তদন্তের খবরে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ারের দরপতন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ১৯

অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তদন্তের খবরে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দরপতন হয়েছে। আজ মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির দর কমেছে ১ দশমিক ৮৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

দিনের শুরুতে ডিএসইতে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ ১০ শতাংশ দরপতন হয়। তবে লেনদেনের কিছু সময় অতিবাহিত হওয়ার পর কিছুটা পুনরুদ্ধার হয় শেয়ারের দাম। লেনদেনের প্রথম ৩০ মিনিটে এই দরপতন ৩ শতাংশে নেমে আসে। আর দিন শেষে দরপতন হয় ১ দশমিক ৮৭ শতাংশ বা ৩ টাকা ৩০ পয়সা। শেয়ারটি সর্বশেষ হাতবদল হয়েছে ১৭৩ টাকা ২০ পয়সা। 

গত রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ দেয়। বিএসইসির আদেশে বলা হয়, সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এ মূল্যবৃদ্ধির পেছনে কোনো ধরনের কারসাজি বা সুবিধাভোগী লেনদেন বা আইন লঙ্ঘনের ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। ৩০ কার্যদিবসের মধ্যে এ–সংক্রান্ত প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয় আদেশে। 

এছাড়া পুঁজিবাজারের ব্রোকারেজ হাউসের লেনদেনকারী কর্মকর্তা ও প্রধান নির্বাহীদের কোম্পানিটির শেয়ারের সন্দেহজনক লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। 

ডিএসইর তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। গত ১৮ আগস্ট কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৯১ টাকা, যা গতকাল দাঁড়ায় ১৭৩ টাকা ২০ পয়সায়। সেই হিসাবে শেয়ারের দাম ৮২ টাকা ২০ পয়সা বা ৯০ শতাংশ বেড়েছে। যদিও গতকাল দিনের শুরুতে এটির দাম কমে ১৫৯ টাকায় নেমেছিল। 

কোম্পানি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এটির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটি লোকসান গুনছে। ফলে বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার আর্থিক সামর্থ্যও নেই কোম্পানিটির। ২০২৩ সালে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। তা সত্ত্বেও হু হু করে বাড়ছে এটির শেয়ারের দাম। দীর্ঘদিন ধরেই পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটছে। তবে অতীতে ব্যবস্থা নেওয়া হয়নি। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হতে থাকলে কারণ খতিয়ে দেখতে ডিএসইকে নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত