নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রামীণফোনের মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে বিনিয়োগ শিক্ষা ছড়িয়ে দিতে চায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে গ্রামীণফোনের সঙ্গে বিএসইসি কাজ করবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে গ্রামীণফোনের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে খন্দকার রাশেদ মাকসুদ এ কথা বলেন।
সভায় বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অটো ম্যাগনে রিসবাক ও হেড অব ইনভেস্টর রিলেশনস চৌধুরী তাজরিন ইসরাত উপস্থিত ছিলেন।
রাশেদ মাকসুদ বলেন, দেশের বৃহত্তম মোবাইল টেলিকমিউনিকেশন অপারেটর গ্রামীণফোনের রয়েছে দেশের সকল শ্রেণিপেশার মানুষের সঙ্গে সরাসরি ও দ্রুত যোগাযোগের সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে জনসাধারণের মাঝে বিনিয়োগ শিক্ষা ছড়িয়ে দিতে বিএসইসি ও গ্রামীণফোন একসঙ্গে কাজ করবে।
বিএসইসি চেয়ারম্যান বলেন, বাজার মূলধন বিবেচনায় দেশের স্টক এক্সচেঞ্জের সর্ববৃহৎ কোম্পানি গ্রামীণফোন। এটি বাংলাদেশের বৃহত্তম মোবাইল টেলিকমিউনিকেশন অপারেটর। দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে যেমন গ্রামীণফোনের ভূমিকা রয়েছে, তেমনি আগামীতে দেশের পুঁজিবাজারকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে গ্রামীণফোন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে প্রত্যাশা রাখি।
সভায় পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। গ্রামীণফোনের বিদ্যামান বাজার এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও সুযোগ-সম্ভাবনা, পুঁজিবাজারের উন্নয়ন এবং বিনিয়োগকারীদের সচেতনতা ও আস্থা বৃদ্ধি, দেশে বিনিয়োগ শিক্ষার প্রসার ও বিকাশ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসইসি। এর আগে গত ৭ অক্টোবর দেশের শীর্ষ মেঘনা, সিটি ও পিএইচপি গ্রুপের অধীনে থাকা মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার জন্য মালিকদের সঙ্গে বৈঠক করে বিএসইসি।
সভায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান এবং পিএইচপি গ্রুপের পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ উপস্থিত ছিলেন।
এরই ধারাবাহিকতায় গত সোমবার চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলে চট্টগ্রামভিত্তিক বড় শিল্প গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন বিএসইসি চেয়ারম্যান ও কমিশনাররা। সভায় পিএইচপি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, বিএসআরএম গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরসহ অন্য উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে চট্টগ্রামের স্থানীয় বৃহৎ শিল্পগোষ্ঠীর অধীনে থাকা শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া, তালিকাভুক্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা ও জটিলতা, ব্যাংকের পরিবর্তে পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থায়ন, ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
গ্রামীণফোনের মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে বিনিয়োগ শিক্ষা ছড়িয়ে দিতে চায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে গ্রামীণফোনের সঙ্গে বিএসইসি কাজ করবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে গ্রামীণফোনের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে খন্দকার রাশেদ মাকসুদ এ কথা বলেন।
সভায় বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অটো ম্যাগনে রিসবাক ও হেড অব ইনভেস্টর রিলেশনস চৌধুরী তাজরিন ইসরাত উপস্থিত ছিলেন।
রাশেদ মাকসুদ বলেন, দেশের বৃহত্তম মোবাইল টেলিকমিউনিকেশন অপারেটর গ্রামীণফোনের রয়েছে দেশের সকল শ্রেণিপেশার মানুষের সঙ্গে সরাসরি ও দ্রুত যোগাযোগের সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে জনসাধারণের মাঝে বিনিয়োগ শিক্ষা ছড়িয়ে দিতে বিএসইসি ও গ্রামীণফোন একসঙ্গে কাজ করবে।
বিএসইসি চেয়ারম্যান বলেন, বাজার মূলধন বিবেচনায় দেশের স্টক এক্সচেঞ্জের সর্ববৃহৎ কোম্পানি গ্রামীণফোন। এটি বাংলাদেশের বৃহত্তম মোবাইল টেলিকমিউনিকেশন অপারেটর। দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে যেমন গ্রামীণফোনের ভূমিকা রয়েছে, তেমনি আগামীতে দেশের পুঁজিবাজারকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে গ্রামীণফোন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে প্রত্যাশা রাখি।
সভায় পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। গ্রামীণফোনের বিদ্যামান বাজার এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও সুযোগ-সম্ভাবনা, পুঁজিবাজারের উন্নয়ন এবং বিনিয়োগকারীদের সচেতনতা ও আস্থা বৃদ্ধি, দেশে বিনিয়োগ শিক্ষার প্রসার ও বিকাশ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসইসি। এর আগে গত ৭ অক্টোবর দেশের শীর্ষ মেঘনা, সিটি ও পিএইচপি গ্রুপের অধীনে থাকা মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার জন্য মালিকদের সঙ্গে বৈঠক করে বিএসইসি।
সভায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান এবং পিএইচপি গ্রুপের পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ উপস্থিত ছিলেন।
এরই ধারাবাহিকতায় গত সোমবার চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলে চট্টগ্রামভিত্তিক বড় শিল্প গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন বিএসইসি চেয়ারম্যান ও কমিশনাররা। সভায় পিএইচপি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, বিএসআরএম গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরসহ অন্য উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে চট্টগ্রামের স্থানীয় বৃহৎ শিল্পগোষ্ঠীর অধীনে থাকা শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া, তালিকাভুক্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা ও জটিলতা, ব্যাংকের পরিবর্তে পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থায়ন, ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় তারল্য ঘাটটি মেটাতে দুর্বল সাতটি ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে সবল ৯টি ব্যাংক। তবে এসব দুর্বল ব্যাংক থেকে চাওয়া হয়েছিল ১১ হাজার ১০০ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আ
৩ ঘণ্টা আগেদেশে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভেজাল, নকল, মানহীন, অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সামগ্রী। বাংলাদেশ যেন বিদেশি এসব পণ্যের ডাম্পিং স্টেশন। প্রতিরোধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় দিন দিন এসব পণ্যে সয়লাব হচ্ছে বাজার। বিদেশ থেকে চোরাই পথে বিপুল পরিমাণে নিম্নমানের ভেজাল প্রসাধনী ঢুকছে দেশে।
৬ ঘণ্টা আগেরাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী নির্মাণ, আবাসন, বিদ্যুৎ ও সংশ্লিষ্ট সরঞ্জামকেন্দ্রিক দেশের সবচেয়ে বড় ছয়টি পৃথক আন্তর্জাতিক প্রদর্শনী। চলবে ১৬ নভেম্বর পর্যন্ত
৮ ঘণ্টা আগেব্রোকারেজ হাউস সাবভ্যালি সিকিউরিটিজের সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। মূলধন ঋণাত্মক ও বিনিয়োগের বিপরীতে দেওয়া ঋণের অনুপাত অনেক বেশি হওয়ায় এই নির্দেশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
৮ ঘণ্টা আগে