্পর্কে আইডিয়া নিতে হবে। মানিট্যারি পলিসি, ফিসক্যাল পলিসি—এসব পলিসির উপাদান, কারা এসব বাস্তবায়ন করে, কীভাবে বাজেটের ঘাটতি পূরণ করা হয়, সেসব বিষয়ে জানতে হবে। দেশের অর্থনীতিতে বিদ্যমান সব সমস্যা সমাধানকল্পে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, সে-সম্পর্কে ধারণা নিয়ে যেতে হবে।
মুক্তিযুদ্ধ ও শেখ মুজিবুর রহমান
মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হবে। ১৯৭১ সালের বাংলাদেশ থেকে আজ কীভাবে উন্নয়নশীল দেশগুলোর রোল মডেল হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে—সে-সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
পরিশেষে বলতে চাই, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঘটে যাওয়া সব সাম্প্রতিক ঘটনা সম্পর্কে ধারণা রাখতে হবে। নিয়মিত পত্রিকা পড়তে হবে। আত্মবিশ্বাসের সঙ্গে ভাইভা দিলে ভালো কিছু অবশ্যই আপনার জন্য অপেক্ষা করছে। সবার জন্য শুভকামনা।
শিমুল ভট্টাচার্য্য
সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদের মৌখিক পরীক্ষা আগামী ২ মে শুরু হবে। সহকারী পরিচালক (এডি) পদের মৌখিক পরীক্ষার জন্য ৬৮০ জনকে মনোনীত করা হয়েছে। মৌখিক পরীক্ষা নিয়ে শেষ মুহূর্তে প্রস্তুতির কৌশল ও গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ নিয়ে আলোচনা করা হলো।
বাংলাদেশের সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে অর্থনীতির চাকা সচল রাখতে বাংলাদেশ ব্যাংক অন্যতম ভূমিকা পালন করে। তাই একজন কেন্দ্রীয় ব্যাংকার হয়ে দেশের জন্য সরাসরি কাজ করার সুযোগ, সামাজিক মর্যাদা ও আর্থিক সুবিধার জন্য বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হওয়া চাকরিপ্রার্থীদের একটি অন্যতম স্বপ্ন। মৌখিক পরীক্ষার ধাপটি সফলভাবে পার হতে পারলেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে অনেকের। তাই নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করুন যেন একটা ভালো মৌখিক পরীক্ষা দেওয়া যায়।
প্রয়োজনীয় কাগজপত্র
মৌখিক পরীক্ষার দিন শুরুতে কনফারেন্স রুমে সব পরীক্ষার্থীর কাগজপত্র নিরীক্ষা করা হয়। বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট-১ সম্মানিত পরিচালক বরাবর একটি স্বহস্তে লেখা আবেদনপত্র দাখিল করতে হবে। এরপর যথারীতি কাগজপত্র নিরীক্ষা করা হবে, যেখানে আপনার প্রবেশপত্র, সত্যায়িত চার কপি ছবি, সনদের মূল ও সত্যায়িত কপি, এনআইডি কার্ডের কপি, স্থায়ী ঠিকানার স্বপক্ষে চেয়ারম্যান বা কাউন্সিলর প্রদত্ত নাগরিক সনদ দাখিল করতে হবে। কাগজপত্র ঠিকভাবে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র না নিয়ে যাওয়ার দরুন সমস্যার সম্মুখীন হন। ফলে মৌখিক পরীক্ষার ওপর নেগেটিভ প্রভাব পড়ে। তাই প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই গুছিয়ে রাখুন।
পোশাক-পরিচ্ছদ
মৌখিক পরীক্ষায় আপনার পোশাক খুবই গুরুত্বপূর্ণ। ছেলে বা মেয়ে উভয় প্রার্থীকেই মার্জিত পোশাক পরিধান করার পরামর্শ থাকবে। ছেলেরা সাদা বা নেভি-ব্লু শার্ট, কালো প্যান্ট, মানানসই স্ট্রাইপ টাই এবং অক্সফোর্ড সু জুতা পরতে পারেন। আর মেয়েদের ক্ষেত্রে শাড়ি পরাটাই উত্তম। মনে রাখবেন, আপনার রুচিশীল পোশাক আপনার ব্যক্তিত্বের পরিচায়ক।
নিজের সম্পর্কে
মৌখিক পরীক্ষা সাধারণত প্রার্থীর নিজের সম্পর্কে কিছু বলতে বলার মাধ্যমে শুরু হয়ে থাকে। যেমন ‘Introduce Yourself’—এ প্রশ্নটি যেহেতু খুব কমন তাই খুব সুন্দরভাবে আপনার নিজের মনের মতো করে কিছু উত্তর আপনি আগে থেকেই গুছিয়ে রাখতে পারেন। মনে রাখবেন, নিজেকে চেনা সব থেকে বেশি জরুরি। কোনোভাবেই অতিরঞ্জিত করে কিছু বলবেন না। আপনি বাংলাদেশের ব্যাংকিং ক্যারিয়ারের সবচেয়ে আকর্ষণীয় চাকরির ভাইভা দিতে যাচ্ছেন। তাই নিজের সম্পর্কে খুব ভালো করে জেনে উত্তর দিন।
স্নাতকবিষয়ক প্রশ্ন
মৌখিক পরীক্ষায় আপনার পঠিত স্নাতক বিষয় সম্পর্কে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়। আপনি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ব্যাংকিং, অর্থনীতি এসব নিয়ে পড়াশোনা করে থাকেন, তাহলে এসব বিষয় সম্পর্কে আপনার খুব ভালো একটা আইডিয়া নিয়ে যাওয়া উচিত। কিন্তু ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য বিষয়ে পঠিত প্রার্থীদের সাধারণত সাবজেক্ট রিলেটেড খুব একটা বেশি প্রশ্ন করতে দেখা যায় না। তাদের জন্য কিছু কমন প্রশ্ন থাকে; আপনার পঠিত বিষয়ের জ্ঞান আপনি কেন্দ্রীয় ব্যাংকে কীভাবে কাজে লাগাবেন। এই প্রশ্নের উত্তর আপনি আগে থেকেই প্রস্তুতি নিয়ে যাবেন।
