বিজ্ঞপ্তি
মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের ‘জিপি স্টার’ গ্রাহকদের সেবা দিয়ে ইলেকট্রনিকস ক্যাটাগরিতে সেরা পুরস্কার নিয়েছে সনি-স্মার্ট। জাপানের বিখ্যাত ব্র্যান্ড সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশে ‘সনি-স্মার্ট’ নামে পরিচিত।
গত মঙ্গলবার গ্রামীণফোনের পক্ষে চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ সাজ্জাদ হাসিব, সনি ইন্টারন্যাশনালের শাখার প্রধান রিকি লুকাস এবং সনি-স্মার্টের বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরীর কাছে বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড হস্তান্তর করেন। এ সময় গ্রামীণফোনের হেড অফ মার্কেটিং অ্যান্ড প্রিমিয়াম সেগমেন্ট ফারহা নাজ জামান এবং সনি-স্মার্টের বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমান উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণের অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের প্রথম তিন মাসে গ্রামীণফোনের ‘জিপি স্টার’ গ্রাহকদের জন্য ইলেকট্রনিকস খাতে সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবার ওপরে অবস্থান করে নিয়েছে সনি-স্মার্ট। তাই, সনি-স্মার্টকে সম্মানিত করতে এবং সামনের দিনে অব্যাহত সহায়তা কামনা করে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
গত বছরের ৫ ডিসেম্বর গ্রামীণফোনের ‘জিপি স্টার’ গ্রাহকদের সেবা দিতে প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে গ্রামীণফোন এবং সনি-স্মার্টের মধ্যে একটি চুক্তি সই হয়। ওইসময় গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণফোন সবসময় চেষ্টা করে তাদের গ্রাহকদের সর্বোচ্চটা দিতে। সেই সব পার্টনারদেরকেই গ্রামীণফোন তাদের জিপি স্টার লয়ালটি প্রোগ্রামে অন্তর্ভুক্ত করতে চায় যারা জিপি স্টার গ্রাহকদের জন্য সেরা অফার ও সেবা নিশ্চিত করতে পারবেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে জাপানের সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট), দেশজুড়ে ১৫০টি আউটলেট-এর সেলস নেটওয়ার্ক নিয়ে জিপি স্টার লয়ালটি প্রোগ্রামে অন্তর্ভুক্ত হয়েছে।
গ্রামীণফোন সনি-স্মার্টের চুক্তি অনুযায়ী, জিপি স্টার গ্রাহকেরা দেশজুড়ে সনি-স্মার্টের যেকোনো আউটলেট থেকে সকল ব্র্যান্ডের সব ধরনের পণ্যে ২০ শতাংশ মূল্যহ্রাস সুবিধা উপভোগ করতে পারবেন।
মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের ‘জিপি স্টার’ গ্রাহকদের সেবা দিয়ে ইলেকট্রনিকস ক্যাটাগরিতে সেরা পুরস্কার নিয়েছে সনি-স্মার্ট। জাপানের বিখ্যাত ব্র্যান্ড সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশে ‘সনি-স্মার্ট’ নামে পরিচিত।
গত মঙ্গলবার গ্রামীণফোনের পক্ষে চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ সাজ্জাদ হাসিব, সনি ইন্টারন্যাশনালের শাখার প্রধান রিকি লুকাস এবং সনি-স্মার্টের বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরীর কাছে বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড হস্তান্তর করেন। এ সময় গ্রামীণফোনের হেড অফ মার্কেটিং অ্যান্ড প্রিমিয়াম সেগমেন্ট ফারহা নাজ জামান এবং সনি-স্মার্টের বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমান উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণের অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের প্রথম তিন মাসে গ্রামীণফোনের ‘জিপি স্টার’ গ্রাহকদের জন্য ইলেকট্রনিকস খাতে সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবার ওপরে অবস্থান করে নিয়েছে সনি-স্মার্ট। তাই, সনি-স্মার্টকে সম্মানিত করতে এবং সামনের দিনে অব্যাহত সহায়তা কামনা করে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
গত বছরের ৫ ডিসেম্বর গ্রামীণফোনের ‘জিপি স্টার’ গ্রাহকদের সেবা দিতে প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে গ্রামীণফোন এবং সনি-স্মার্টের মধ্যে একটি চুক্তি সই হয়। ওইসময় গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণফোন সবসময় চেষ্টা করে তাদের গ্রাহকদের সর্বোচ্চটা দিতে। সেই সব পার্টনারদেরকেই গ্রামীণফোন তাদের জিপি স্টার লয়ালটি প্রোগ্রামে অন্তর্ভুক্ত করতে চায় যারা জিপি স্টার গ্রাহকদের জন্য সেরা অফার ও সেবা নিশ্চিত করতে পারবেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে জাপানের সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট), দেশজুড়ে ১৫০টি আউটলেট-এর সেলস নেটওয়ার্ক নিয়ে জিপি স্টার লয়ালটি প্রোগ্রামে অন্তর্ভুক্ত হয়েছে।
গ্রামীণফোন সনি-স্মার্টের চুক্তি অনুযায়ী, জিপি স্টার গ্রাহকেরা দেশজুড়ে সনি-স্মার্টের যেকোনো আউটলেট থেকে সকল ব্র্যান্ডের সব ধরনের পণ্যে ২০ শতাংশ মূল্যহ্রাস সুবিধা উপভোগ করতে পারবেন।
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১৪ নভেম্বর এই সভার আয়োজন করা হয়।
৫ মিনিট আগেএসিআই পাওয়ার সলিউশন ২৬ তম পাওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণ করেছে। এটি ১৪-১৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। এসিআই পাওয়ার সলিউশনের এক্সপোতে অংশগ্রহণের মূল লক্ষ্য সব নতুন পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানো। যার মধ্যে রেইকেম কেবল এক্সেসরিজ, স্নেইডার সার্কিট ব্র
২১ মিনিট আগেচলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর (তৃতীয়) প্রান্তিকে দেশের ১৭টি সাধারণ বিমা কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে। তবে একই সময়ে ২৩ কোম্পানির মুনাফা কমেছে। এ তথ্য ৪০টি সাধারণ বিমা কোম্পানির ১ জুলাই থেকে ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে।
১ ঘণ্টা আগেপ্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে বছরের সবচেয়ে বড় সেল ইভেন্ট দারাজ ১১.১১। প্রথম দিনেই ক্রেতাদের ভিড় জমে উঠেছে দারাজে। সারা দেশের মানুষ মেতে উঠেছে উৎসবের আমেজে, যেখানে পছন্দের পণ্যে মেলে দারুণ সব অফার, আর কেনাকাটার অভিজ্ঞতা ভাগাভাগি করে চলেছে সবাই।
১ ঘণ্টা আগে