দারাজ ১১.১১: প্রথম ২৪ ঘণ্টায় কেনাকাটার উচ্ছ্বাস

বিজ্ঞপ্তি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ১১: ৫১
ছবি: সংগৃহীত

প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে বছরের সবচেয়ে বড় সেল ইভেন্ট দারাজ ১১.১১। প্রথম দিনেই ক্রেতাদের ভিড় জমে উঠেছে দারাজে। সারা দেশের মানুষ মেতে উঠেছে উৎসবের আমেজে, যেখানে পছন্দের পণ্যে মেলে দারুণ সব অফার, আর কেনাকাটার অভিজ্ঞতা ভাগাভাগি করে চলেছে সবাই।

কোন পণ্যে বেশি ঝোঁক?

প্রথম দিনের কেনাকাটায় স্বাস্থ্য ও সৌন্দর্য, গ্রোসারি এবং ইলেকট্রনিকস পণ্য ক্রেতাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। দ্রুততম ডেলিভারির চমকও ছিল সেখানে। যেমন, এক ক্রেতা রাতে ডেটল হ্যান্ডওয়াশ অর্ডার দিয়ে সকালে ঘুম থেকে উঠেই হাতে পান, যা দারাজের দ্রুত সেবার উদাহরণ।

প্রিয় ব্র্যান্ডের প্রতি ভরসা

হায়ার, টেকনো আর লোটোর মতো ব্র্যান্ডে ক্রেতাদের আস্থা যেন আরও বেড়েছে। প্রথম দিন থেকেই এই ব্র্যান্ডগুলোতে অর্ডারের চাপ ছিল তুঙ্গে। বিশ্বস্ত ব্র্যান্ডগুলো দারাজে সহজেই পাওয়া যাচ্ছে বলে ক্রেতারা নিজেদের কেনাকাটায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

অপ্রত্যাশিত বেস্টসেলার

প্রতি বছরের মতোই ১১.১১-তে ক্রেতাদের কেনাকাটার তালিকায় ছিল কিছু মজার চমক। শীতের আগমনের সময়ে অপ্রত্যাশিতভাবে ১.৫ টন এয়ার কন্ডিশনারের চাহিদা বেড়েছে। পাশাপাশি ডিম সংরক্ষণের র‍্যাক এবং ডেকোরেটিভ এলইডি লাইটের মতো অভিনব পণ্যও উঠে এসেছে বেস্টসেলার তালিকায়, যা এই সেলে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে।

ফ্রি ডেলিভারির আনন্দ

১১.১১-এর প্রথম দিনেই প্রায় ৮৫ শতাংশ ক্রেতা উপভোগ করেছেন ফ্রি ডেলিভারি সুবিধা। এই সুবিধা পেয়ে ক্রেতারা খুশি হয়েছেন এবং কেনাকাটার খরচ কিছুটা কমে যাওয়ায় আরও পণ্য কিনতে উৎসাহ পেয়েছেন।

বিক্রেতাদের জন্য সুবর্ণ সুযোগ

দারাজের এই মেগা সেল শুধু ক্রেতাদের জন্যই নয়, বিক্রেতাদের জন্যও এনে দিয়েছে ব্যবসার প্রবৃদ্ধির সুযোগ। প্রথম দিনেই দারাজের বিক্রেতারা অন্যান্য সময়ের তুলনায় ৫ গুণ বেশি অর্ডার পেয়েছেন, যা স্থানীয় ব্যবসার প্রসারে দারাজের অবদানকে আরও সুদৃঢ় করেছে।

দারাজ ১১.১১ শপিং ফেস্টিভ্যাল ইতিমধ্যেই ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য রেকর্ড গড়েছে। এই উৎসব চলবে ২১ নভেম্বর পর্যন্ত, তাই সিজনের সেরা ডিল মিস না করার জন্য এখনই খুঁজুন দারাজে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত