নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তদন্তের খবরে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দরপতন হয়েছে। আজ মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির দর কমেছে ১ দশমিক ৮৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দিনের শুরুতে ডিএসইতে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ ১০ শতাংশ দরপতন হয়। তবে লেনদেনের কিছু সময় অতিবাহিত হওয়ার পর কিছুটা পুনরুদ্ধার হয় শেয়ারের দাম। লেনদেনের প্রথম ৩০ মিনিটে এই দরপতন ৩ শতাংশে নেমে আসে। আর দিন শেষে দরপতন হয় ১ দশমিক ৮৭ শতাংশ বা ৩ টাকা ৩০ পয়সা। শেয়ারটি সর্বশেষ হাতবদল হয়েছে ১৭৩ টাকা ২০ পয়সা।
গত রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ দেয়। বিএসইসির আদেশে বলা হয়, সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এ মূল্যবৃদ্ধির পেছনে কোনো ধরনের কারসাজি বা সুবিধাভোগী লেনদেন বা আইন লঙ্ঘনের ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। ৩০ কার্যদিবসের মধ্যে এ–সংক্রান্ত প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয় আদেশে।
এছাড়া পুঁজিবাজারের ব্রোকারেজ হাউসের লেনদেনকারী কর্মকর্তা ও প্রধান নির্বাহীদের কোম্পানিটির শেয়ারের সন্দেহজনক লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
ডিএসইর তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। গত ১৮ আগস্ট কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৯১ টাকা, যা গতকাল দাঁড়ায় ১৭৩ টাকা ২০ পয়সায়। সেই হিসাবে শেয়ারের দাম ৮২ টাকা ২০ পয়সা বা ৯০ শতাংশ বেড়েছে। যদিও গতকাল দিনের শুরুতে এটির দাম কমে ১৫৯ টাকায় নেমেছিল।
কোম্পানি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এটির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটি লোকসান গুনছে। ফলে বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার আর্থিক সামর্থ্যও নেই কোম্পানিটির। ২০২৩ সালে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। তা সত্ত্বেও হু হু করে বাড়ছে এটির শেয়ারের দাম। দীর্ঘদিন ধরেই পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটছে। তবে অতীতে ব্যবস্থা নেওয়া হয়নি। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হতে থাকলে কারণ খতিয়ে দেখতে ডিএসইকে নির্দেশ দেওয়া হয়।
অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তদন্তের খবরে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দরপতন হয়েছে। আজ মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির দর কমেছে ১ দশমিক ৮৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দিনের শুরুতে ডিএসইতে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ ১০ শতাংশ দরপতন হয়। তবে লেনদেনের কিছু সময় অতিবাহিত হওয়ার পর কিছুটা পুনরুদ্ধার হয় শেয়ারের দাম। লেনদেনের প্রথম ৩০ মিনিটে এই দরপতন ৩ শতাংশে নেমে আসে। আর দিন শেষে দরপতন হয় ১ দশমিক ৮৭ শতাংশ বা ৩ টাকা ৩০ পয়সা। শেয়ারটি সর্বশেষ হাতবদল হয়েছে ১৭৩ টাকা ২০ পয়সা।
গত রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ দেয়। বিএসইসির আদেশে বলা হয়, সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এ মূল্যবৃদ্ধির পেছনে কোনো ধরনের কারসাজি বা সুবিধাভোগী লেনদেন বা আইন লঙ্ঘনের ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। ৩০ কার্যদিবসের মধ্যে এ–সংক্রান্ত প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয় আদেশে।
এছাড়া পুঁজিবাজারের ব্রোকারেজ হাউসের লেনদেনকারী কর্মকর্তা ও প্রধান নির্বাহীদের কোম্পানিটির শেয়ারের সন্দেহজনক লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
ডিএসইর তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। গত ১৮ আগস্ট কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৯১ টাকা, যা গতকাল দাঁড়ায় ১৭৩ টাকা ২০ পয়সায়। সেই হিসাবে শেয়ারের দাম ৮২ টাকা ২০ পয়সা বা ৯০ শতাংশ বেড়েছে। যদিও গতকাল দিনের শুরুতে এটির দাম কমে ১৫৯ টাকায় নেমেছিল।
কোম্পানি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এটির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটি লোকসান গুনছে। ফলে বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার আর্থিক সামর্থ্যও নেই কোম্পানিটির। ২০২৩ সালে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। তা সত্ত্বেও হু হু করে বাড়ছে এটির শেয়ারের দাম। দীর্ঘদিন ধরেই পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটছে। তবে অতীতে ব্যবস্থা নেওয়া হয়নি। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হতে থাকলে কারণ খতিয়ে দেখতে ডিএসইকে নির্দেশ দেওয়া হয়।
দক্ষিণের বিভাগীয় শহর খুলনায় উদ্বোধন হয়েছে ওয়ালটন কম্পিউটারের নতুন শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার। নগরীর প্রাণকেন্দ্র খান-এ-সবুর রোডে অবস্থিত কম্পিউটার পণ্যের মার্কেট জলিল টাওয়ারের তৃতীয় তলায় ওয়ালটনের কম্পিউটার পণ্যের জন্য ডেডিকেটেড এই আউটলেট চালু করা হয়েছে। এখান থেকে ক্রেতারা ওয়ালটনের সব ধরনের কম্পিউ
৭ মিনিট আগেশীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পেরোল চুক্তি সই করেছে জালালাবাদ মেটাল লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠানটির সঙ্গে এ চুক্তি করে প্রাইম ব্যাংক।
১২ মিনিট আগেবাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় তারল্য ঘাটটি মেটাতে দুর্বল সাতটি ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে সবল ৯টি ব্যাংক। তবে এসব দুর্বল ব্যাংক থেকে চাওয়া হয়েছিল ১১ হাজার ১০০ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আ
৯ ঘণ্টা আগেদেশে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভেজাল, নকল, মানহীন, অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সামগ্রী। বাংলাদেশ যেন বিদেশি এসব পণ্যের ডাম্পিং স্টেশন। প্রতিরোধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় দিন দিন এসব পণ্যে সয়লাব হচ্ছে বাজার। বিদেশ থেকে চোরাই পথে বিপুল পরিমাণে নিম্নমানের ভেজাল প্রসাধনী ঢুকছে দেশে।
১২ ঘণ্টা আগে