মারুফা মাহজাবীন মম
টাইমস হায়ার এডুকেশনের মতে, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় প্রথম হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ইংল্যান্ডে অবস্থিত শিক্ষা ও গবেষণায় সেরা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১০৯৬ সালে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘রোডস স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তির পরিমাণ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বৃত্তির আওতায় মাসে ১ হাজার ৫৯১ পাউন্ড বা বছরে ১৯ হাজার ৯২ পাউন্ড তহবিল হিসেবে দেওয়া হবে।
সুযোগ-সুবিধা
⬤ সম্পূর্ণ কোর্স ফি মওকুফ করা হবে।
⬤ বার্ষিক উপবৃত্তি দেওয়া হবে।
⬤ বাসস্থান খরচ দেওয়া হবে।
⬤ জীবনযাত্রার খরচ হিসেবে তহবিল দেওয়া হবে।
⬤ ভিসা ফি বাবদ খরচ দেওয়া হবে।
⬤ স্বাস্থ্যবিমার সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা
⬤ স্নাতকে প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪-এর মধ্যে ৩.৭০ পেতে হবে।
⬤ স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের বয়স ১ অক্টোবর, ২০২৪-এ ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। দেরিতে স্নাতক সম্পন্ন করেছেন এমন শিক্ষার্থীর বয়স ১ অক্টোবর, ২০২৪-এ ২৭ বছরের কম এবং ১ অক্টোবর, ২০২৩-এ বা এরপরে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে।
⬤ ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ দিতে হবে।
প্রয়োজনীয় নথি
⬤ জীবনবৃত্তান্ত
⬤ জন্মনিবন্ধন
⬤ জাতীয় পরিচয়পত্র
⬤ পাসপোর্ট
⬤ একাডেমিক ট্রান্সক্রিপ্ট
⬤ একাডেমিক বিবৃতি
⬤ ব্যক্তিগত বিবৃতি
⬤ টোয়েফল/আইইএলটিএস সনদ
⬤ রেফারেন্স লেটার
আবেদনের শেষ সময়: ১ আগস্ট, ২০২৪।
আবেদনের প্রক্রিয়া
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে রোডস বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের প্রক্রিয়া এবং বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে পারবেন এই ওয়েবসাইটে।
সূত্র: রোডস ট্রাস্ট ওয়েবসাইট।
টাইমস হায়ার এডুকেশনের মতে, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় প্রথম হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ইংল্যান্ডে অবস্থিত শিক্ষা ও গবেষণায় সেরা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১০৯৬ সালে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘রোডস স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তির পরিমাণ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বৃত্তির আওতায় মাসে ১ হাজার ৫৯১ পাউন্ড বা বছরে ১৯ হাজার ৯২ পাউন্ড তহবিল হিসেবে দেওয়া হবে।
সুযোগ-সুবিধা
⬤ সম্পূর্ণ কোর্স ফি মওকুফ করা হবে।
⬤ বার্ষিক উপবৃত্তি দেওয়া হবে।
⬤ বাসস্থান খরচ দেওয়া হবে।
⬤ জীবনযাত্রার খরচ হিসেবে তহবিল দেওয়া হবে।
⬤ ভিসা ফি বাবদ খরচ দেওয়া হবে।
⬤ স্বাস্থ্যবিমার সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা
⬤ স্নাতকে প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪-এর মধ্যে ৩.৭০ পেতে হবে।
⬤ স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের বয়স ১ অক্টোবর, ২০২৪-এ ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। দেরিতে স্নাতক সম্পন্ন করেছেন এমন শিক্ষার্থীর বয়স ১ অক্টোবর, ২০২৪-এ ২৭ বছরের কম এবং ১ অক্টোবর, ২০২৩-এ বা এরপরে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে।
⬤ ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ দিতে হবে।
প্রয়োজনীয় নথি
⬤ জীবনবৃত্তান্ত
⬤ জন্মনিবন্ধন
⬤ জাতীয় পরিচয়পত্র
⬤ পাসপোর্ট
⬤ একাডেমিক ট্রান্সক্রিপ্ট
⬤ একাডেমিক বিবৃতি
⬤ ব্যক্তিগত বিবৃতি
⬤ টোয়েফল/আইইএলটিএস সনদ
⬤ রেফারেন্স লেটার
আবেদনের শেষ সময়: ১ আগস্ট, ২০২৪।
আবেদনের প্রক্রিয়া
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে রোডস বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের প্রক্রিয়া এবং বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে পারবেন এই ওয়েবসাইটে।
সূত্র: রোডস ট্রাস্ট ওয়েবসাইট।
সাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
৩ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে অনশন করছেন শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোহা চত্বরে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন তিন শিক্ষার্থী। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে যুক্ত হন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকিউএসি’র যৌথ উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটির সিন্ডিকেট রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৭ ঘণ্টা আগেএইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষণে ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে ৪ হাজার ৪০৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৮৭২ জন, নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন ৫৯২ জন। আর ফেল থেকে জিপিএ ফাইভ পেয়েছেন ২ জন।
২০ ঘণ্টা আগে