নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হঠাৎ করে দেশের পুঁজিবাজারে বড় উল্লম্ফন দেখিয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড (কেপিপিএল)। মাত্র পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫২ শতাংশের বেশি। অর্থাৎ পাঁচ দিনে কোম্পানিটির ১০০ টাকার শেয়ারে মুনাফা হয়েছে ৫২ টাকার বেশি।
দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে পুঁজিবাজারেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে কোম্পানিটির শেয়ারের এই দাম বাড়াকে অস্বাভাবিক বলছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। এমনকি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকেও কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক আখ্যায়িত করা হয়েছে।
ডিএসই থেকে জানানো হয়েছে, কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ডিএসই থেকে নোটিশ পাঠানো হয়। ওই নোটিশের জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে এবং লেনদেন বেড়েছে, তার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
ডিএসই থেকে এমন তথ্য দেওয়া হলেও গত সপ্তাহজুড়ে এক শ্রেণির বিনিয়োগকারীর কাছে কোম্পানিটির শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে পছন্দের শীর্ষে ছিল। এতে সপ্তাহজুড়েই ডিএসইতে দাম বাড়ার শীর্ষস্থান দখল করে কোম্পানিটির শেয়ার।
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫২ দশমিক ১৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা ১০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে বেড়েছে ৪৪ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৭ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ১১ টাকা ৭০ পয়সা।
অন্যভাবে বললে, গত সপ্তাহের লেনদেনের শুরুতেই কোনো বিনিয়োগকারী কোম্পানিটির ১০ লাখ টাকার শেয়ার কিনলে বর্তমানে তার বাজারমূল্য ১৫ লাখ ২১ হাজার ৩৬৭ টাকা। অর্থাৎ ১০ লাখ টাকায় মাত্র পাঁচ দিনেই লাভ পাওয়া যাচ্ছে ৫ লাখ ২১ হাজার ৩৬৭ টাকা।
হঠাৎ করে দেশের পুঁজিবাজারে বড় উল্লম্ফন দেখিয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড (কেপিপিএল)। মাত্র পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫২ শতাংশের বেশি। অর্থাৎ পাঁচ দিনে কোম্পানিটির ১০০ টাকার শেয়ারে মুনাফা হয়েছে ৫২ টাকার বেশি।
দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে পুঁজিবাজারেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে কোম্পানিটির শেয়ারের এই দাম বাড়াকে অস্বাভাবিক বলছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। এমনকি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকেও কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক আখ্যায়িত করা হয়েছে।
ডিএসই থেকে জানানো হয়েছে, কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ডিএসই থেকে নোটিশ পাঠানো হয়। ওই নোটিশের জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে এবং লেনদেন বেড়েছে, তার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
ডিএসই থেকে এমন তথ্য দেওয়া হলেও গত সপ্তাহজুড়ে এক শ্রেণির বিনিয়োগকারীর কাছে কোম্পানিটির শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে পছন্দের শীর্ষে ছিল। এতে সপ্তাহজুড়েই ডিএসইতে দাম বাড়ার শীর্ষস্থান দখল করে কোম্পানিটির শেয়ার।
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫২ দশমিক ১৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা ১০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে বেড়েছে ৪৪ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৭ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ১১ টাকা ৭০ পয়সা।
অন্যভাবে বললে, গত সপ্তাহের লেনদেনের শুরুতেই কোনো বিনিয়োগকারী কোম্পানিটির ১০ লাখ টাকার শেয়ার কিনলে বর্তমানে তার বাজারমূল্য ১৫ লাখ ২১ হাজার ৩৬৭ টাকা। অর্থাৎ ১০ লাখ টাকায় মাত্র পাঁচ দিনেই লাভ পাওয়া যাচ্ছে ৫ লাখ ২১ হাজার ৩৬৭ টাকা।
নেপাল থেকে ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক পদক্ষেপের সূচনা হয়। অনুষ্ঠানে অংশ নেন ভারতের বিদ্যুৎ, আবাসন ও নগরবিষয়ক মন্ত্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের...
২ ঘণ্টা আগেমূল্যস্ফীতির প্রভাব মধ্য ও নিম্ন আয়ের শ্রেণির মধ্যে প্রধানত ভোগের ওপর পড়ছে, কিন্তু উচ্চ আয়ের মানুষদের ওপর এর তেমন প্রভাব নেই। সাম্প্রতিক মাসগুলোতে ভারতে বিলাসদ্রব্যে মানুষের ব্যয় বাড়ছে। জার্মান বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক মার্সিডিজ–বেঞ্জের গাড়ি বিক্রি এ বছরের প্রথম নয় মাসে ভারতে ১৩ শতাংশ বেড়েছে, যা
৩ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরেই ডলারের অস্থিরতা ও সংকটে ভুগছিল দেশ। সেটি এখনো পুরোপুরি দূর হয়নি। তবে, প্রায় আড়াই বছরের বেশি সময় পর এখন বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগেসোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১৪ নভেম্বর এই সভার আয়োজন করা হয়।
৬ ঘণ্টা আগে