নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম হত্যার তদন্তের জন্য নেপালে গিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দল। ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে চারজনের দলটি আজ শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে ঢাকা ছাড়ে।
কাঠমান্ডুর উদ্দেশে রওয়ানা দেওয়ার আগে ডিবিপ্রধান সকাল ১০টার দিকে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছি৷ এ ছাড়া হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর অন্য আসামিরাও নেপালে যেতে পারেন। পাশাপাশি গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেই সব তথ্যও ক্রসচেক করা হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অনেক সন্ত্রাসী কাঠমান্ডুকে ব্যবহার করছে। এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনও কাঠমান্ডুর মাটি ব্যবহার করে অন্য দেশে চলে গেছেন। এমন আরও আসামিদের বিষয়েও তথ্য পাচ্ছি। সব দিক বিবেচনা করে আমরা সেখানে যাচ্ছি।’
হারুন বলেন, ‘আগেও শীর্ষ সন্ত্রাসীরা নেপালে পালিয়ে থেকেছে। তদন্তের কাজেই আমরা নেপালের কাঠমান্ডু যাচ্ছি। নেপালের পুলিশের কাছে তদন্তে সহযোগিতা চাইব।’
এই তদন্ত দলে হারুনসহ ডিবির তিন সদস্য ও ন্যাশনাল ক্রাইম ব্যুরোর (এনসিবি) এক সদস্য রয়েছেন।
কলকাতা পুলিশ বলছে, এমপি আনার খুনের ঘটনায় তদন্তের এই পর্যায়ে পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিশেষ একটি তদন্ত দল গঠন করেছে। খুন হওয়া এমপির জামাকাপড়, মাথার খুলি, হাড় খুঁজে পাওয়ার ব্যাপারে সিআইডির গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা দুই ভাগে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছেন।
এরই মধ্যে কলকাতার পুলিশের একটি দল নেপালে গেছে। তাছাড়া তাদের হেফাজতে থাকা এই হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন ‘কসাই’ জিহাদ হাওয়লাদারের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সিয়ামকে খুঁজতে নেপালের পুলিশের সঙ্গে দেশটিতে যৌথ অভিযানে অংশ নিচ্ছে তারা।
টানা তিনবারের এমপি ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান। পরে তিনি নিখোঁজ হন। একপর্যায়ে খবর পাওয়া যায়, চোরাচালানের ২০০ কোটি টাকার সোনা নিয়ে দ্বন্দ্বে ১৩ মে তিনি সেখানে খুন হয়েছেন। এই হত্যার পরিকল্পনা করেন তাঁর যুক্তরাষ্ট্রপ্রবাসী বন্ধু আক্তারুজ্জামান শাহীন।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম হত্যার তদন্তের জন্য নেপালে গিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দল। ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে চারজনের দলটি আজ শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে ঢাকা ছাড়ে।
কাঠমান্ডুর উদ্দেশে রওয়ানা দেওয়ার আগে ডিবিপ্রধান সকাল ১০টার দিকে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছি৷ এ ছাড়া হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর অন্য আসামিরাও নেপালে যেতে পারেন। পাশাপাশি গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেই সব তথ্যও ক্রসচেক করা হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অনেক সন্ত্রাসী কাঠমান্ডুকে ব্যবহার করছে। এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনও কাঠমান্ডুর মাটি ব্যবহার করে অন্য দেশে চলে গেছেন। এমন আরও আসামিদের বিষয়েও তথ্য পাচ্ছি। সব দিক বিবেচনা করে আমরা সেখানে যাচ্ছি।’
হারুন বলেন, ‘আগেও শীর্ষ সন্ত্রাসীরা নেপালে পালিয়ে থেকেছে। তদন্তের কাজেই আমরা নেপালের কাঠমান্ডু যাচ্ছি। নেপালের পুলিশের কাছে তদন্তে সহযোগিতা চাইব।’
এই তদন্ত দলে হারুনসহ ডিবির তিন সদস্য ও ন্যাশনাল ক্রাইম ব্যুরোর (এনসিবি) এক সদস্য রয়েছেন।
কলকাতা পুলিশ বলছে, এমপি আনার খুনের ঘটনায় তদন্তের এই পর্যায়ে পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিশেষ একটি তদন্ত দল গঠন করেছে। খুন হওয়া এমপির জামাকাপড়, মাথার খুলি, হাড় খুঁজে পাওয়ার ব্যাপারে সিআইডির গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা দুই ভাগে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছেন।
এরই মধ্যে কলকাতার পুলিশের একটি দল নেপালে গেছে। তাছাড়া তাদের হেফাজতে থাকা এই হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন ‘কসাই’ জিহাদ হাওয়লাদারের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সিয়ামকে খুঁজতে নেপালের পুলিশের সঙ্গে দেশটিতে যৌথ অভিযানে অংশ নিচ্ছে তারা।
টানা তিনবারের এমপি ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান। পরে তিনি নিখোঁজ হন। একপর্যায়ে খবর পাওয়া যায়, চোরাচালানের ২০০ কোটি টাকার সোনা নিয়ে দ্বন্দ্বে ১৩ মে তিনি সেখানে খুন হয়েছেন। এই হত্যার পরিকল্পনা করেন তাঁর যুক্তরাষ্ট্রপ্রবাসী বন্ধু আক্তারুজ্জামান শাহীন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১১ দিন আগে