নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলমান লকডাউনের মধ্যেও সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানের পাশাপাশি প্রায় দুই মাস পর লেনদেন হয়েছে দুই হাজার ১৮৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। গত ১০ জুন ডিএসইতে ২ হাজার ৬৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, ডিএসইতে সোমবার তিনটি রেকর্ড হয়েছে। বাজার মূলধন ও প্রধান দুটি সূচক রেকর্ড উচ্চতায় উঠেছে। এর আগে সর্বশেষ গত ১৯ জুলাইও এক দিনে তিন রেকর্ড হয়েছিল। ওই সময় বাজার মূলধন ও প্রধান দুটি সূচকে এ রেকর্ড হয়েছিল।
লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যবৃদ্ধির কারণে এ রেকর্ড হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইতে বাছাই করা ৩০ কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৪ পয়েন্টে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি এ দুটি সূচক চালু হয়েছিল। চালু হওয়ার প্রায় সাড়ে আট বছর পর সোমবার সূচক দুটি সর্বোচ্চ উচ্চতায় উঠেছে।
এ ছাড়া সোমবার ডিএসইর বাজার মূলধন এক দিনে ৩ হাজার ৪৬৬ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৮৩১ কোটি টাকায়। যা এখন পর্যন্ত সর্বোচ্চ বাজার মূলধন।
ডিএসইর তথ্যানুযায়ী, ২০১৭ সালের নভেম্বরে প্রধান সূচক ডিএসইএক্স সর্বোচ্চ ৬ হাজার ৩৩৭ পয়েন্টের রেকর্ড উচ্চতায় উঠেছিল। পরবর্তীতে তা কমতে কমতে ২০২০ সালের মার্চে সর্বনিম্ন ৩ হাজার ৬০০ পয়েন্টে নেমে গিয়েছিল।
সোমবার ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৮ টির এবং ২৫ টির দাম অপরিবর্তিত ছিল।
এছাড়াও ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো, সাইফ পাওয়ারটেক, ওরিয়ন ফার্মা, জিপিএইচ ইস্পাত, ফু-ওয়াং সিরামিক, এস এস স্টিল, সিলকো ফার্মাসিউটিক্যাল, আলিফ ম্যানুফ্যাকচারিং, পিপলস ইনস্যুরেন্স এবং ফার কেমিক্যাল।
সোমবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ২২৩ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৭৩ কোটি চার লাখ টাকা। সিএসইতে লেনদেনকৃত ৩২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩১ টির দাম বেড়েছে, কমেছে ৬৯ টির এবং ২৩ টির দাম অপরিবর্তিত ছিল।
চলমান লকডাউনের মধ্যেও সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানের পাশাপাশি প্রায় দুই মাস পর লেনদেন হয়েছে দুই হাজার ১৮৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। গত ১০ জুন ডিএসইতে ২ হাজার ৬৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, ডিএসইতে সোমবার তিনটি রেকর্ড হয়েছে। বাজার মূলধন ও প্রধান দুটি সূচক রেকর্ড উচ্চতায় উঠেছে। এর আগে সর্বশেষ গত ১৯ জুলাইও এক দিনে তিন রেকর্ড হয়েছিল। ওই সময় বাজার মূলধন ও প্রধান দুটি সূচকে এ রেকর্ড হয়েছিল।
লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যবৃদ্ধির কারণে এ রেকর্ড হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইতে বাছাই করা ৩০ কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৪ পয়েন্টে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি এ দুটি সূচক চালু হয়েছিল। চালু হওয়ার প্রায় সাড়ে আট বছর পর সোমবার সূচক দুটি সর্বোচ্চ উচ্চতায় উঠেছে।
এ ছাড়া সোমবার ডিএসইর বাজার মূলধন এক দিনে ৩ হাজার ৪৬৬ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৮৩১ কোটি টাকায়। যা এখন পর্যন্ত সর্বোচ্চ বাজার মূলধন।
ডিএসইর তথ্যানুযায়ী, ২০১৭ সালের নভেম্বরে প্রধান সূচক ডিএসইএক্স সর্বোচ্চ ৬ হাজার ৩৩৭ পয়েন্টের রেকর্ড উচ্চতায় উঠেছিল। পরবর্তীতে তা কমতে কমতে ২০২০ সালের মার্চে সর্বনিম্ন ৩ হাজার ৬০০ পয়েন্টে নেমে গিয়েছিল।
সোমবার ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৮ টির এবং ২৫ টির দাম অপরিবর্তিত ছিল।
এছাড়াও ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো, সাইফ পাওয়ারটেক, ওরিয়ন ফার্মা, জিপিএইচ ইস্পাত, ফু-ওয়াং সিরামিক, এস এস স্টিল, সিলকো ফার্মাসিউটিক্যাল, আলিফ ম্যানুফ্যাকচারিং, পিপলস ইনস্যুরেন্স এবং ফার কেমিক্যাল।
সোমবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ২২৩ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৭৩ কোটি চার লাখ টাকা। সিএসইতে লেনদেনকৃত ৩২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩১ টির দাম বেড়েছে, কমেছে ৬৯ টির এবং ২৩ টির দাম অপরিবর্তিত ছিল।
দীর্ঘদিন ধরেই ডলারের অস্থিরতা ও সংকটে ভুগছিল দেশ। সেটি এখনো পুরোপুরি দূর হয়নি। তবে, প্রায় আড়াই বছরের বেশি সময় পর এখন বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগেসোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১৪ নভেম্বর এই সভার আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগেএসিআই পাওয়ার সলিউশন ২৬ তম পাওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণ করেছে। এটি ১৪-১৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। এসিআই পাওয়ার সলিউশনের এক্সপোতে অংশগ্রহণের মূল লক্ষ্য সব নতুন পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানো। যার মধ্যে রেইকেম কেবল এক্সেসরিজ, স্নেইডার সার্কিট ব্র
২ ঘণ্টা আগেচলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর (তৃতীয়) প্রান্তিকে দেশের ১৭টি সাধারণ বিমা কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে। তবে একই সময়ে ২৩ কোম্পানির মুনাফা কমেছে। এ তথ্য ৪০টি সাধারণ বিমা কোম্পানির ১ জুলাই থেকে ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে