বিজ্ঞপ্তি
বাহ্ স্টোর লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ব্র্যাক ব্যাংক। এতে নতুন ‘তারা’ কার্ডধারীরা একটি এক্সক্লুসিভ ‘তারা’ ভাউচার-সহ সব পণ্যের উপর শতকরা ২০ ভাগ ছাড় উপভোগ করবেন। একই সঙ্গে বিদ্যমান ‘তারা’ গ্রাহকেরা অনলাইন কেনাকাটায় শতকরা ১৫ ভাগ ছাড় উপভোগ করবেন। আগস্ট মাস থেকে এই ছাড় কার্যকর হবে।
বাহ্ (baahstore.com) হলো উচ্চমানের হস্ত-নির্মিত বায়োডিগ্রেডেবল এবং আপসাইকেলড ডিজাইনার লাইফস্টাইল পণ্য সংবলিত একটি এক্সক্লুসিভ বাংলাদেশি অনলাইন এবং ই-কমার্স ব্র্যান্ড। মানসম্পন্ন, পরিমার্জিত লাইফস্টাইল পণ্য এবং ব্যাগ, ঝুড়ি, রাগ, টেবিলওয়্যার ও ঘর সাজানোর বিভিন্ন সামগ্রীর জন্য অনলাইন এবং ই-কমার্স ব্র্যান্ডটি বিশেষ খ্যাতি অর্জন করেছে।
গত ৫ জুলাই ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং হেড অব উইমেন ব্যাংকিং ‘তারা’ মেহরুবা রেজা। আরও উপস্থিত ছিলেন বাহ্ স্টোর লিমিটেডের কো-ফাউন্ডার মেরিনা হক, কো-ফাউন্ডার মিরাজুল হক এবং শামিরা মোস্তফা-সহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।
ব্র্যাক ব্যাংক ‘তারা’ এবং বাহ্ সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম থেকে নারীর ক্ষমতায়নের জন্য দেশের প্রথম এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করে। বাহ্ মূলত পরিবেশবান্ধব এবং আপসাইকেল পণ্যগুলোর উপর গুরুত্ব দেয়, যা নারী এবং গ্রামীণ কারিগরদের উপর সামাজিক প্রভাব তৈরি করে। তাই একটি মূল্যবোধ-ভিত্তিক ব্যাংক হিসাবে ব্র্যাক ব্যাংক বিশ্বাস করে যে, বাহ্এর মতো সাইটেইনেবিলিটি ফোকাসড ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলা ব্যাংকের নীতির সঙ্গে সংগতিপূর্ণ।
বাহ্ স্টোর লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ব্র্যাক ব্যাংক। এতে নতুন ‘তারা’ কার্ডধারীরা একটি এক্সক্লুসিভ ‘তারা’ ভাউচার-সহ সব পণ্যের উপর শতকরা ২০ ভাগ ছাড় উপভোগ করবেন। একই সঙ্গে বিদ্যমান ‘তারা’ গ্রাহকেরা অনলাইন কেনাকাটায় শতকরা ১৫ ভাগ ছাড় উপভোগ করবেন। আগস্ট মাস থেকে এই ছাড় কার্যকর হবে।
বাহ্ (baahstore.com) হলো উচ্চমানের হস্ত-নির্মিত বায়োডিগ্রেডেবল এবং আপসাইকেলড ডিজাইনার লাইফস্টাইল পণ্য সংবলিত একটি এক্সক্লুসিভ বাংলাদেশি অনলাইন এবং ই-কমার্স ব্র্যান্ড। মানসম্পন্ন, পরিমার্জিত লাইফস্টাইল পণ্য এবং ব্যাগ, ঝুড়ি, রাগ, টেবিলওয়্যার ও ঘর সাজানোর বিভিন্ন সামগ্রীর জন্য অনলাইন এবং ই-কমার্স ব্র্যান্ডটি বিশেষ খ্যাতি অর্জন করেছে।
গত ৫ জুলাই ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং হেড অব উইমেন ব্যাংকিং ‘তারা’ মেহরুবা রেজা। আরও উপস্থিত ছিলেন বাহ্ স্টোর লিমিটেডের কো-ফাউন্ডার মেরিনা হক, কো-ফাউন্ডার মিরাজুল হক এবং শামিরা মোস্তফা-সহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।
ব্র্যাক ব্যাংক ‘তারা’ এবং বাহ্ সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম থেকে নারীর ক্ষমতায়নের জন্য দেশের প্রথম এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করে। বাহ্ মূলত পরিবেশবান্ধব এবং আপসাইকেল পণ্যগুলোর উপর গুরুত্ব দেয়, যা নারী এবং গ্রামীণ কারিগরদের উপর সামাজিক প্রভাব তৈরি করে। তাই একটি মূল্যবোধ-ভিত্তিক ব্যাংক হিসাবে ব্র্যাক ব্যাংক বিশ্বাস করে যে, বাহ্এর মতো সাইটেইনেবিলিটি ফোকাসড ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলা ব্যাংকের নীতির সঙ্গে সংগতিপূর্ণ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিনহাজ মান্নান ইমন।
১ ঘণ্টা আগেযেসব হিমাগারে আলুর মজুত রয়েছে সেগুলোতে অভিযান চালানোর জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমারস সোসাইটি’ (সিসিএস) ও এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)।
৪ ঘণ্টা আগেভারতের কাঁচাবাজারে দ্রব্যমূল্য ক্রমেই বাড়ছে। প্রতিদিনে রান্নায় যেসব পণ্য প্রয়োজন হয় সেগুলোর ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। বাজারের খরচ বাড়তে থাকায় কেনার পরিমাণ কমাতে বাধ্য হচ্ছেন তাঁরা। দিল্লি–কলকাতার প্রতিটি বাজারের চিত্র একই।
৫ ঘণ্টা আগেরিটে আদানি গ্রুপের সঙ্গে সম্পাদিত চুক্তিকে অসম, অন্যায্য ও দেশের স্বার্থপরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। চুক্তির শর্তগুলো সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংশোধন করতে বলা হয় রিটে। আর আদানি গ্রুপ রাজি না হলে চুক্তিটি বাতিল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চাওয়া হয়।
৬ ঘণ্টা আগে