মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অপার সুযোগ রয়েছে। দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানা ধরনের বৃত্তি দিয়ে থাকে। তেমনি একটি বৃত্তি ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রাম ২০২৪-২০২৫। এই বৃত্তির চাহিদা সারা বিশ্বের শিক্ষার্থীদের কাছে রয়েছে। কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রাম মার্কিন যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বের উঠতি নেতাদের একত্র করে, যাঁরা তাঁদের সম্প্রদায় এবং দেশগুলোতে চ্যালেঞ্জের সমাধান খুঁজে বের করার প্রতিশ্রুতি প্রদর্শন করেন। বৃত্তিপ্রাপ্তরা কলাম্বিয়া ওয়ার্ল্ড প্রজেক্টের ক্যাম্পাসে সম্পূর্ণ অর্থায়িত ৯ মাসের রেসিডেন্সি সম্পন্ন করবে। এতে করে তাঁদের জ্ঞান এবং দক্ষতা আরও ঝালিয়ে নিতে পারবেন। পাশাপাশি নেটওয়ার্ক তৈরি হবে। আগ্রহীরা বৃত্তিটিতে আবেদন করতে পারেন।
সুযোগ-সুবিধা
■ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিউইয়র্ক সিটিতে জীবনযাত্রার খরচ হিসেবে মাসিক উপবৃত্তি দেওয়া হবে।
■ বৃত্তিপ্রাপ্তদের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হাঁটা দূরত্বের মধ্যে একটি সজ্জিত স্টুডিও অ্যাপার্টমেন্টে বাসস্থানের ব্যবস্থা করা হবে।
■ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে চারটি কোর্স পর্যন্ত সব টিউশন ফি দেওয়া হবে।
■ বৃত্তিপ্রাপ্তরা নিউইয়র্ক সিটিতে প্রোগ্রাম চলাকালীন প্রাথমিক চিকিৎসা এবং জীবনবিমার সুবিধা পাবেন।
■ শিক্ষার্থীরা নিজের দেশে যাতায়াতের জন্য বিমান টিকিট পাবেন। পাশাপাশি কোনো প্রোগ্রাম-সম্পর্কিত কার্যক্রম অংশগ্রহণে বিমানে যাতায়াতের সুবিধা দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রাম মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান স্কলারদের বৃত্তি দেবে। এই বৃত্তি পেতে নিম্নলিখিত মানদণ্ড পূরণ করতে হবে।
■ উদীয়মান নেতৃত্ব, যাঁরা তাঁদের নিজস্ব ক্ষেত্রে অর্থপূর্ণ অবদান রেখেছেন।
■ একটি সম্প্রদায়, অঞ্চল বা দেশের মধ্যে সেবা এবং নেতৃত্বদানের গুণাবলি রয়েছে।
■ ইংরেজিতে সাবলীল (মৌখিক, লিখিত ও কথ্য)
ন্যূনতম স্কোর
■ টোফেল-ইন্টারনেটভিত্তিক পরীক্ষা: ১০০
■ টোফেল-পেপারভিত্তিক পরীক্ষা: ৬০০
■ আইইএলটিএস একাডেমিক: ৭
■ ইংরেজি একাডেমিক পিয়ারসন টেস্ট: ৬৮
■ Duolingo ইংরেজি পরীক্ষা: ১২০ (জুলাই ২০১৯ এর আগে নেওয়া পরীক্ষায় ৭৫)
আবেদন প্রক্রিয়া
অ্যাপ্লিকেশন লিংকে ক্লিক করে আবেদন করতে অ্যাকাউন্ট তৈরি করুন। অনলাইনে আবেদন জমা দিতে নিম্নলিখিত নথি অন্তর্ভুক্ত করুন।
■ পূরণ করা অনলাইন
আবেদনপত্র
■ জীবনবৃত্তান্ত/সিভি
■ ব্যক্তিগত ভিডিও বিবৃতি
■ সংক্ষিপ্ত প্রবন্ধ প্রশ্নের উত্তর
■ ইংরেজি দক্ষতার প্রমাণ
■ সুপারিশের দুটি চিঠি
আবেদনের শেষ তারিখ ১২ ডিসেম্বর ২০২৩। বিস্তারিত জানতে
ক্লিক করুন
অনুবাদ: জুবায়ের আহম্মেদ