নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের শেয়ারবাজারে টানা দরপতনে প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। বাজারে সূচকের অব্যাহত পতনের সঙ্গে লেনদেনেও দেখা দিয়েছে খরা। ফলে বিনিয়োগকারীদের হতাশা বেড়েই চলেছে। এমন প্রেক্ষাপটে আজ বুধবার বিক্ষোভ দেখিয়েছেন বিনিয়োগকারীরা।
আজ দুপুরে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এক মানববন্ধন থেকে বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করা হয়। তাঁরা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি জানান।
সংগঠনটির অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পুঁজিবাজারের ধারাবাহিক দরপতন চলছে। বিনিয়োগকারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন একটাই দাবি, বিএসইসির নতুন চেয়ারম্যানের পদত্যাগ।
তিনি বলেন, ‘একই সঙ্গে আমরা সরকারের কাছে দুই স্টক এক্সচেঞ্জ বাদ দিয়ে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি জানাচ্ছি। আর সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংকগুলোকে পুঁজিবাজারের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ থেকে বিরত রাখার দাবি জানাচ্ছি।’
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার পদত্যাগের পর শেয়ারবাজারে উল্লম্ফন দেখা দিলেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পতনের পাল্লা ভারী হয়েছে। এর মধ্যে বিএসইসিতে নতুন প্রশাসন কাজ শুরু করেছে, কিন্তু পরিস্থিতির উন্নয়ন হয়নি।
আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০১.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৬.৮০ পয়েন্ট কমে ১ হাজার ২২৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৬.৬৩ পয়েন্ট কমে ২ হাজার ২ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৪৯.৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৩২২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২২৭.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৩৬৯ পয়েন্টে।
আগের সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজারে সব থেকে কম লেনদেন হয়েছে। সেইসঙ্গে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠান। ফলে কমেছে সবকটি মূল্যসূচক।
দেশের শেয়ারবাজারে টানা দরপতনে প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। বাজারে সূচকের অব্যাহত পতনের সঙ্গে লেনদেনেও দেখা দিয়েছে খরা। ফলে বিনিয়োগকারীদের হতাশা বেড়েই চলেছে। এমন প্রেক্ষাপটে আজ বুধবার বিক্ষোভ দেখিয়েছেন বিনিয়োগকারীরা।
আজ দুপুরে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এক মানববন্ধন থেকে বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করা হয়। তাঁরা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি জানান।
সংগঠনটির অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পুঁজিবাজারের ধারাবাহিক দরপতন চলছে। বিনিয়োগকারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন একটাই দাবি, বিএসইসির নতুন চেয়ারম্যানের পদত্যাগ।
তিনি বলেন, ‘একই সঙ্গে আমরা সরকারের কাছে দুই স্টক এক্সচেঞ্জ বাদ দিয়ে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি জানাচ্ছি। আর সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংকগুলোকে পুঁজিবাজারের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ থেকে বিরত রাখার দাবি জানাচ্ছি।’
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার পদত্যাগের পর শেয়ারবাজারে উল্লম্ফন দেখা দিলেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পতনের পাল্লা ভারী হয়েছে। এর মধ্যে বিএসইসিতে নতুন প্রশাসন কাজ শুরু করেছে, কিন্তু পরিস্থিতির উন্নয়ন হয়নি।
আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০১.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৬.৮০ পয়েন্ট কমে ১ হাজার ২২৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৬.৬৩ পয়েন্ট কমে ২ হাজার ২ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৪৯.৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৩২২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২২৭.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৩৬৯ পয়েন্টে।
আগের সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজারে সব থেকে কম লেনদেন হয়েছে। সেইসঙ্গে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠান। ফলে কমেছে সবকটি মূল্যসূচক।
বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় তারল্য ঘাটটি মেটাতে দুর্বল সাতটি ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে সবল ৯টি ব্যাংক। তবে এসব দুর্বল ব্যাংক থেকে চাওয়া হয়েছিল ১১ হাজার ১০০ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আ
৭ ঘণ্টা আগেদেশে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভেজাল, নকল, মানহীন, অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সামগ্রী। বাংলাদেশ যেন বিদেশি এসব পণ্যের ডাম্পিং স্টেশন। প্রতিরোধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় দিন দিন এসব পণ্যে সয়লাব হচ্ছে বাজার। বিদেশ থেকে চোরাই পথে বিপুল পরিমাণে নিম্নমানের ভেজাল প্রসাধনী ঢুকছে দেশে।
১০ ঘণ্টা আগেরাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী নির্মাণ, আবাসন, বিদ্যুৎ ও সংশ্লিষ্ট সরঞ্জামকেন্দ্রিক দেশের সবচেয়ে বড় ছয়টি পৃথক আন্তর্জাতিক প্রদর্শনী। চলবে ১৬ নভেম্বর পর্যন্ত
১২ ঘণ্টা আগেব্রোকারেজ হাউস সাবভ্যালি সিকিউরিটিজের সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। মূলধন ঋণাত্মক ও বিনিয়োগের বিপরীতে দেওয়া ঋণের অনুপাত অনেক বেশি হওয়ায় এই নির্দেশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
১২ ঘণ্টা আগে