বাংলাদেশ-সম্পর্কিত প্রশ্ন
বর্তমানে বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিত। সরকারের উন্নয়নের সব কর্মযজ্ঞ দেশকে কীভাবে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেসব জানা খুব প্রয়োজন। দেশে বর্তমানে চলমান সব মেগা প্রকল্প বাস্তবায়ন হওয়ার পর দেশের অর্থনীতি এবং আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন সাধিত হবে। তাই চলমান সব মেগা প্রজেক্ট, তাদের অর্থনৈতিক গুরুত্ব, সম্ভাবনার যেসব দ্বার উন্মোচিত হবে সেই বিষয়ে ভালোভাবে দেখে যাবেন। এ ছাড়া জাতীয় যেসব সমস্যা বিদ্যমান রয়েছে—যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ডলারসংকট, পরিবেশগত সমস্যা তাদের সমাধান করার জন্য আরও কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে—এমন বিশ্লেষণধর্মী প্রশ্নের উত্তর একটু চিন্তা করে রাখবেন। আর এসব বিষয়ে ভালো দখল আনতে নিয়মিত পত্রিকা পড়ার কোনো বিকল্প নেই।
আন্তর্জাতিক সম্পর্কিত
বর্তমান বিশ্বে আলোচিত যেসব ঘটনাপ্রবাহ পুরো বিশ্বকে নড়বড়ে করে রেখেছে, যেসব ঘটনার প্রভাবে পুরো পৃথিবীর অর্থনীতি আজ হুমকির পথে, যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, চীন-তাইওয়ান সংকট, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিসহ বিভিন্ন জোটের সুদূরপ্রসারী প্রভাব, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এসব ঘটনার ফলে বিশ্বব্যাপী যেসব অস্থিরতা সৃষ্টি হয়েছে, সেগুলো সমাধানে বিশ্বব্যাপী কী কী সিদ্ধান্ত গৃহীত হচ্ছে তা জানার চেষ্টা করবেন।
ব্যাংকিং ও অর্থনীতি সম্পর্কিত
একজন কেন্দ্রীয় ব্যাংকার হিসেবে এ সেগমেন্টটি সব ধরনের মৌখিক পরীক্ষার্থীর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ক্যাশলেস বাংলাদেশ নামের এক নবদিগন্তের সূচনা হয়েছে, যা দেশব্যাপী বাস্তবায়ন করার জন্য কেন্দ্রীয় ব্যাংক নিরন্তর কাজ করে যাচ্ছে। এ ছাড়া চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে অনলাইন ব্যাংকিংয়ের বিভিন্ন সেবা, যেমন BACH, BEFTN, RTGS, NPSB, ATM, BINIMOY এসব সেবা সম্পর্কে জানতে হবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ, রকেট, নগদ—এগুলোর কার্যক্রম সম্পর্কে জানতে হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক অর্ডার-১৯৭২, ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট -১৯৯১, মানি লন্ডারিং অ্যাক্ট-২০১২—এগুলো সম্পর্কে আইডিয়া থাকা ভালো। বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে বাংলাদেশের সব কার্যক্রম একদম নখদর্পণে রাখতে হবে। আইএমএফ ও বিশ্বব্যাংকে ঋণ গ্রহণের মাধ্যমে দেশের অর্থনীতি কীভাবে ঘুরে দাঁড়াচ্ছে, পাশাপাশি বিশ্বের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কার্যক্রম সম্পর্কে আইডিয়া নিতে হবে। মানিট্যারি পলিসি, ফিসক্যাল পলিসি—এসব পলিসির উপাদান, কারা এসব বাস্তবায়ন করে, কীভাবে বাজেটের ঘাটতি পূরণ করা হয়, সেসব বিষয়ে জানতে হবে। দেশের অর্থনীতিতে বিদ্যমান সব সমস্যা সমাধানকল্পে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, সে-সম্পর্কে ধারণা নিয়ে যেতে হবে।
মুক্তিযুদ্ধ ও শেখ মুজিবুর রহমান
মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হবে। ১৯৭১ সালের বাংলাদেশ থেকে আজ কীভাবে উন্নয়নশীল দেশগুলোর রোল মডেল হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে—সে-সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
পরিশেষে বলতে চাই, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঘটে যাওয়া সব সাম্প্রতিক ঘটনা সম্পর্কে ধারণা রাখতে হবে। নিয়মিত পত্রিকা পড়তে হবে। আত্মবিশ্বাসের সঙ্গে ভাইভা দিলে ভালো কিছু অবশ্যই আপনার জন্য অপেক্ষা করছে। সবার জন্য শুভকামনা।
শিমুল ভট্টাচার্য্য
সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নির্দিষ্ট সময়ে শিক্ষক-কর্মচারীরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেতন-ভাতা ব্যাংক হিসাব থেকে উত্তোলন করতে পারবেন
২ ঘণ্টা আগে২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে হয়নি বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান
৩ ঘণ্টা আগেআগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফি জমা দেওয়া যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত
৩ ঘণ্টা আগেসাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
৯ ঘণ্টা আগে